ওপার বাংলা

Bangladeshএ মহাসমাবেশ থেকে BNP র ৭ এমপির সংসদ থেকে পদত্যাগের ঘোষণা, খালেদা-তারেকের সম্মানে দুটি চেয়ার ফাঁকা

ঢাকাঃ বাংলাদেশের (Bangladesh) একাদশ জাতীয় সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন BNP র সাত সংসদ সদস্য (এমপি)। এরই মধ্যে ইমেইলে জাতীয় সংসদের স্পিকারকে পদত্যাগপত্র পাঠানো হয়েছে বলে শনিবারের মহাসমাবেশে দেওয়া বক্তব্যে জানিয়েছেন কয়েকজন এমপি।

শনিবার (১০ ডিসেম্বর) BNP র বিভাগীয় সমাবেশ থেকে এ ঘোষণা দেওয়া হয়। ২০২৪ সালের জানুয়ারির প্রথম সপ্তাহে ঘোষিত জাতীয় সংসদ নির্বাচনের প্রক্কালে এ ঘোষণা এলো।

একাদশ জাতীয় সংসদে বিএনপির সংসদ সদস্যরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের মো. আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের মো. হারুনুর রশীদ, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের আবদুস সাত্তার, বগুড়া-৪ আসনের মো. মোশাররফ হোসেন, বগুড়া–৬ গোলাম মোহাম্মদ সিরাজ এবং ঠাকুরগাঁও-৩ আসনের জাহিদুর রহমান। বিএনপির সংরক্ষিত সংসদ সদস্য রুমিন ফারহানা।

এদিন সমাবেশে বগুড়া-৬ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য জি এম সিরাজ প্রথমে পদত্যাগের ঘোষণা দেন। এরপর অন্য সংসদ সদস্যরা একে একে পদত্যাগের কথা জানান।

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি হারুনুর রশীদ দেশের বাইরে থাকায় তার পক্ষে গোলাম মোহাম্মদ সিরাজ পদত্যাগের কথা জানান। রুমিন ফারহানা তার বক্তব্যে বলেন, আজকে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করে পদত্যাগপত্র ই-মেইলে পাঠিয়ে দিয়েছি। আজ থেকে শেখ হাসিনার অবৈধ সংসদে আমরা নেই।
   
এদিকে বিএনপির Dhaka বিভাগীয় গণসমাবেশ ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনী। পুলিশ, র্যা ব ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে পুরো নগর জুড়ে।

Dhaka র গোলাপবাগে আয়োজিত বিএনপির সমাবেশস্থলের আকাশে টহল দিতে দেখা গিয়েছে হেলিকপ্টার ও ড্রোন। র্যা বের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, বিএনপির সমাবেশ ঘিরে রাজধানীতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে র্যা ব ফোর্সেস।

যেকোন ধরনের বিশৃঙ্খলা, নাশকতা রোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যা ব ফোর্সেসের গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। জনগণের নিরাপত্তা ও জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে র্যা বের নিয়মিত টহল কার্যক্রম জোরদার করা হয়েছে।

এছাড়াও, যেকোন ধরনের হামলা ও নাশকতা রোধে রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনা, স্থান ও প্রবেশ পথসহ দেশের বিভিন্ন স্থানে র্যা ব ফোর্সেস এর চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। তিনি বলেন, এছাড়াও যেকোন উদ্ভূত  পরিস্থিতি নিয়ন্ত্রণে র্যা ব স্পেশাল ফোর্স টিম, ডগ স্কোয়াড, বোম্ব ডিস্পোজাল ইউনিট প্রস্তুত রয়েছে।

সমাবেশে অংশ নেওয়া বিএনপির নেতাকর্মীরা জানিয়েছেন, সমাবেশস্থলের আকাশে দেখা গেছে ড্রোন।  এদিকে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) গোয়েন্দা শাখার প্রধান লে. কর্নেল মশিউর রহমান জুয়েল বলেছেন, বিএনপির সমাবেশ ঘিরে এখনো কোনো নাশকতার তথ্য নেই। যদি কেউ নাশকতার চেষ্টা করে তা প্রতিহত করা হবে।

আমরা সার্বিকভাবে প্রস্তুত আছি। শনিবার রাজধানীর সায়েদাবাদে র্যা বের পক্ষ থেকে বিএনপির গৃহীত নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

লে. কর্নেল মশিউর রহমান জুয়েল বলেন, নাশকতা রোধে আমাদের সাদা পোশাকে র্যা ব সদস্য মোতায়েন রয়েছে, গোয়েন্দা সংস্থা সদস্যরা কাজ করছে। সাইবার পেট্রলিং চলছে। সার্বিক পরিস্থিতি মনিটরিং করছি। আমরা বলতে চাই, বিএনপি তাদের সমাবেশ শান্তিপূর্ণভাবে সম্পন্ন করুক। আমরা সেটাই চাই।

তবে যদি বিশৃঙ্খলা নাশকতারমূলক পরিস্থিতির সৃষ্টির চেষ্টা করা হয় তাহলে প্রতিহত করা হবে। আমরা প্রস্তুত আছি।অন্যান্য বিভাগীয় সমাবেশের মতোই ঢাকার বিভাগীয় গণসমাবেশেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশাপাশি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য মঞ্চে চেয়ার ফাঁকা রাখা হয়েছে।

খালেদা ও তারেকের প্রতি সম্মান জানিয়েছে চেয়ার দুটি ফাঁকা রাখা হয়েছে। আজ নির্ধারিত সময়ের ৪৫ মিনিট আগেই আনুষ্ঠানিকভাবে গোলাপবাগ মাঠে সমাবেশ শুরু করে বিএনপি।  ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান এতে সভাপতিত্ব করছেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। সমাবেশ সঞ্চালনা করছেন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনু। সমাবেশের সভাপতি আমানউল্লাহ আমান বলেন, দেশনেত্রী খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের সম্মানে দুটি চেয়ার ফাঁকা রেখেছি।

তারা সমাবেশে না থেকেও আমাদের মধ্যে আছেন। ফ্যাসিবাদি সরকার বাধা দিয়ে সমাবেশ বানচাল করতে চেয়েছে, কিন্তু জনগণ তার  উপযুক্ত জবাব দিয়েছে। সমাবেশে লাখ লাখ জনতার ঢল নেমেছে। সমাবেশের মাঠ ছাড়িয়ে রাজপথে ছড়িয়ে পড়েছে জনতা।

উল্লেখ্য, এতদিন বিএনপির সভা সমাবেশগুলোতে দলটির মাঠের নেতা মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতেন। কিন্তু গেল বুধবার বিএনপি-পুলিশ সংঘর্ষের কাণ্ড বৃহস্পতিবার গভীর রাতে মির্জা ফখরুল ও মির্জা আব্বাসকে গ্রেফতার করে পুলিশ। শুক্রবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়। 

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

6 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago