অসম

উচ্চ শিক্ষিতা অনিন্দিতা ভট্টাচার্য খাঁ-র জীবন রহস্যে ঘোরপাক খাচ্ছে!

এক উচ্চ শিক্ষিতা মহিলার ঠিকানা বর্তমানে শিলচর রেল স্টেশন।
কথায় আছে, ‘বিশ্বাসে মিলায় ঈশ্বর, তর্কে বহুদূর’!

ঠিক কি সেই কথার সঙ্গে মিল রয়েছে অনিন্দিতা ভট্টাচার্যের জীবনের। না কি অন্যকিছু?

১৯৯৩ সালে শিলচর কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক পাশ করে গুরুচরণ কলেজ থেকে উচ্চমাধ্যমিক পড়াশোনা করেন অনিন্দিতা ভট্টাচার্য। পরে শিলংয়ে বিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর লাভ করেন তিনি। সেই অনিন্দিতার বর্তমান ঠিকানা শিলচর রেল স্টেশনের প্ল্যাটফর্ম।

পরনে রয়েছে পুরনো এবং কিছুটা নোংরা কাপড় এবং হাতে একটি ধর্মগ্রন্থ, কেউ দিলে জুটে খাবার।

তাঁর সঙ্গে কথা বললে জানা যায়, অনিন্দিতার বাবা বিধায়ক ভট্টাচার্য শিলংয়ের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় কর্মরত ছিলেন। এখন তিনি অবসরপ্রাপ্ত। উধারবন্দের ভিআইপি রোড সংলগ্ন এলাকায় তাদের নিজস্ব বাড়ি রয়েছে।

তবু প্রায় পনেরদিন ধরে শিলচর রেল স্টেশন হয়ে উঠেছে অনিন্দিতার ঠিকানা।

না এখানেই শেষ নয়, আরও আচমকা কিছু গল্প রয়েছে।

‘বিশ্বাসে মিলায় ঈশ্বর, তর্কে বহুদূর’ এ বাক্যের সঙ্গে অনিন্দিতার জীবনের ঘটনা কিছুটা হলেও মিল খাবে।

নিজের জীবনের কথাগুলো তুলে ধরেন অনিন্দিতা। তিনি জানিয়েছেন,পড়াশোনা শেষ করার পর ১৯৯৯ সালে আফগানিস্তান থেকে আসা বুলবুল খাঁ নামের এক ইসলামী সন্ন্যাসীর সঙ্গে পরিচয় ঘটে তার। বর্তমানে সেই সন্ন্যাসীর নাম হয়েছে আল্লাহরখা খাঁ এবং তিনি পাকিস্তানে বসবাসরত। তাঁর সান্নিধ্যে আসার পর অনিন্দিতা ইসলাম ধর্মের প্রতি আকৃষ্ট হন। তাকেই গুরু মেনে নেন। আল্লাহরখা খাঁ ও ছিলেন যাযাবর।

সেই আল্লাহরখার অনুগামী হিসেবে যাযাবরের জীবন যাপন করেন অনিন্দিতা। যাযাবর জীবন যাপন করছেন ওই আল্লারাখার উপদেশে। নিজেকে ‘অনিন্দিতা ভট্টাচার্য খাঁ’ নামে পরিচয় দিতে পছন্দ করেন বলেও জানান।

তাঁর বিশ্বাস আল্লাহরখা একদিন তার কাছে ফিরে আসবেন। তিনি জানান ১৯৯৩ সালে শিলচর কলেজিয়েট স্কুল থেকে ভালো নম্বর নিয়ে মাধ্যমিকে পাস করার পর গুরুচরণ কলেজে উচ্চ মাধ্যমিক শেষ করেন। তারপর শিলংয়ে বাবার ওখানে গিয়ে বাকি পড়াশুনাটুকু সারেন। পড়াশোনার সঙ্গে সঙ্গে ভালো কম্পিউটারের জ্ঞান রয়েছে তাঁর।

তবুও তাঁর গুরুদেবের আদেশ মেনে যাযাবরের জীবনযাপন করেন। পাশাপাশি তিনি জানান ১৯৯৯ সালে একবারই আল্লাহরখা খাঁর সঙ্গে তার দেখা হয়েছিল। এরপর সরাসরি তাদের কথা হয়নি কোনওদিন। তবু তিনি আল্লাহরখার বলা কথায় জীবন যাপন করে যাচ্ছেন।

তিনি কেন বাড়ি যাচ্ছেন না, কেন পরিবারের সঙ্গে থাকেন না এ প্রশ্ন করলে, তিনি আরও জানান যে, তাঁর বাড়ির পরিবারের সঙ্গে মতের কোনও মিল নেই তাঁর।

রেল স্টেশনের অন্যদের কথায়, অনিন্দিতা কারও সঙ্গে ