অসম

শান্তিপূর্ণভাবে ১৮ নভেম্বরের বনধ্ পালন করার আহ্বান জানালেন Pradip dutta roy

শিলচর: তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে assam বরাকের (barak)  প্রার্থীদের জন্য অন্তত ১০০০ চাকরির ব্যবস্থা করা, মেঘালয়ের (meghalaya) উগ্র জাতীয়তাবাদী সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা সহ অনুপজাতিদের উপর নির্যাতন বন্ধের নিশ্চয়তা প্রদান, বরাকের (barak) সুপারি ব্যবসাকে প্রশাসনিক আগ্রাসন থেকে মুক্ত করা ও গনতান্ত্রিক আন্দোলনে পুলিশি আতিশয্যের প্রতিবাদে ১৮ নভেম্বর ভোর পাঁচটা থেকে বারোঘন্টা ব্যাপী বরাক বনধের ডাক দিয়েছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট Barak democratic front।

আজ সংবাদ সম্মেলনে সবাইকে শান্তিপূর্ণ ভাবে এই বনধ্ পালনের আহ্বান জানালেন বিডিএফ মুখ্য আহ্বায়ক Pradip dutta roy। এক প্রেস বার্তায় Pradip dutta roy বলেন যে তাঁরা উপরোক্ত দাবি পূরণের জন্য সরকারকে সাতদিনের সময়সীমা দিয়েছিলেন, যা আজ শেষ হচ্ছে।

তিনি বলেন যে এটা দুঃখজনক যে মুখ্যমন্ত্রী বা সরকার থেকে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এমনকি কোন আলোচনার প্রস্তাবও আসেনি। তাই তাঁরা আগামীকাল সর্বাত্মক বরাক বনধ্ পালন করে তাদের গনতান্ত্রিক প্রতিবাদ সাব্যস্ত করার সিদ্ধান্ত নিয়েছেন।

Pradip বাবু বলেন যে তাঁদের এবং সমর্থনকারী দল সংগঠনের তরফে এই বনধ্ সম্পূর্ণ শান্তিপূর্ণ ভাবে পালিত হবে। কাউকে জোর জবরদস্তি করে আটকানোও হবেনা। তিনি বলেন silchar থানার ওসি বলেছেন যে এই বনধে গন্ডগোল বা হিংসার ঘটনা ঘটতে পারে। তাঁর এই মন্তব্যের ভিত্তি কি ?

Pradip বাবু বলেন আমরা সন্দেহ করছি যে এই বনধকে ভন্ডুল করতে পুলিশ প্রশাসন স্বপ্রনোদিত হয়ে গন্ডগোল পাকাতে পারে। অগ্নিসংযোগ কিম্বা হামলার জন্য প্ররোচিত করতে পারে এবং পরে এই ব্যাপারে বিডিএফকে অভিযুক্ত করার চেষ্টা হতে পারে।

তাই তিনি সমস্ত পিকেটারদের এই ব্যাপারে সতর্ক থাকার ও কোন ধরনের প্ররোচনায় প্রভাবিত না হবার আবেদন জানিয়েছেন। Bdf মুখ্য আহ্বায়ক এদিন আরো বলেন যে বরাকের কর্মপ্রার্থীদের প্রতি বঞ্চনা যতদিন বন্ধ না হচ্ছে ততদিন তাঁদের লাগাতার আন্দোলন চলবে।

তিনি বলেন যদি সরকার বরাকের ১৫ জন বিধায়কের প্রত্যেককে ১০০ করে চাকরি তাঁদের সমর্থকদের দিয়ে দেবার দায়িত্ব দিয়ে দেয় তাহলেও আপত্তি নেই কিন্তু অন্ততঃ ১০০০ পদে বরাকের ছেলেমেয়েদের চাকরি চাই।

Pradip বাবু এদিন ভারতীয় জাতীয় কংগ্রেস, তৃনমূল কংগ্রেস, এইআইইউডিএফ,আমরা বাঙালি, আম আদমি পার্টি, আকসা, বাঙালি নবনির্মান সেনা ইত্যাদি সহ যেসমস্ত দল, সংগঠন এই বনধের সমর্থনে এগিয়ে এসেছেন সবাইকে বিডিএফ এর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

এছাড়া গত এক সপ্তাহ ধরে যারা নিয়ত বিডিএফকে এই ব্যাপারে সমর্থন ও সাহস যুগিয়ে এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানান। তিনি বলেন এই লড়াই বরাকের স্বাধিকার ও স্বাভিমান রক্ষার লড়াই। তাই সর্বস্তরের জনগণকে শান্তিপূর্ণ ভাবে আগামীকালের বনধ্ পালনের আবেদন জানিয়েছেন তিনি। বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক হৃষীকেশ দে।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago