Categories: অসম

Narendra Modi Assets: এক বছরে ২৬ লাখ টাকা সম্পত্তি বৃদ্ধি ভারতের প্রধানমন্ত্রী মোদীর! আর কী আছে কী নেই?

দিল্লী: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পত্তির পরিমাণ কত তা জানার জন্যে উৎসুক নিশ্চয়ই আপনিও। এক বছরে কতটাই বা বাড়ল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্পত্তির পরিমাণ!এবার খতিয়ান প্রকাশ করেছে প্রধানমন্ত্রীর দফতর।

জানা যাক:

২০২১-এর মার্চ পর্যন্ত মোদির অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১ কোটি ৯৭ লক্ষ ৬৮ হাজার ৮৮৫ টাকা। আর ২০২২-এর ৩১ মার্চ পর্যন্ত সেটা বেড়ে হয়েছে ২ কোটি ২৩ লক্ষ ৮২ হাজার ৫০৪ টাকা। ফিক্সড ডিপোজিট, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটস, জীবন বিমা, গহনা, ব্যাঙ্কে জমা টাকা এবং হাতে থাকা নগদ মিলিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অস্থাবর সম্পত্তির এই হিসেব দেখানো হয়েছে।

আরো যেমন, গত বছর নরেন্দ্র মোদির হাতে নগদ ছিল ৩৬ হাজার ৯০০ টাকা, সেটা  কমে হয়েছে ৩৫ হাজার ২৫০। এবং কমেছে ব্যাঙ্কে জমা টাকার পরিমাণও। ১ লক্ষ ৫২ হাজার ৪৮০ টাকা থেকে কমে ৪৬ হাজার ৫৫৫ টাকা হয়েছে।

আরো জানানো হয়,মোদির নামে (PM Narendra Modi Assets) ২০ হাজার টাকার এল অ্যান্ড টি বন্ড আছে। ২০১২ সালে গুজরাতের মুখ্যমন্ত্রী থাকার সময় কিনেছিলেন মোদি। তবে এ বছর তার কোনও উল্লেখ মেলেনি।

এদিকে, পোস্ট অফিসের এনএসসি সার্টিফিকেটের মূল্য ৮ লক্ষ ৯৩ হাজার ২৫১ টাকা থেকে বেড়ে হয়েছে ৯ লক্ষ ৫ হাজার ১০৫ টাকা । এদিকে বিমার মূল্যও ১ লক্ষ ৫০ হাজার ৯৫৭ থেকে  ১ লক্ষ ৮৯ হাজার ৩০৫ টাকা হয়েছে।

মোদির চারটি সোনার আ ং টি আছে ৪৫ গ্রাম ওজনের।  যার মূল্য ১ লক্ষ ৭৩ হাজার ৬৩ টাকা। এক বছর আগে সেগুলির মূল্য ১ লক্ষ ৪৮ হাজার ৩৩১ টাকা ছিল।

আরো যেমন,২০২১-’২২ অর্থবর্ষে মোদির অস্থাবর সম্পত্তি বৃদ্ধির পরিমাণ ২৬ লক্ষ ১৩ লক্ষ টাকা বেড়েছে। আর মোদির নামে স্থাবর সম্পত্তির জায়গায় NIL আছে।তবে
আগে  মোদির নামে গুজরাতে একটি জমি ছিল। যৌথ ভাবে  মোদির ২৫ শতাংশ অংশিদারিত্ব ছিল বলে দেখানো হয়েছে।

২০২১ সালে সম্পত্তির খতিয়ান দিতে গিয়ে ১৪ হাজার ১২৫ স্কোয়্যার ফিটের বেশি আয়তনের ওই জমির ২৫ শতাংশের মালিকানার কথা জানিয়েছিলেন মোদি। গুজরাতের গাঁধীনগরের ওই জমির বাজারমূল্য ১ কোটি ১০ লক্ষ।

গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন ২০০২ সালের ২৫ অক্টোবর আরও তিন জনের সঙ্গে মিলে  কিনেছিলেন। ২০ বছর আগে জমিটির মূল্য ছিল ১ লক্ষ ৩০ হাজার ৪৮৮ টাকা। ২ লক্ষ ৪৭ হাজার ২০৮ টাকা খরচ করে তার উপর নির্মাণ গড়ে তোলা হয়।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী হিসেবে যে বেতন পান নরেন্দ্র মোদী, তার সবটাই তিনি দান করে দেন।মোদির নিজস্ব কোনও গাড়ি নেই।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago