অসম

সংবাদকর্মীদের আর্থিক মর্যাদা ও অধিকার রক্ষার আওয়াজ উঠল অসম বার্তাজীবী সঙ্ঘের একদিবসীয় সম্মেলনে

সংবাদপত্রের কর্মচারীদের সঙ্গে বৈদ্যুতিন প্রচার মাধ্যম তথা টিভি চ্যানেলের সংবাদকর্মীদের আর্থিক মর্যাদা ও অধিকার সুরক্ষিত হতে হবে। শুধুমাত্র তাই নয়, অন্যান্য পেশার মতোই সংবাদ মাধ্যমের সঙ্গে জড়িত কর্মীদের এবং সাংবাদিকদের যাতে আর্থিক মর্যাদা সুরক্ষিত হয়, এনিয়ে অসম বার্তাজীবী সঙ্ঘ গুরুত্ব প্রদান করার পাশাপাশি সচেষ্ট থাকবে। এই মন্তব্য অসম বার্তাজীবী সঙ্ঘের সাধারণ সম্পাদক টুটুমণি ফুকনের।

অসমের লখিমপুর শহরে গত ১৬ জুন রবিবার অসম বার্তাজীবী সঙ্ঘের উত্তর-পূর্ব মণ্ডলের উদ্যোগে ও লখিমপুর জেলা সাংবাদিক সংস্থার ব্যবস্থাপনা অসম বার্তাজীবী সঙ্ঘের একদিবসীয় সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে সাধারণ সম্পাদক টুটুমণি ফুকন বক্তব্য রাখতে গিয়ে সাংবাদিকদের আর্থিক মর্যাদা সুরক্ষিত করার উপর জোর দেন।

অসম বার্তাজীবী সঙ্ঘের কেন্দ্রীয় সভাপতি কেশব কলিতার পৌরোহিত্যে অনুষ্ঠিত এই সম্মেলনে রাজ্যের প্রায় সাতটি সংবাদগোষ্ঠীর এবং ১৯টি জেলা সাংবাদিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করে তাদের প্রতিবেদন পাঠ করেন।

এই সম্মেলনে ১২ টি গুরুতর প্রস্তাব গ্রহণ করা হয়। রাজ্যের ২৪ টি জেলার প্রায় দেড় শতাধিক সাংবাদিকরা এই সম্মেলনে অংশ নেন। হাইলাকান্দি জেলা থেকে তিনজন সাংবাদিক অংশ নিয়েছিলেন।

সম্মেলনে মূলতঃ সাংবাদিক তথা সংবাদকর্মীদের ন্যায্যপ্রাপ্তির অধিকার নিয়ে বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়। সংবাদপত্রগোষ্ঠী নূন্যতম মজুরি আইনের অধীনে এসব লোকেদের বেতন দেওয়ার উপর এদিনের সম্মেলনে গুরুত্ব প্রদান করার পাশাপাশি সাংবাদিকদের আর্থিক মর্যাদার সুরক্ষার বিষয়েও আলোচনা করা হয়।

এক্ষেত্রে সংবাদপত্র প্রতিষ্ঠান ও সংবাদ এজেন্সির সংবাদকর্মীদের আর্থিক মর্যাদা প্রতিষ্ঠান জন্য “মাজিথিয়া বেতন বোর্ড” পরামর্শসমূহ আইনগতভাবে রূপায়ণ করার ক্ষেত্রে দেশের সর্বোচ্চ আদালতের কঠোর স্থিতির জন্য অসমের সংবাদপত্র প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বেঙ্গল পাবলিক ডিমান্ড রিকভারি অ্যাক্ট-১৯১৩-এর ধারা মতে রুজু হওয়া বাকিজাই মামলা অবলোকন করে যেসব প্রতিষ্ঠান এই পরামর্শ রূপায়ণ করে নি, সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বাকিজাই মামলা প্রক্রিয়া কঠোর করতে সরকার ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠান সমূহে জোর দাবি জানানো হয় এই সম্মেলনে।

এদিকে, এদিন সকালে সম্মেলনের উদ্বোধন করেন প্রযুক্তিরত্নবিদ তথা পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত উদ্ধব ভরালি।

স্বাগত ভাষণ দেন বার্তাজীবী সঙ্ঘের উত্তর-পুর্ব মণ্ডলের সম্পাদক শৈলেন বরুয়া।

উদ্দেশ্যে ব্যাখ্যা করেন সঙ্ঘের সাধারণ সম্পাদক টুটুমণি ফুকন।

পরে সংবাদ প্রতিষ্ঠানের সমন্বয়করা প্রতিবেদন পাঠ করেন। দিনভর অনুষ্ঠানের অঙ্গ হিসেবে সন্ধ্যায় নর্থ লখিমপুর প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি তথা সমাজসেবী নন্দকিশোর মহেশ্বরীর জীবনভিত্তিক তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

রাত সাতটায় সারা অসম সংবাদকর্মী সঙ্ঘের সভাপতি সুদীপ্ত সরকার আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন। রাত আটটায় মাজিথিয়া বেতন বোর্ডের পরামর্শ রূপায়ণের ক্ষেত্রে সর্বশেষ অগ্রগতি নিয়ে আলোচনা করা হয়।

রাত নয়টায় বৈদ্যুতিন প্রচার মাধ্যম সাংবাদিকদের ন্যায্যপ্রাপ্তি নিয়ে আলোচনা করা হয়। এই সম্মেলনে নর্থ লখিমপুর প্রেস ক্লাবের একটি “টেলিগাইড” আনুষ্ঠানিক উন্মোচন করেন অসম বার্তাজীবী সঙ্ঘের সভাপতি কেশব কলিতা।

সম্মেলনে ভাস্কর শর্মা, জগদীশ পাটগিরি, রাহুল চক্রবর্তী, কমল তালুকদার, মুকুটরাজ শর্মা, অভিজিত ভট্টাচার্য্য, দীপঙ্কর দত্ত, মধুসূদন মেধি, হিমেন ভট্টাচার্য, অনুপম সিংহ প্রমুখ উপস্থিত ছিলেন। রাজ্যের তিনসুকিয়া, ডিব্রুগড়, হাইলাকান্দি, ধেমাজি, বড়পেটা, কামরূপ, নলবাড়ি, দরং, কাছাড়, বিশ্বনাথ, নগাঁও মিলে মোট ২৪ টি জেলা থেকে প্রায় দেড় শতাধিক প্রতিনিধির অংশগ্রহণে গোটা লখিমপুর শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago