অসম

হাইলাকান্দি রবীন্দ্র ভবন মিলনায়তনে আয়োজন করা হয় কৃতি বিদ্যার্থী সংবর্ধনা অনুষ্ঠান

“বিদ্যাভারতী” অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের অন্তর্ভুক্ত শিক্ষা বিকাশ পরিষদের দক্ষিণ অসম প্রান্ত আয়োজিত কৃতি বিদ্যার্থী সংবর্ধনা অনুষ্ঠান শনিবার কেন্দ্রীয়ভাবে অনুষ্ঠিত হলো হাইলাকান্দি জেলাসদরে। এদিন ২০১৯ মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষার স্টার মার্কস ও ডিস্টিংশন মার্কস অর্জন করা দক্ষিণ অসম প্রান্তের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ একশ’ শতাংশ নম্বর পাওয়া ছাত্র-ছাত্রীদের সংবর্ধিত করা হয়।

হাইলাকান্দি রবীন্দ্র ভবন মিলনায়তনে আয়োজিত এই মহতী অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের সরস্বতী বন্দনা ও প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠানের শুভারম্ভ করেন “বিদ্যাভারতী” অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের অন্তর্ভুক্ত শিক্ষা বিকাশ পরিষদের দক্ষিণ অসম প্রান্তের সভাপতি তথা আসাম বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত ডিন নিখিলভূষণ দে, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) দক্ষিণ অসম প্রান্তের সংঘচালক তথা শিক্ষা বিকাশ পরিষদের মার্গদর্শক, বিশিষ্ট শিক্ষাবিদ বিমল নাথ চৌধুরী, শিক্ষা বিকাশ পরিষদের দক্ষিণ অসম প্রান্তের সংগঠন মন্ত্রী যুগেন্দ্র সিং সিসোদিয়া, উপ-সভাপতি অসিত দত্ত, সাধারণ সম্পাদক তথা আসাম বিশ্ববিদ্যালয়ে সহকারী নিবন্ধক নীহারেন্দ্র ধর, হাইলাকান্দির সংঘ নেতা সুব্রত কুমার শর্মা মজুমদার, বিশ্ব হিন্দু পরিষদের জেলা সভাপতি দীপ্তেন্দু ভট্টাচার্য, হাইলাকান্দির বিদ্যালয় সমূহের অবসরপ্রাপ্ত উপ-পরিদর্শক (ডিআই) সুনীলকুমার শর্মা প্রমুখ।

শুরুতে উদ্দেশ্যে ব্যাখ্যা করতে গিয়ে দক্ষিণ অসম প্রান্তের সাধারণ সম্পাদক নীহারেন্দ্র ধর বলেন, “বিদ্যাভারতী” অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের অন্তর্ভুক্ত শিক্ষা বিকাশ পরিষদের দক্ষিণ অসম প্রান্তে মোট ৩২ টি বিদ্যালয় রয়েছে। এর মধ্য ডিমা হাসাও জেলায় রয়েছে ১০ টি বিদ্যালয়।

দক্ষিণ অসম প্রান্তের ২১ টি বিদ্যালয় থেকে মাধ্যমিকে স্টার ও ডিস্টিংশন মার্কস অর্জন করে উত্তীর্ণ ছাত্র-ছাত্রী ছাড়াও ১০ টি বিদ্যালয়ের ১০০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ   ছাত্র-ছাত্রীদের সহ উচ্চতর মাধ্যমিকে প্রথম বিভাগে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের শংসাপত্র ও দিয়ে সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি দক্ষিণ অসম প্রান্তের সংগঠন মন্ত্রী যোগেন্দ্র সিং সিসোদিয়া সারগর্ভ বক্তব্য রাখতে গিয়ে বলেন, হাইলাকান্দিতে শীঘ্রই বিদ্যাভারতীর একটি স্কুল খোলার সব ধরনের চেষ্টা চালানো হচ্ছে। স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সব কয়টি বিদ্যালয়েই  মাতৃভাষার মাধ্যমে শিক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।

অসমের ব্রক্ষ্মপুত্র উপত্যকায় শঙ্করদেব বিদ্যানিকেতন আর বরাকে সরস্বতী বিদ্যানিকেতন বা এ ধরনের নামে পরিচালিত হচ্ছে। দেশে ৩০ হাজার বিদ্যালয় রয়েছে, এর মধ্য ১৬ হাজার আনুষ্ঠানিক (ফরমাল) ও ১৪ হাজার অনানুষ্ঠানিক (নন-ফরমাল) স্কুল। রয়েছে ১৬০০ (ষোল শ’) ছাত্রাবাস ।

সিসোদিয়া বলেন, সমাজ ও দেশে পরিবর্তন আনাই অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের অন্তর্ভুক্ত শিক্ষা বিকাশ পরিষদের মূল লক্ষ্য আর রাষ্ট্রভক্তি ও হিন্দুত্ব-ই হচ্ছে মূল মন্ত্র। আক্ষেপের সুরে রাজস্থানের বাসিন্দা যোগেন্দ্র সিং সিসোদিয়া বলেন, দেশ স্বাধীনতার ৭০ বছর পরও দেশের শিক্ষা ব্যবস্থার পাঠ্যসূচিতে ইতিহাস বিষয়ে ভারতের ইতিহাস বিষয়ে শিক্ষা থেকে বঞ্চিত রেখে বৃটিশ ইতিহাস পড়ানো হচ্ছে। ছাত্র-ছাত্রীদের মাথায় বৃটিশ শাসনের ইতিহাস ঢুকিয়ে দেওয়া হচ্ছে। অথচ দেশের ইতিহাস সম্বন্ধে অনেক কিছুই জানা থেকে বঞ্চিত করা হচ্ছে পড়ুয়াদের।

