অসম

আর বেশি সময় নয়, রাজ্যসভায় উত্থাপন হতে চলেছে নাগরিকত্ব সংশোধনী বিল

আর কিছু ক্ষণের মধ্যেই রাজ্যসভায় শুরু হতে চলেছে  নাগরিকত্ব সংশোধনী বিল তথা ক্যাব নিয়ে ভোটাভুটি।

সোমবার বিলটি লোকসভায় ৩১১ ভোটে অনায়াসে পাশ হওয়ার পর বুধবার, ১১ ডিসেম্বর রাজ্যসভায় ফের এক অগ্নিপরীক্ষা বিজেপির।

শাসক শিবির যথেষ্ট আশাবাদী বিল নিয়ে। তাঁদের মতে ক্যাব পাশে কোনরকম অসুবিধা হবে না।

রাজ্যসভার মোট আসন সংখ্যা ২৪৫। বর্তমানে সাংসদ রয়েছেন ২৪০ জন।

তাই নাগরিকত্ব বিল পাশ করানোর জন্য সংখ্যাগরিষ্ঠতা অমিত শাহদের প্রয়োজন ১২১টি ভোটের।

রাজ্যসভায় এই মুহূর্তে বিজেপির সাংসদ-সংখ্যা ৮১ জন রয়েছেন।

সর্বোপরি, বিলের পক্ষে সাংসদ ১২৮ জন। যা সংখ্যাগরিষ্ঠতা থেকে মাত্র ৭ জন বেশি। এদিকে, বিরোধীদের পক্ষে রয়েছে ১০৯টি ভোট।

ব্যবধান বহু কম হওয়ায় রাজ্যসভায় এই ছবি যে কোন সময় পাল্টে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ভীষণ যুদ্ধ যে শুরু হতে চলেছে,তার আভাস পাওয়া যাচ্ছে।

এদিকে শিবসেনাও কিন্তু গেরুয়া দলের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে যথেষ্ট।

লোকসভায় শিবসেনা নাগরিকত্ব বিলের পক্ষে ভোট দিলেও, রাজ্যসভার ভোটে বিরোধী শিবিরের সঙ্গে হাত মেলানোর ইঙ্গিত দিয়েছে উদ্ধব ঠাকরের দল।

রাজ্যসভায় ক্যাব আলোচনার জন্যে ৬ ঘন্টা সময় নির্ধারণ করা হয়েছে। লোকসভায় বিলটি নিয়ে ৭ ঘন্টার অধিক সময় বিতর্ক চলেছিল।

সূচিমতে কার্যসূচি এগিয়ে গেলে দুপুর দুটোয় নাগরিকত্ব সংশোধনী বিল রাজ্যসভায় উত্থাপন হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

 

 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

7 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago