অসম

এক ব্যক্তিকে খুনের অভিযোগে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড অসমের হাইলাকান্দিতে

এক ব্যক্তিকে প্রাণে মারার দায়ে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করল অসমের হাইলাকান্দির জেলা ও দায়রা আদালত।

চাঞ্চল্যকর এই রায়দান করেছেন জেলা ও দায়রা বিচারপতি দেবাশীষ ভট্টাচার্য।

ঘটনা ২০১৬ সালের ফেব্রুয়ারিতে, হাইলাকান্দি সদর থানাধীন রতনপুর প্রথম খন্ড গ্রামে। ওই গ্রামের বাসিন্দা পেশায় কৃষিজীবী ফারুক উদ্দিন লস্কর (৪০) খুন হন ওই বছরের ৬ ফেব্রুয়ারি।

খুনের অভিযোগ এনে হাইলাকান্দি সদর থানায় একটি মামলা দায়ের করেন ফারুক উদ্দিনের ভাই ফরিজ উদ্দিন লস্কর। মামলায় ফরিজ উদ্দিন লস্কর উল্লেখ করেছেন, তার ভাই ফারুক উদ্দিন লস্কর ৬ ফেব্রুয়ারি সকাল আনুমানিক সাড়ে ন’টা নাগাদ বাড়ির সবজি ক্ষেতে যাওয়ার সময় ওই গ্রামেরই আলতাফ হোসেন লস্করের বাড়ির সামনে যেতেই আলতাফ ও তার দুই সঙ্গী পুরোনা শত্রুতার জেরে ফারুক উদ্দিন লস্করকে আটক করে ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক আঘাত করে।
সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ফারুক উদ্দিনকে মারাত্মকভাবে মারপিট করতে দেখে তার এক সম্পর্কিত ভাই মুস্তফা আহমদ লস্কর ঘটনাস্থলে পৌঁছেন। তখন মোস্তফাকেও তারা মারপিট করে।

ফারুক ও মুস্তফার চিৎকার শুনে ফরিজ উদ্দিন লস্কর তৎক্ষনাৎ গিয়ে উভয়কে উদ্ধার করে হাইলাকান্দি এসকে রায় অসামরিক হাসপাতালে নিয়ে আসেন।

তবে ফারুক উদ্দিন লস্করের জখম বেশি থাকায় তাকে শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেন চিকিৎসকরা সেখানে চিকিৎসা অবস্থায় পরদিন ৭ ফেব্রুয়ারি মৃত্যুর কোলে ঢলে পড়েন ফারুক উদ্দিন লস্কর। শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ফারুক উদ্দিনের ময়না তদন্ত ও সুরতহাল করে হাইলাকান্দি পুলিশ।

দায়ের করা মামলায় ওই গ্রামের আলতাফ হোসেন বড়লস্কর, আনোয়ার হোসেন বড়লস্কর ও জাকির হোসেন বড়লস্কর এই তিনজনকে অভিযুক্ত করেন ফরিজ উদ্দিন লস্কর।

হাইলাকান্দি সদর থানায় ৬৬/ ২০১৬ নম্বরে এবং ভারতীয় দণ্ডবিধির ৩৪১/৩২৫/৩২৬/৩৪ ধারায় মামলাটি নথিভুক্ত হয়।
পরে হাইলাকান্দি সদর পুলিশ তদন্তে নেমে ঘটনাস্থল থেকে বাঁশের টুকরো জব্দ করে। এদিকে, ফারুক উদ্দিন মারা যাওয়ার পর এই মামলায় ৩০২ ধারা যুক্ত করে হাইলাকান্দি পুলিশ।

পরে মামলাটি আদালতে স্থানান্তরিত হয়। মামলা নম্বর এসসি ১০৯/১৬। পুলিশ তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করে ৩৪২/৩২৩/৩০২ ধারায়। পরবর্তীতে আদালত এই তিনটি ধারায় চার্জ ফ্রেম করে।

আদালত শিলচর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসক গুণজিৎ দাস, এই ঘটনার হাইলাকান্দি সদর থানার তিনজন তদন্তকারী অফিসার এসআই আব্দুল বাচিত, এসআই সজল চন্দ্র দেব ও এসআই শরৎ চন্দ্র বরা সহ ১৪ জনের সাক্ষ্যগ্রহণ করে।

দীর্ঘ প্রায় সাড়ে তিন বছর মামলা চলার পর ৭ আগস্ট বুধবার হাইলাকান্দির জেলা ও দায়রা বিচারপতি দেবাশীষ ভট্টাচার্য লোমহর্ষক এই মামলার রায়দান করেন। বিচারপতি তাঁর রায়ে অভিযুক্ত আলতাফ হোসেন বড়লস্কর ও আনোয়ার হোসেন বড়লস্করকে ভারতীয় দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় যাবজ্জীবন স্বশ্রম কারাদণ্ড দিয়েছেন।

৩০২ ধারায় তাদের যাবজ্জীবন কারাদণ্ড সহ ৫ হাজার টাকা জরিমানা ধার্য করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও দুই মাসের স্বশ্রম কারাদণ্ড এবং ৩৪১ ধারায় এক মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেছেন বিচারপতি।

অন্যদিকে, এই ঘটনায় আরেক অভিযুক্ত জাকির হোসেন বড়লস্করকে প্রমাণের অভাবে বেকসুর খালাস করেছেন মহামান্য জেলা ও দায়রা বিচারপতি দেবাশীষ ভট্টাচার্য।

এই ঘটনায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন উজ্জ্বলকুমার দাস এবং অভিযুক্তদের পক্ষে আইনজীবী ছিলেন নুরুল হুদা লস্কর ও জয়নূল ইসলাম চৌধুরী।

রতনপুর প্রথম খণ্ডের বাসিন্দা পেশায় কৃষিজীবী ফারুক উদ্দিন লস্কর ২০০৭ সালে পঞ্চায়েত নির্বাচনে রতনপুর জিপি-র গ্রুপ সদস্য নির্বাচিত হয়েছিলেন। আর পাঁচ বছর পর পরবর্তী পঞ্চায়েত নির্বাচনে তিনি ওই জিপি-র সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

তবে চাঞ্চল্যকর এই রায়দানে হাইলাকান্দি জেলার বিচার ব্যবস্থার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে অভিযুক্তদের যাবজ্জীবন স্বশ্রম কারাদণ্ডে দণ্ডিত করায় সন্তোষ প্রকাশ করেছেন ফরিজ উদ্দিন লস্কর ও তার পরিবার।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

4 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

5 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

5 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

6 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

6 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

7 days ago