সিসোদিয়া বলেন, কেন্দ্রীয় সরকার শীঘ্রই নয়া শিক্ষানীতি প্রনয়ণ করতে চলছে।   স্বাধীন ভারতে  শিক্ষা সম্বন্ধীয় অনেক আয়োগ গঠন করা হয়েছিল কিন্তু কোনো আয়োগই শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে সক্ষম হয় নি।

তবে কেন্দ্রে   ইতিমধ্যে নয়া শিক্ষা নীতির খসড়া তৈরি হয়ে গিয়েছে। আর বর্তমান কেন্দ্রীয় সরকার শীঘ্রই  নয়া শিক্ষা নীতি প্রণয়ন করতে চলছে। নয়া শিক্ষা নীতি দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে আর স্বাধীনোত্তর ভারতের ইতিহাস, ভূগোল প্রভৃতি এই শিক্ষা নীতিতে স্থান পাবে, এতে বিদ্যার্থীদের মধ্যে পড়াশোনায় আগ্রহ আরও বাড়বে বলে তিনি মনে করেন।

এদিন  ২০১৯ সালের মাধ্যমিকে স্টার ও ডিস্টিংশন মার্কস অর্জন করা দক্ষিণ অসম প্রান্তের কর্ণমধু সরস্বতী বিদ্যানিকেতনের চারজন, দুল্লভছড়া সরস্বতী  বিদ্যানিকেতনের একজন, কালাইন সরস্বতী বিদ্যানিকেতনের একজন, শ্রীগৌরীর মাধবধাম বিদ্যা নিকেতনের একজন, লামডিং শঙ্করদেব বিদ্যানিকেতনের একজন, কাটলিছড়া সরস্বতী বিদ্যানিকেতনের একজন বদরপুর মহর্ষি সন্দীপন বিদ্যাপীঠের নয়জন, উধারবন্দ কাঁচাকান্তি বিদ্যা মন্দিরের এগারো জন, ডলু শিশু নিকেতনের তিনজন,  বিহাড়া সরস্বতী বিদ্যানিকেতনের একজন এবং করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনের একুশ জন  মিলে মোট ৯৬ জন কৃতী পরীক্ষারাথীকে শংসাপত্র ও মমেন্টো দিয়ে সংবর্ধনা জানানো হয়।

এছাড়াও, ১০০ শতাংশ নম্বর পেয়ে উত্তীর্ণ হওয়া কর্ণমধু, নিলামবাজার, কাটিগড়া, ডলু, বিহাড়া, পানিভরা, জারইলতলা, উধারবন্দ, দক্ষিণ শিলচর ও দুল্লভছড়া সরস্বতী বিদ্যানিকেতনের ১০ কৃতি ছাত্র-ছাত্রীদের মমেন্টো ও শংসাপত্র নিয়ে সংবর্ধিত করা হয়। এদিকে, দক্ষিণ অসম প্রান্তে একমাত্র করিমগঞ্জ সরস্বতী বিদ্যানিকেতনে রয়েছে উচ্চতর মাধ্যমিক স্তর। এই স্তরের ছয়জন কৃতি ছাত্র-ছাত্রীদেরও মমেন্টো ও শংসাপত্র তোলে দেওয়া হয়।  তাদের হাতে এসব সামগ্রী তোলে দেন বিমল নাথ চৌধুরী, যুগেন্দ্র সিংহ সিসোদিয়া, নীহারেন্দ্র ধর, নিখিল ভূষণ দে, অসিত দত্ত, সুব্রত শর্মা মজুমদার, সুনীল শর্মা প্রমুখ।

এদিকে, হাইলাকান্দি জেলা বিজেপি নেতা গৌতম গুপ্ত “বিদ্যাভারতী” অখিল ভারতীয় শিক্ষা সংস্থানের অন্তর্ভুক্ত শিক্ষা বিকাশ পরিষদের দক্ষিণ অসম প্রান্তের এ ধরনের মহতী কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে ও এই কর্মকাণ্ডকে আরও এগিয়ে নিয়ে যেতে তিনি তাঁর প্রয়াত পিতা নীহারেন্দু গুপ্ত ও প্রয়াত ভ্রাতা নিখিলেন্দু গুপ্তের স্মৃতির উদ্দেশ্যে এদিন নগদ ১০ (দশ) হাজার টাকা দক্ষিণ অসম প্রান্তের কর্মকর্তাদের হাতে তোলে দিয়েছেন।

প্রতিবছর এভাবে প্রয়াত পিতা ও ভ্রাতার স্মৃতির উদ্দেশ্যে অর্থ সাহায্য করবেন বলে সমাজকর্মী তথা বিজেপি নেতা গৌতম গুপ্ত এই মহতী অনুষ্ঠানে ঘোষণা করেছেন। সবশেষে ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন প্রান্তের সহকারী সাধারণ সম্পাদক দিলীপ নাথ।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago