ওপার বাংলা

বাংলাদেশের ময়মনসিংহে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মর্মান্তিক মৃত্যু!

ময়মনসিংহের নান্দাইল ও গফরগাঁও উপজেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় মাদরাসা ছাত্রসহ ৩ জন নিহত হয়েছে।

জানা গেছে, গফরগাঁওয়ে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়।

নিহতরা হলেন-ইমরান হোসেন (৩০) ও উজ্জল মিয়া (৩০)। অন্যদিকে নান্দাইল উপজেলা এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইকেল আরোহী মাদরাসা ছাত্র নিহত হয়। তার নাম মাজহারুল হক (১৫)। রবিবার (৮ ডিসেম্বর) নান্দাইলের ঝালুয়া হেমগঞ্জ বাজার ও গফরগাঁও উপজেলার পুরাতন ব্রহ্মপুত্র সেতুর উপর পৃথক এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, গফরগাঁওয়ের পুরাতন ব্রহ্মপুত্র সেতুর ওপর ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উপজেলার বিরই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মোটরসাইকেল আরোহী ইমরান হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় অটোরিকশার ৪ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতরা হলেন, উপজেলার চরমছলন্দ নয়াপাড়া গ্রামের উজ্জল মিয়া, একই গ্রামের রোবেল মিয়া, নিধিয়ার চর গ্রামের আসাদ, মাইজপাড়া গ্রামের সোহেল।

খবর পেয়ে গফরগাঁও থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরে অবস্থার অবনতি হলে ৪ জনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। এসময় ময়মনসিংহ নেয়ার পথে উজ্জল নামে আরও একজনের মৃত্যু হয়।

গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার বলেন, ‘খবর পেয়ে লাশ ও আহতদের উদ্ধার করে উপজেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

অন্যদিকে নান্দাইল উপজেলার কিশোরগঞ্জ-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের ঝালুয়া হেমগঞ্জ বাজারের কাছে যাত্রীবাহী বাসের ধাক্কায় সাইকেল আরোহী মাদরাসা ছাত্র মাজহারুল হক (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রকে চাপা দেয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে নান্দাইল এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে ভর্তি করা হলে সন্ধ্যায় সে চিকিৎসারত অবস্থায় মারা যান তিনি। নিহত ছাত্র উজেলার ভাটি সাভার গ্রামের বাসিন্দা। সে হেফজ মাদরাসায় অধ্যায়নরত ছিল বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউদ্দিন এই খবরের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় ভৈরব ময়মনসিংহ রোডে চলাচলকরী শ্যামল ছায়া পরিবহনের একটি যাত্রবাহী বাসকে জব্দ করা হয়েছে। তবে চালক ও হেলপার পলাতক রয়েছে।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

7 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago