ওপার বাংলা

চট্টগ্রামে হিন্দু সম্পত্তি দখলের নেতৃত্বে খোদ ইউপি চেয়ারম্যান! প্রতিবাদের ফলে সমঝোতার আশ্বাস: উৎকন্ঠায় হিন্দু সম্প্রদায়

করোনা দুর্যোগের কালেও বাংলাদেশে হিন্দু সম্পত্তি দখল করতে হামলা, মারধর, দেশছাড়া করার হুমকি- ধমকি থেমে নেই। এই জায়গা দখলের নেপথ্যে রয়েছেন ইউনিয়ন পরিষদের এক লোভী- দাঙ্গাবাজ চেয়ারম্যান। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের ভুমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এর নির্বাচনী এলাকা আনোয়ারা উপজেলা এলাকাতেই। গত ১৫ মে এই উপজেলার বৈরাগ ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকাতে এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে।  তবে থানা পুলিশ এ ব্যাপারে কোন মামলা নেয়নি প্রভাবশালী ক্ষমতাসীন আওয়ামীলীগ দলীয় এক নেতার ইঙ্গিতে এমন অভিযোগও রয়েছে আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হিন্দু নাগরিকদের। তবে এর মধ্যে এই ঘটনার তীব্র প্রতিরোধ ও নানামুখী প্রতিবাদ হওয়ায় স্থানীয় প্রশাসন একটি সমঝোতা করে যার যার জায়গা আবার মাপঝোপ করে বুঝিয়ে দেবে এমটাই সাব্যস্ত হয়েছে। কিন্তু  হিন্দুদের সম্পত্তি জবরদখলের অভিযোগে অভিযুক্ত বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান ও তার অনুসারিদের এ ধরনের আগ্রাসী ও মারমুখী আচরণের জন্যে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজনের মধ্যে তীব্র ক্ষোভ ও আতংক বিরাজ করছে।

স্থানীয় হিন্দু সম্প্রদায়ের নাগরিকদের অভিযোগ, এক প্রভাবশালী আওয়ামীলীগ নেতার পরোক্ষ আশ্রয় প্রশ্রয়ে ওই ইউপি চেয়ারম্যান হিন্দুদের জায়গা দখল করে নিতে চেয়েছেন। তবে গত রবিবার( ১৭ মে) উভয়পক্ষের উপস্থিতিতে উপজেলা প্রশাসনের মধ্যস্থতায় এক সমঝোতা বৈঠকে  সার্ভেয়ারের মাধ্যমে জায়গা মেপে আগামী ২১ মে বুঝিয়ে দেয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিসে জেলা, উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতাদের সাথে উপজেলা প্রশাসনের এ সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। দু’পক্ষের প্রতিনিধিদের উপস্থিতিতে এ সমাঝোতার বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর আহমেদ চৌধুরী সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

জানা যায়, আনোয়ার উপজেলার বৈরাগ ইউনিয়নের বন্দর গ্রামে বসবাস করে সংখ্যালঘু ২৫ পরিবার। গত শুক্রবার (১৫ মে) সকালে স্থানীয় ইউনিয়ন পরিষদের সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের অনুসারীদের সঙ্গে স্থানীয়দের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন। স্থানীয়দের অভিযোগ, সীমানা প্রাচীর নির্মাণের মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের পৈতৃক সম্পত্তি দখলে আসে বৈরাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মানের নেতৃত্বে ৩০-৩৫ জনের একটি দল। এদের সবার হাতে ছিল দেশীয় ধারালো অস্ত্রসহ লাঠিসোঁটা। জমির মালিকরা তাদের পৈতৃক জায়গা দখলে বাধা দেয়। এ সময় সন্ত্রাসীরা হামলা চালায় সংখ্যালঘুদের ওপর। ঘটনাস্থলে আহত হয় সংখ্যালঘু পরিবারের ১১ সদস্য। আহতদের আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও আশংকাজনক ৩ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করতে হয়।

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক তাপস হোড় বলেন, ৪১ শতকের ওই জায়গাটি সংখ্যালঘু হিন্দু পরিবারের। এর মধ্যে তারা ৩২ শতক জায়গা ইউনিয়ন পরিষদকে দান করেছে। কিন্তু বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান ৩২ শতকের সঙ্গে অবশিষ্ট ১০ শতকও নিজের দখলে নিয়ে মার্কেট নির্মাণের পাঁয়তারা করছে দীর্ঘদিন ধরে।’

উত্তরাধিকার সূত্রে জায়গায় মালিক ও হামলায় আহত সুসেন সিংহ নর্থ ইস্ট নাও’কে বলেন, ‘বন্দর গ্রামে আমাদের ২১ গন্ডা জায়গার মধ্যে ১৬ গন্ডা জায়গা ইউনিয়ন পরিষদের নামে দান করে দেয় আমাদের পূর্বপুরুষরা। আর ৫ গন্ডা জায়গা সীমানার বাইরে ছিলো। এখনও পর্যন্ত কোন চেয়ারম্যান এই ৫ গন্ডা জায়গা দাবি করেননি। কিন্তু বর্তমান চেয়ারম্যান আমাদের জায়গাটা দখল করার জন্য উঠেপড়ে লাগে। তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদের সীমানা দেয়াল দেয়ার নাম করে তারা এই জায়গা দখলে নিতে চাইলে আমরা বাধা দিই। এ সময় চেয়ারম্যান আমাদের উপর হামলার নির্দেশ দেয়। হামলা চালিয়ে নিরীহ গ্রামবাসীকে আহত করার ঘটনায় কর্ণফুলী থানার ওসি মামলা নেয়নি। আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগের পরদিন শনিবার বিকেলে মামলা নিতে বাধ্য হয়।

চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অসীম কুমার দেব বলেন, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’পক্ষের মারামারি ঘটনাটি কোনো সাম্প্রাদায়িক বিরোধ নয়। সকলের উপস্থিতিতে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে বৈরাগ ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ সোলাইমান ও স্থানীয়দের পক্ষে সুশান সিংহ তাদের নিজ-নিজ বক্তব্য উপস্থাপন করেন উপজেলা নির্বাহী কর্মকতার কাছে। উভয় পক্ষের আলাদা আলাদা শুনানি কার্যক্রম পরিচালনা করা হয়।

আনোয়ারা উপজেলা নির্বাহী অফিসার শেখ জোবায়ের আহমেদ নর্থ ইস্ট নাওকে বলেন, বৈরাগ ইউনিয়ন পরিষদ ও স্থানীয় গ্রামবাসীদের মধ্যে মারামারি ঘটনার বৈঠকে উভয়ের কাগজপত্র পর্যালোচনা করে আগামী বৃহস্পতিবার কাগজপত্র দেখে সঠিক পরিমাপ করে উভয় পক্ষকে জায়গা বুঝিয়ে দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago