অসম

স্বস্তির নিঃশ্বাসঃ ঘরে ফিরছেন গুয়াহাটি মহানগরে আবদ্ধ বিভিন্ন স্থানের সহস্রাধিক যাত্রী

অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছে গুয়াহাটি মহনগরে আবদ্ধ হয়ে থাকা অসমের বিভিন্ন স্থানের সহস্রাধিক মানুষ।

সরকারি বাসে বিনামূল্যে ঘরে ফিরে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছে অসম সরকার। এছাড়াও সরকারি যানেও ঘরে যাওয়ার জন্যে তৈরি হয়েছেন বহু লোক।

উল্লেখযোগ্য যে, গুয়াহাটিতে আবদ্ধ হয়ে থাকা সহস্রাধিক লোককে শনিবার, রবিবার এবং সোমবার সরকারি বাসের সাহায্যে বিনামূল্যে বিভিন্ন জেলার মানুষকে পৌঁছে দেয়া হবে।

প্রথম দিন অর্থাৎ ২৫ এপ্রিল দিনটিতে গুয়াহাটি থেকে গমন করবেন যারা তাঁরা ৪টি স্থান-পল্টনবাজার বাস স্ট্যাণ্ড, মাছখোয়া, আইএসবিটি এবং আদাবাড়ির নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়েছেন। মূলত যারা আজকের টিকিট পেয়েছেন।

পল্টনবাজার অসম রাজ্যিক পরিবহন নিগমের আধিকারিক নর্থ ইস্ট নাও’কে জানানো মতে, যাত্রিদের নিজের বাড়িতে নিয়ে যাওয়া বাসগুলো প্রথম বিভিন্ন পুলিশ থানায় যাবে। সেখান থেকে যাত্রীদের নিজে নিজে গৃহাভিমুখে যেতে হবে।

আজ, শনিবার গুয়াহাটি পল্টনবাজার থেকে ২৬টি বাস বরপেটা এবং ১টি বাস গোয়ালপাড়া অভিমুখে যাত্রী নিয়ে রওয়ানা হবে বলে জানিয়েছেন তিনি।

ঠিক সেভাবে আদাবাড়ি বাস স্টপিজ থেকে মোট ৪২৫জন যাত্রী নগাঁও এবং তেজপুর অভিমুখে যাওয়ার জন্যে তৈরি হয়েছে।

গুয়াহাটির বিভিন্ন অঞ্চল থেকে নির্ধারিত পয়েন্টে এএসটিসির ৩০টি সিটি বাসের সঙ্গে প্রয়োজন সাপেক্ষে যাত্রীরা বুক করতে পারার মতো ১০০টি উবেরের ব্যবস্থাও করা হয়েছে বলে জানা গেছে।

সামাজিক দূরত্বের কথা মাথায় রেখে একটি বাসে ১৬জন যাত্রীকে উঠানোর ব্যবস্থা করা হয়েছে। সঙ্গে চারটি স্থানেই যাত্রিদের স্বাস্থ্য পরীক্ষা করানোর ব্যবস্থা করা হয়েছে।

প্রায় দেড়মাস সময়য় লকডাউনের ফলে মানুষ গুয়াহাটিতে আবদ্ধ হয়ে থাকার ফলে অনেক বিপদের সম্মুখীন হয়েছিলেন তাঁরা। অবশেষে সরকার সব ব্যবস্থা করে দিয়েছে।

 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

7 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago