অসম

কাছাড়ে শ‘শ‘ আবেদনকারীর হতাশা, গাঁওবুড়া নিযুক্তি স্থবির !

কাছাড়ে গাঁওবুড়া নিযুক্তির নামে দুই দফায় আবেদনপত্র গ্রহন করা হলেও এখন পর্যন্ত গাঁওবুড়াপদে নিযুক্তি প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে আছে। এক্ষেত্রে কাছাড় জেলাপ্রশাসনের তরফে কোনও হেলদোল নেই। ফলে শ‘শ‘ আবেদনকারীদের মধ্যে প্রবল হতাশা দেখা দিয়েছে।

জানা গেছে, বছর দেড়েক আগে কাছাড়ের সবকটি রাজস্ব লটে গাঁওবুড়া নিযুক্তি দেওয়া হবে বলে আবেদন চেয়ে নোটিফিকেশন জারি করে কাছাড় জেলাপ্রশাসন। শর্তসাপেক্ষে সংশ্লিষ্ট পদে প্রার্থী চেয়ে বিভিন্ন গণমাধ্যমে বিজ্ঞাপনও দেওয়া হয়। সরকারি বিজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে গোটা জেলার সঙ্গে কাটিগড়া রাজস্বচক্রের অধীন প্রায় ৬৬ টি রাজস্ব লটের গাঁওবুড়া পদে নিযুক্তি চেয়ে আবেদন করেন কয়েক হাজার প্রার্থী প্রত্যাশী।

পরবর্তী সময়ে অজ্ঞাত কারণে তা বাতিল করে দেওয়া হয়। কোনও আগাম নোটিস ছাড়া হাজার হাজার আবেদনপত্র বাতিল ঘোষণা করায় আবেদনকারীদের মধ্যে তীব্র ক্ষোভ উস্কে উঠলেও প্রক্রিয়াগত জটিলতায় গোটা নিযুক্তি প্রক্রিয়া বন্ধ করে দেওয়া হয়। দীর্ঘ কয়েকমাস পর গত ডিসেম্বর মাসে কাছাড়ের সবকটি রাজস্ব লটে গাঁওবুড়া নিযুক্তি করা হবে বলে পুনঃ আবেদন চেয়ে নোটিফিকেশন জারি করে কাছাড় জেলাপ্রশাসন।

জারি করা নোটিফিকেশনের ভিত্তিতে পুরোনো ক্ষোভ বিক্ষোভ প্রশমিত করে যথারীতি সংশ্লিষ্ট পদে ফের আবেদন করেন এখানকার হাজার হাজার চাকরি প্রত্যাশী । গাঁটের কড়ি খরচ করে সরকারী যাবতীয় শর্তাবলী মেনে আবেদন করলেও প্রায় ছয়মাস অতিক্রান্ত। এখনও কোনও খবর নেই।

প্রথমে পঞ্চায়েত নির্বাচন পরে সাধারণ নির্বাচনের অজুহাতে গাঁওবুড়া পদে নিযুক্তি প্রক্রিয়া থমকে পড়লেও বর্তমানে নির্বাচনী বিধিনিষেধ না থাকায় পরবর্তী পদক্ষেপ গ্রহন করার আর্জি জানান এ অঞ্চলের চাকরি প্রত্যাশীরা।

উল্লেখ্য, সরকারি নোটিফিকেশনের ১৫ দিনের শর্ত অনুযায়ী আবেদনপত্র পূরণ করে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হলে পড়িমরি করে বাকিজা ক্লেয়ারন্স সার্টিফিকেট, খাজনার চালান, পঞ্চায়েতের ক্লেয়ারেন্স সহ ভোটার পরিচয়পত্র ও অন্যান্য নথিপত্রাদি জোগাড় করে নির্ধারিত তারিখ অনুযায়ী সার্কল অফিসে আবেদনপত্র জমা করলেও সংশ্লিষ্টপদে আবেদনকারীদের আবেদনপত্র এখনও কাটিগড়া সার্কল অফিসে পড়ে আছে।

মাস দুয়েক আগে আবেদনকারীদের তালিকা জেলাসদরে পৌঁছে গেলেও আবেদনপত্রগুলি একই অবস্থায় পড়ে আছে। এখন প্রশ্ন উঠছে,কবে নাগাদ আবেদনপত্রগুলি জেলাসদরে পৌঁছাবে?

কবে আবেদনপত্র বাছাই হবে? কবে সাক্ষাৎকার নেওয়া হবে ইত্যাদি ?

শীঘ্রই যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করে গাঁওবুড়াপদে নিযুক্তি প্রদানের দাবি জানান চাকরি প্রত্যাশীরা।

অমলেন্দু মালাকার

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

6 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

7 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago