অসম

১৯ জুলাই পর্যন্ত লামডিং-বদরপুর ব্রডগেজ রেলপথে ট্রেন চলাচল বন্ধ

আগামী ১৯ জুলাই পর্যন্ত বন্ধ থাকবে লামডিং-বদরপুর ব্রডগেজ রেলপথে ট্রেন চলাচল।
যুদ্ধকালীন তৎপরতায় ট্র্যাক মেরামতির কাজ চললেও আগামী ১৯ জুলাই পর্যন্ত পাহাড় লাইনে ট্রেন চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেল কর্তৃপক্ষ।

এর আগে ১৬ জুলাই পর্যন্ত রেল চলাচল বন্ধ থাকবে বলে জানালেও সোমবার ফের ১৯ জুলাই পর্যন্ত রেল চলচল বন্ধের কথা জানানো হয়।

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ অফিসার প্রণবজ্যোতি শর্মা জানান, শিলচর ও গুয়াহাটির মধ্যে প্রতিদিন যে দুই জোড়া ট্রেন চলাচল করে তা ১৯ জুলাই পর্যন্ত সবকটি বাতিল করা হয়েছে। এমনকী, ২০ তারিখের গুয়াহাটি- শিলচর এক্সপ্রেস (১৬৫১১) এবং শিলচর-গুয়াহাটি প্যাসেঞ্জার (৫৫৬১৬) ট্রেনও না চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এছাড়াও, ১৬ ও ১৮ জুলাই শিয়ালদহ থেকে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস (১৩১৭৩) ছাড়বে, সেগুলি আগরতলার বদলে লামডিঙে পৌঁছেই দাঁড়িয়ে পড়বে। পরদিন ট্রেনগুলি (১৩১৭২) লামডিং থেকেই তার নির্দিষ্ট সূচি মেনে চলবে।

একইভাবে ১৭ জুলাই শিয়ালদহ থেকে যে কাঞ্চনজঙ্ঘা রওয়ানা হবে, একে শিলচরের বদলে লামডিঙে আটকে দেওয়া হবে। পরদিন লামডিং থেকেই তা শিয়ালদহের উদ্দেশ্যে রওয়ানা হবে।
১৪ জুলাই যে তিরুবনন্তপুরম এক্সপ্রেস (১২৫১৫) শিলচরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল একে গুয়াহাটি পর্যন্ত চালানো হবে। অরুনাই এক্সপ্রেস (১২৫০৮) ১৯ জুলাই শিলচরের পরিবর্তে গুয়াহাটি থেকে বাঙ্গালুরুর উদ্দেশ্যে রওয়ানা হবে।

সোমবার আনন্দবিহার থেকে যে ত্রিপুরা সুন্দরী এক্সপ্রেস (১৪০২০) রওয়ানা হয়েছে, একে আগরতলার বদলে গুয়াহাটি পর্যন্ত চালানো হবে। একইভাবে একে (১৪০১৯) ১৯ জুলাই আগরতলার বদলে গুয়াহাটি থেকে যাত্রা শুরু করবে।

এদিকে, হাবিবগঞ্জ থেকে যে হাবিবগঞ্জ-আগরতলা স্পেশাল ট্রেন (০১৬৬৫) ১৭ জুলাই রওয়ানা দেবে, তাকে গুয়াহাটি পর্যন্ত চালানো হবে। গুয়াহাটি থেকেই ট্রেনটি (০১৬৬৬) ২১ জুলাই হাবিবগঞ্জের উদ্দেশে যাত্রা করবে। ১৭ জুলাইর আনন্দবিহার-আগরতলা রাজধানী এক্সপ্রেসকে লামডিঙে আটকানো হবে।

উল্লেখ্য, গত ১২ জুলাই থকে লাগাতার বর্ষণের ফলে নিউ হাফলং ও জাটিঙ্গা লামপুরের মধ্যবর্তী ১১০/৪.৫ কিলোমিটার অংশে ১০০ মিটার জায়গা জুড়ে রেলওয়ে ট্র্যাকের নীচে পাহাড়ের জল মাটি-পাথর অনেকটা ধুয়ে-মুছে নিয়ে যায়। এতে পাহাড় লাইনে গত তিন দিন থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। রেল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতার সঙ্গে রেলওয়ে ট্র্যাক মেরামতির কাজ করে চললেও বৃষ্টির ফলে কাজে বিঘ্ন ঘটাচ্ছে।

বর্তমানে নিউহাফলং ও জাটিঙ্গা লামপুরের মধ্যে ১১০/৪.৫ কিলোমিটার অংশের কাজের যা অগ্রগতি এতে করে ১৯ জুলাইয়ের আগে লামডিং-বদরপুর ব্রডগেজ রেলপথে ট্রেন চলাচল শুরু হওয়া নিয়ে রয়েছে সংশয়।

বর্তমানে নিউহাফলং ও জাটিঙ্গা লামপুরের মধ্যবর্তী অংশে রেলট্র্যাক তুলে ফেলা হয়েছে এবং সে জায়গায় মাটি ভড়াট-সহ ট্র্যাকের পাশে ধসে যাওয়া মাটি পাথর ও নেট দিয়ে আটকানোর চেষ্টা করা হচ্ছে। পাহাড়ে বৃষ্টি অব্যাহত থাকায় এখনও মাটি ধসে পড়ছে। তাই বৃষ্টি বন্ধ না হলে ওই রুটে পুনরায় ট্রেন চলাচল শুরু হতে আরও কিছুদিন সময় লেগে যেতে পারে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

6 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

7 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago