অসম

NRC ত্রুটিতে ভরাঃ এক এক পরিবারে সর্বকনিষ্ঠ সদস্যের নাম আসছে, কিন্তু আসেনি দাদু-বাবার নাম!

সদ্য প্রকাশিত এনআরসির চূড়ান্ত তালিকা নিয়ে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ,সংশয় ছিল যথেষ্ট, তা যে এক্কেবারে ফেলনা নয়।

তা ভারতীয় নাগরিকত্ব প্রমাণে আন্তর্জাতিক সীমান্তবর্তী কাটিগড়ার চণ্ডীনগর ২য় খণ্ডের বৃদ্ধ ইসাক আলি সহ শাসক শিবিরের বহু প্রথমসারীর নেতাকর্মীর পরিবারের আবেগিক চিত্র থেকেই প্রমাণিত । প্রবল উৎকণ্ঠা ও প্রতীক্ষার অবসান ঘটিয়ে শনিবার ৩১ আগস্ট প্রকাশ করা হয় বহু চর্চিত নাগরিকপুঞ্জী বা এনআরসির চূড়ান্ত তালিকা। তবে এখানেই শেষ নয় তালিকায় যাদের ঠাঁই হয়নি তারা যেতে পারবেন ফরেনার্স ট্রাইব্যুনালে। তালিকায় রিজেক্টেড দরিদ্র মানুষের আইনি সহায়তা করবে সরকার। আরও কত কিছু।

কিন্তু আজব দেশের গজব ব্যবস্থায় যেখানে দাদু,বাবা,ভাই-বোন সহ কারো নাম তালিকায় নেই। আছে তো শুধু পরিবারের সর্বকনিষ্ঠ সদস্যের নাম। যার বয়স সবেমাত্র ছয়। নাম আজমিনা বেগম। সে কার হাত ধরে দাদু,বাবা,ভাই-বোনদের নাগরিকত্ব প্রমাণিত করতে ফরেনার্স ট্রাইব্যুনালে মামলা লড়বে? এমন প্রশ্নই এখন কুড়ে কুড়ে খাচ্ছে।

দাদু ইসাক আলি লিগেসি সহ ১৯৫৯ সনের জমির দলিল সহযোগে পরিবারের মোট ৯ সদস্যদের নাম এনআরসিতে অন্তর্ভুক্তির আবেদন করেছিলেন। ব্যাঙ্ক একাউন্ট, ভোটার আই কার্ড, ভোটার লিস্ট,জমির দলিল ইত্যাদি সমস্ত নথিপত্র দাখিলও করেছিলেন। প্রথম ও দ্বিতীয় তালিকায় নাম সন্নিবিষ্ট না হলেও তৃতীয় তথা এনআরসির চূড়ান্ত তালিকার নাম সন্নিবিষ্ট হবে। এমন আশায় প্রহর গুণলেও প্রতীক হাজেলা এণ্ড কোম্পানির কোপে পড়ে এখন দেশ ছাড়া হওয়ার আশঙ্কায় ভুগছে গোটা পরিবার।

বাদ পড়েননি শাসক শিবিরের কাটিগড়া মণ্ডল ভিত্তিক সভানেত্রী ববিতা পাল সহ জেলা কমিটির সদস্য নির্মলেন্দু চক্রবর্তী জায়া শ্রীমতী চক্রবর্তী। অথচ তাদের চৌদ্দ পুরুষের ভিটেমাটি রয়েছে। রয়েছে লিগেসি। নিজেই জানালেন।

এই পরিস্থিতিতে স্বাভাবিকভাবেই খটকা লাগছে এ কেমন চুড়ান্ত তালিকা প্রকাশিত হলো। তালিকা প্রকাশ পরবর্তীতে যেমন শঙ্কিত সাধারণ মানুষ, তেমনি সমালোচনার ঝড় বইছে সর্বত্র । এআরসি চুড়ান্ত তালিকা নিয়ে ক্ষুব্ধ গেরুয়াবাহিনী।

প্রসঙ্গত, দুই দফায় প্রকাশিত এনআরসি খসড়া তালিকায় নাম বাদ পড়ায় পুন:আবেদন করেছিলেন ইসাক আলীর একমাত্র ছেলে আবুল হোসেন। কিন্তু সদ্য প্রকাশিত এনআরসির চুড়ান্ত তালিকায় ৯ এর পরিবর্তে ঠাঁই হয় সাকুল্যে ২ সদস্যের, এরমধ্যে ইসাক আলির ছেলে আবুল হোসেনের স্ত্রী রাহেনা বেগম ও নাতনী অর্থাৎ আবুলের সর্বকনিষ্ঠ কণ্যা বছর ছয় এর আজমিনা বেগমের নাম।

স্ত্রী রাহেনা তার বাবার বাড়ির ল্যগেসিতে কোনোমতে চূড়ান্ত তালিকায় ঠাঁই হয় । অন্যদিকে পরিবারের বাকি ৭ সদস্য ছেলে আবুল হোসেন, মেয়ে নিলুফা বেগম, দুই নাতি নজমুল হোসেন , তাইরুল হোসেন, আরও দুএ নাতনি মিলি বেগম, আরবিনা বেগমের ঠাঁই হয়নি তালিকায়,অথচ সর্বকনিষ্ট নাতনী আজমিনার নাম ঠাঁই মিলে। কিন্তু কেমন করে?কোন নথিপত্রে? যদি প্রদত্ত নথিপত্রে গোলযোগ থাকে,তাহলে কারোরই তো ঠাঁই হওয়ার কথা নয়। কিন্তু গোটা পরিবারের সিনিয়র সদস্যের নাম নেই,শুধু সর্বকনিষ্ট সদস্যটির নাম কেমন করে ঠাঁই পেলো?এটা থেকেই প্রমাণিত হয় এনআরসির নিটফল অশ্বডিম্ব। এমন সমালোচনা এখন শহর কিংবা গ্রামাঞ্চল সর্বত্র ।

বুদ্ধিজীবী মহল থেকে রাজনৈতিক মহল, সামাজিক কর্মকর্তা সবারই একই প্রশ্ন নাগরিকত্ব প্রমাণের নথিপত্র নিয়ে জমি বাড়ি বন্ধক রেখে সেবাকেন্দ্রর দরজায় দরজায় এতদিন কড়া নেড়েছন যারা তাদের মধ্যে ১৯ লক্ষ আবেদনকারীদের ভবিতব্য কি?

সরকার যতই ঢাকঢোল পিটুক না কেন তাঁদের সমস্যা নিয়ে জনপ্রতিনিধিরা দিল্লি বা দিশপুর কতটা সচেষ্ট হবেন। তা এখন লক্ষণীয় বিষয়।

অমলেন্দু মালাকার

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

7 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago