ওপার বাংলা

বাংলাদেশে রোহিঙ্গা শিবিরে ৫ বছরে ১৪৫ খুন, Rohingya ক্যাম্পে আরসার গুলিতে নেতা হত

ঢাকা: খুন-খারাপি লেগেই আছে বাংলাদেশে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে। গত ৫ বছরে কক্সবাজারের রোহিঙ্গা শিবিরগুলোতে নিজেদের মধ্যে খুনোখুনিতে অন্ততঃ ১৪৫ খুন হয়েছেন।

আর এগুলো ঘটেছে শিবিরে মাদক কারবার, যুবতী পাচার, আধিপত্য বিস্তার এবং নিজ দেশ মায়ানমারে ফেরত যেতে নেতৃত্বদানকারী মাঝিরা (রোহিঙ্গা নেতা)।

এবার উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) দুষ্কৃতীর গুলিতে রওশন আলী নামে এক সাব মাঝি নিহত হয়েছেন। শনিবার বিকেলে উখিয়া বালুখালী ক্যাম্প-১৩ এর ই ব্লকে এ কাণ্ড ঘটে বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফারুক আহমেদ।

নিহত মাঝি ক্যাম্প-১৩ এর ই-ব্লকের জালাল আহম্মেদের ছেলে। তিনি এই ক্যাম্পের সাব মাঝির দায়িত্বে ছিলেন। এএসপি ফারুক বলেন, ‘মাঝি বিকেলে তার ক্যাম্পে নিত্যদিনের কাজে বাজারে অবস্থান করছিল, এসময় ৬-৭ জন আরসা দুষ্কৃতী তাকে লক্ষ্য করে ২ রাউন্ড গুলি করে। হামলাকারীরা পালিয়ে যাওয়ার সময়

তাকে আবার তলপেটে ছুরিকাঘাত করে। খবর পেয়ে রোহিঙ্গাদের সহযোগিতায় গুলিবিদ্ধ সাব মাঝিকে উদ্ধার করে কুতুপালং এমএসএফ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান। তিনি বলেন, আরসা সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরোধিতা করায় তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এপিবিএনের মিডিয়া কর্মকর্তা জানান, ‘এ হত্যাকাণ্ডে ক্যাম্পের পরিস্থিতি স্বাভাবিক রাখতে, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উখিয়া ক্যাম্পের মোহাম্মদ ইকবাল জানান, ‘রওশন উল্লাহ মাঝি ক্যাম্পে ‘আরসা’ বিরোধী সব বসময় স্বোচ্ছার ছিলেন। তাদের অপকর্মের তথ্য আইনশৃঙ্খলাবাহিনীকে দিয়ে সহযোগিতা করতেন। হয়ত সে কারণে তাকে দুষ্কৃতী আরসা সদস্যরা গুলি করে হত্যা করেছে। ক্যাম্পে একের পর এক হত্যাকাণ্ডের ঘটনায় রোহিঙ্গারা আতঙ্কে রয়েছে। কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ২০১৭ সালের ২৫ আগস্ট থেকে গত ডিসেম্বর পর্যন্ত ১৪৫টি হত্যাকাণ্ড ঘটেছে। চলতি বছরের জানুয়ারি থেকে শনিবার পর্যন্ত অন্তত ৩০টি হত্যাকাণ্ড হয়েছে।  

২০১৭ সালের আগে চার লাখের মতো রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছিল। সে বছর মায়ানমারে দমন অভিযান শুরুর পর এই সংখ্যা ১১ লাখ ছাড়িয়ে যায়। বাংলাদেশে রোহিঙ্গাদের বেশির ভাগই কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার শিবিরে রয়েছে। এর মধ্যে কিছু রোহিঙ্গাকে নোয়াখালীর ভাসানচরে নিয়ে যাওয়া হয়।

হাবিবুর রহমান

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

3 weeks ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

3 weeks ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

3 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

3 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

3 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 weeks ago