অসম

Assamএর ব্ৰহ্মপুত্ৰ-বরাকের জন্য ৬২২ কোটি টাকার প্যাকেজ ঘোষণা কেন্দ্ৰীয় মন্ত্ৰী সর্বানন্দ সনোয়ালের

গুয়াহাটিঃ কেন্দ্রীয় বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সোমবার অসমের  জন্য দুটি বড় প্রকল্প ঘোষণা করেছেন। কেন্দ্ৰীয় মন্ত্ৰী সোনোয়াল জানান- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৩  জানুয়ারী দুটি বড় উদ্যোগের উদ্বোধন করবেন। একই দিনে  গুয়াহাটি (Guwahati)মহানগরের  পান্ডু বন্দরে (Pandu port) পরিবহণ ক্ষমতা বাড়াতে  উত্তর-পূর্বের জন্য মেরিটাইম স্কিল সেন্টারের অর্থাৎ জল পরিবহন দক্ষতা বিকাশ কেন্দ্ৰ উদ্বোধন করবেন।

সোনোয়াল বলেন- প্ৰধানমন্ত্ৰী নরেন্দ্ৰ মোদীর নেতৃত্বে ২০১৪ সাল থেকে দেশের জল পরিবহন ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। দেশের জল পরিবহনের পরিকাঠামোর উন্নয়ন হয়েছে।

সোনোয়াল বলেন যে ব্রহ্মপুত্র (NW2) এর উন্নয়নের জন্য ৪৭৪ কোটি টাকার প্যাকেজ উন্নীত করা হয়েছে। সেইসঙ্গে বরাক নদীর (NW 16) উন্নয়নের জন্য ১৪৮ কোটি টাকার একটি বর্ধিত প্যাকেজ নির্ধারণ করা হয়েছে।

অন্যান্য উদ্যোগগুলি হল Pandu Multi-Modal terminal জাহাজ মেরামতের সুবিধা এবং পান্ডুর মাল্টি-মোডাল টার্মিনালকে গুয়াহাটির ২৭ নম্বর জাতীয় সড়কের সঙ্গে  সংযোগকারী একটি উঁচু রাস্তা নির্মাণ করা। অসম এবং উত্তরপূর্বের অভ্যন্তরীণ জলপথগুলিকে পুনর্গঠনের জন্য বন্দর, নৌপরিবহণ এবং জলপথ উন্নয়নের পরিকল্পনা করা হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রী আসন্ন বছরের জন্য রাজ্যে অভ্যন্তরীণ জলপথের উন্নয়নের জন্য ১ হাজার ১৬ কোটি টাকা বিনিয়োগেরও ঘোষণা করেছেন। সেই সঙ্গে তিনি এও জানান- কেন্দ্ৰীয় মন্ত্রক ধনসিরি নদী (NW 31) এবং কপিলি নদীর (NW 57) উন্নয়নেরও অনুমোদন দিয়েছে। মোদি সরকারের অধীনে লজিস্টিকসের বিকল্প বাহক হিসাবে পুনরুজ্জীবিত জলপথের সাফল্য তুলে ধরে, ইন্দো বাংলাদেশ প্রোটোকল রুটে (IBPR) কার্গো চলাচল ২০১৪-১৫ সালে ২.০০  মেট্রিক টন থেকে ২০২১-২২ সালে ৫.৪৩ মেট্রিক টন বেড়েছে। বাংলাদেশের পাশাপাশি ভারতের জল পরিবহনের নতুন সংযোগ শুরু হয়েছে। জল পরিবহনের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব হয়েছে। নতুন নতুন জাহাজ ঘাট, জাহাজ নির্মাণ কারখানা এবং জাহাজ মেরামতি কেন্দ্ৰ গড়ে উঠেছে।

অনুষ্ঠানে বক্তৃতাকালে, সোনোয়াল বলেন যে এই অঞ্চলের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির স্বার্থে  মন্ত্রক এই অঞ্চলের জলপথগুলির ক্ষমতা বাড়ানোর বড় উদ্যোগ গ্রহণ করেছে।

প্ৰাক্তন মুখ্যমন্ত্ৰী সোনোয়াল জানান -জলপথের মাধ্যমে পণ্যসম্ভার হোক,  অথবা যাত্রী চলাচলের ক্ষেত্ৰে, এই অঞ্চলে পরিবহণ ক্ষমতা বৃদ্ধির জন্য পরিকল্পনা এবং নীতি বাস্তবায়ন করার দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে।

বেনারস (Varanasi) থেকে ডিব্রুগড় (Dibrugarh) পর্যন্ত গঙ্গা বিলাস (Ganga Vilas) বিশ্বের বৃহত্তম নদী ক্রুজের (World’s largest river cruise) সম্পর্কে  নিজের মতামত শেয়ার করেন।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন-  “গঙ্গা বিলাস দেশে পর্যটনের জন্য একটি নতুন ভিস্তা খুলে দেবে। যেহেতু ক্রুজটি অসমে দশ দিনের বেশি সময় কাটাবে, বিদেশী পর্যটকরা নদী উপকূলে সামাজিক-সাংস্কৃতিক রঙের একটি নতুন দিগন্ত অন্বেষণ করতে এবং অনুভব করতে সক্ষম হবে। ধুবরি থেকে ডিব্রুগড় এবং মায়ং থেকে মাজুলি পর্যন্ত, এই ক্রুজটি একটি আকর্ষণীয় যাত্রা তৈরি করেছে যেখানে অসমের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা হবে। এর সাফল্য অসমে রিভার ক্রুজ পর্যটনে বিনিয়োগের একটি নতুন পথও খুলে দিয়েছে। আমরা আশা করি রাজ্যের অর্থনীতিতে এর প্রভাব বহুগুণে পড়বে।”

গঙ্গা বিলাস (Ganga Vilas) রাজ্যের ডিব্রুগড়ে (Dibrugarh) (বগিবিল) নোঙর করার আগে ধুবরি(Dhubri), গোয়ালপাড়া (Goalpara-Jogighopa) (জোগিঘোপা), গুয়াহাটি (পান্ডু)(Guwahati-Pandu), পবিতরা (Pobitora), তেজপুর(Tezpur, শিলঘাট(Silghat) এবং নেমাতি ঘাটে (Nemati Ghat) থামবে।

পান্ডু টার্মিনালে জাহাজ মেরামতের সুবিধা থাকবে এবং এতে অর্থ সাশ্রয় হবে। 

NH27 এর সাথে পান্ডু টার্মিনালের সংযোগকারী রাস্তাটি ২৪ ঘন্টা মসৃণ এবং দ্রুত সংযোগ সক্ষম করবে যা ভবিষ্যতে পণ্যসম্ভার নিয়ে  জলপথে চলাচলকারীদের জন্য একটি ভাল ব্যবসার সুযোগ তৈরি করবে।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

6 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago