অসম

সুন্দর, সুস্থ ও এক আদর্শ দেশ গড়ে তোলার লক্ষ্যে হাইলাকান্দিতে দেওয়াল লিখন প্রতিযোগিতার আয়োজন

দুই অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী উদযাপনের প্রাক্কালে হাইলাকান্দি পুরসভা কর্তৃপক্ষ সোমবার এই দেওয়াল লিখন প্রতিযোগিতার আয়োজন করে শহরে। জেলাশাসক কার্যালয়ের সামনের সাদা রংয়ের দেওয়ালে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বিভিন্ন স্কুলের পড়ুয়ারা যথাক্রমে ব্লু ফ্লাওয়ার ইংরেজি মাধ্যম এইচএস স্কুল, নেতাজি সুভাষ আকাদেমি হাইস্কুল, গ্লোবাল পাবলিক এইচএস স্কুল, শিশু সদন হাইস্কুল সহ দুটি বেসরকারি আর্ট স্কুলের ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নেন।

জেলাশাসক কীর্থি জালি এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন সদর মহকুমাশাসক তথা পুরসভার কার্যবাহী আধিকারিক প্রদীপ টিমুং সহ পুরসভার সর্বস্তরের কর্মী ও পুর সদস্যরা।

মহাত্মা গান্ধীর জন্মদিন উদযাপনের প্রাক মুহূর্তে হাইলাকান্দি পুরসভা এ ধরনের আয়োজন করার জন্য পুরসভাকে সাধুবাদ জানান জেলাশাসক কীর্থি জালি। তিনি বলেন, মহাত্মা গান্ধী দেশকে সর্বতোভাবে সুন্দর, সুস্থ ও এক আদর্শ দেশ গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছিলেন।

আর বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশকে স্বচ্ছ রাখতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি প্লাস্টিকমুক্ত দেশ গড়ার অঙ্গিকার নিয়েছেন। এরই ফলস্বরূপ দুই অক্টোবর থেকে সারা দেশে প্লাস্টিক দ্রব্য-সামগ্রী বর্জন অভিযান শুরু হবে। হাইলাকান্দি জেলাকেও প্লাস্টিক মুক্ত জেলা গড়ার আহ্বান জানান জেলাশাসক।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে একটি দেওয়ালে লিখে এদিনের “দেওয়াল লিখন ” প্রতিযোগিতার সূচনা করেন আইএএস জেলাশাসক কীর্থি জালি।

দেওয়াল লিখনের জন্য হাইলাকান্দি পুরসভা জেলাশাসক কার্যালয়ের সামনের সাদা রংয়ের দেওয়াল বেছে নিলে ছাত্র-ছাত্রীরা যথারীতি “প্লাস্টিক বর্জন” সংক্রান্ত নানা শ্লোগান লেখতে শুরু করেন।

তবে দুপুরের দিকে প্রায় ঘন্টাখানেক ভারি বৃষ্টির ফলে দেওয়াল লিখনে কিছুটা বিঘ্নিত হয় ছাত্র-ছাত্রীদের।

পুরসভার বড়বাবু শান্তনু দেব জানিয়েছেন, গান্ধীজির জন্মদিনের প্রাক্কালে প্রতি বছরই পুরসভা নানা কর্মসূচি হাতে নিয়ে থাকে তবে এ বছরই প্রথম দেওয়াল লিখল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এক দিবসীয় এই প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীকে ২ অক্টোবর শহরের গান্ধীঘাটে গান্ধী জয়ন্তী অনুষ্ঠানে পুরষ্কৃত করা হবে বলে বড়বাবু শান্তনু দেব জানিয়েছেন।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

2 weeks ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

2 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago