Categories: অসম

Kishore Kumar এর সৃষ্টিকে Assam barak-এ জনপ্রিয় করে তোলার অন্যতম কারিগর সুজিত কুমার দাস (ফুলু) কে Shilchar প্রেসক্লাবে শিল্পী সম্বর্ধনা দিল চার সংগঠন

শিলচর: গত ত্রিশ বছর ধরে শিল্পী কিশোর কুমারের (Kishore kumar) অনবদ্য সৃষ্টিকে অসমের (assam) বরাক উপত্যকায় (barak valley) জনপ্রিয় করে তোলার নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন তিনি। শিল্পী এবং সংগঠক হিসেবে।

মূলতঃ তাঁরই উদ্যোগে অসমের (assam) শিলচরে (shilchar) প্রতিষ্ঠিত হয়েছে কিশোর কুমারের (kishore kumar) আবক্ষ মূর্তি। এই গুণী ও জনপ্রিয় ব্যক্তিত্বকে শিলচর প্রেসক্লাবে আজ সম্ভর্থনা জানাল হল আকসা,বিডিএফ,বরাক (barak)নাগরিক সংসদ ও আমরা বাঙালি দলের পক্ষ থেকে।

বিভিন্ন বিশিষ্টজনের উপস্থিতিতে অনুষ্ঠিত এদিনের এই আন্তরিক অনুষ্ঠানে প্রারম্ভিক বক্তব্য রাখতে গিয়ে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট (bdf) এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় (pradip dutta roy) সুজিত কুমার দাসের দীর্ঘ সাংগীতিক ও সাংগঠনিক কাজের উল্লেখ করে বলেন যে এই শিল্পী বরাক (barak) তথা উত্তর পূর্বের গর্ব।

তিনি বলেন,  কিশোর কুমারের (kishore kumar) সৃষ্টিকে জনপ্রিয় করে তোলার ক্ষেত্রে তাঁর অবদান এই উপত্যকাবাসী মাত্রেই শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এদিন শিল্পীকে উত্তরীয় পরিয়ে স্বাগত জানান চার সংগঠনের প্রতিনিধি সহ শিলচর (shilchar) পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শান্তনু দাস ও প্রাক্তন ডিএফও তথা সমাজসেবী মৃদুল কুমার ধর।

শিল্পীর উদ্দেশ্যে মানপত্রটি পাঠ করেন বরাক নাগরিক সংসদের সম্পাদক শংকর দে। এরপর একযোগে মানপত্র ও একটি পুস্পস্তবক দিয়ে শিল্পী সুজিত কুমার দাসকে সম্বর্ধনা জানান হয়।

আমরা বাঙালির পক্ষ থেকে সাধন পুরকায়স্থ বলেন যে সুজিত কুমার দাসের সাথে তাঁর অনেক দিনের সম্পর্ক। পুরোনো সেসব স্মৃতিমেদুর দিনের কথা উল্লেখ করে তিনি বলেন দেরিতে হলেও এই ‘বরাকের কিশোরকুমার’ (baraker Kishore kumar) কে সম্বর্ধনা দিতে পেরে তাঁরা গর্বিত।

আকসার পক্ষ থেকে রূপম নন্দী পুরকায়স্থ বলেন যে ফুলুদা একটা সময় বরাকের মঞ্চ দাপিয়ে বেড়িয়েছেন এবং তার গান ছাত্রাবস্থায় তাঁরা মন্ত্রমুগ্ধের মতো শুনতেন । তিনি বলেন তাঁর আগামীর যে কাজ, তাঁকে এগিয়ে নেবার জন্য বর্তমান প্রজন্মকে এগিয়ে আসা কর্তব্য।

নাগরিক সংসদের পক্ষ থেকে শংকর দে বলেন যে সারাজীবন ধরে এই শিল্পী নিভৃতে সাধনা করে গেছেন। সঙ্গীত ছাড়াও সুজিত কুমার দাসের উজ্জ্বল শিক্ষকতা জীবনেরও উল্লেখ করেন তিনি।

জবাবি বক্তব্যে শিল্পী সুজিত কুমার দাস এদিনের সভায় উপস্থিত সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে বলেন যে এই সম্মাননা কে তিনি চিরজীবন মনের মণিকোঠায় রাখবেন এবং এই ভালবাসা তাঁকে আগামীতে আরো ভালো কাজ ও সমাজের স্বার্থে কিছু করে যাবার শক্তি যোগাবে।

অন্যান্য দের মধ্যে এদিন বক্তব্য রাখেন সমাজসেবী শান্তনু দাস,গীটার শিল্পী গোবিন্দ শর্মা প্রমুখ।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago