অসম

২১ সংখ্যক উত্তর পূর্ব গ্রন্থমেলার আজ ৪র্থ দিন, দেদার বিক্রি মুক্তমনা তসলিমার বই…

সারা অসম গ্রন্থ প্রকাশক এবং বিক্রেতা সংস্থা আয়োজন করা ২১ সংখ্যক উত্তর-পূর্ব গ্রন্থমেলার আজ চতুর্থ দিন। ১২ নভেম্বর পর্যন্ত গুয়াহাটির চানমারিতে অনুষ্ঠিত হবে এই মিলন মেলা।

কলকাতার পাব্লিশার্স এণ্ড সেলার্স গিল্ড-এর তরফ থেকে জানা গেছে, চলতি বছর অসমে বাংলা বই বিক্রির সংখ্যা বেড়েছে। এবং পাঠক গোগ্রাসে ক্রয় করছে বাংলাদেশের মানবতাবাদী, নারীবাদী, মুক্তমনা তসলিমা নাসরিনের সমস্ত বই।

সারা বইমেলা ঘুরে দেখা গেছে, লেখক তসলিমা নাসরিনের বইয়ের জন্যে কেবল বাংলা স্টলগুলোই নয়, সাথে সাথে অসমিয়া ভাষায় অনুদিত বইগুলোও খুঁজে খুঁজে নিচ্ছেন অসমিয়া পাঠকরা। এমন স্বর্গীয় পরিবেশ বইমেলা ছাড়া আর কোথায় মিলবে?

বাংলাদেশ থেকে লেখক তসলিমা নির্বাসিত আজ ২৪ বছর! কিন্তু তসলিমা এখনো খোঁজেন তাঁর ময়মনসিংহকে। প্রতিদিন এই ভাবনাই মনে লালন করেন, একদিন হয়তো সে দেশ মুক্ত হয়ে তাঁকে নেবে। তিনি ফের যেতে পারবেন সেই নেত্রকোনায়।

তবে সোনার বাংলা থেকে নির্বাসিত হলেও এমনটি ভাবার কোন কারণ নেই যে তিনি একা। কারণ তাঁর অগুনতি ভক্ত তাঁকে মনেপ্রাণে সর্বদা ঘিরে রয়েছে।

তিনি সংবাদ মাধ্যমে বলেছেন, “কেউ সকলের সঙ্গে বাস করেও একা থাকতে পারেন, আবার কেউ একা থেকেও সারা বিশ্বের মানুষের সঙ্গে মানসিকভাবে যুক্ত থাকতে পারেন। আসল কথা হলো, যারা আমাকে ভালোবাসে, আমার আদর্শে বিশ্বাস করে, তারাই আমার দেশ। আমি একা নই।”

পয়লা নভেম্বর গ্রন্থমেলা তথা প্রাণের মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতের উপ-রাষ্ট্রপতি ভেংকাইয়া নাইডু। উপস্থিত ছিলেন রাজ্যের রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি এবং মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল।

২১ সংখ্যক বইমেলায় দেশের বিভিন্ন প্রান্তের দেড়শোরও অধিক গ্রন্থ প্রকাশক অংশগ্রহণ করেছেন। তবে এবার বাংলাদেশ থেকে মাত্র একটি প্রকাশন গোষ্ঠী ‘দিব্য প্রকাশ’ কেবল অংশগ্রহণ করেছে।

গ্রন্থমেলা যদিও মিলন মেলা কিন্তু এই মেলায় স্পষ্টভাবে দেখা গেল দুটো দল যেন ভাগ হয়ে গেছে। এক দল বিজ্ঞান, সাহিত্যের রসাস্বাদনে ব্যস্ত। অপর দল ব্যস্ত ধর্মীয় বই ক্রয়ে।

এ এক সাংঘাতিক বিচ্ছ্বিন্নতা। আসলে যে কোন মানুষকে সভ্য হওয়ার জন্যে বিজ্ঞানমনস্ক হতেই হবে।

এবার ফিরে আসি গ্রন্থমেলার আলোচনায়;

প্রবাদে আছে, ‘দশচক্রে ভগবান ভূত।’ শখের বশে হলেও মেলায় এসে অনেকে বই কেনেন। এর প্রভাব পড়ে মেলায় আগত মানুষের ওপর।

যে কোনো মেলায় সমবেত হওয়ার মননগত প্রবণতা আছে বাঙালির। মেলায় মিলিত হওয়ার যে আনন্দ তা অন্যত্র পাওয়া যায় না।

বইমেলায় বই কেনার গরজেই শুধু মানুষরা আসে না, আসে উৎসবে মিলিত হওয়ার আনন্দেও। তার পর বইও কেনেন। এই মিলনের আনন্দই মহৎ আনন্দ।

যারা মেলা থেকে বই কেনেন, তারা কেউ কেউ হয়তো কোনোদিনও বই বিপণিতে গিয়ে বই কিনতেন না। এটিই বইমেলার গুরুত্ব।

প্রমথ চৌধুরী বই পড়ার গুরুত্ব দিয়েছেন আর সৈয়দ মুজতবা আলী গুরুত্ব দিয়েছেন বই কেনার।

বইবিহীন ঘর প্রাণবিহীন দেহেরই মতো। মনের শোভা, ঘরের শোভা বৃদ্ধি করে বই।

জ্ঞান, আনন্দ ও বিনোদনের এক গুরুত্বপূর্ণ মাধ্যম শুধু বই।

উত্তর-পূর্ব গ্রন্থমেলা পরিসমাপ্তির পূর্বদিন অর্থাৎ ১১ নভেম্বর তারিখে আয়োজক সমিতির পক্ষ থেকে গ্রন্থমেলা প্রাঙ্গনে বিভিন্ন সাহিত্যমূলক অনুষ্ঠান, আলোচনা চক্র তথা ভাব বিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বইমেলায় আসুন, যোগদান করুন, আনন্দলাভ করুন।

 

 

 

 

সাগরিকা দাস

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

7 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago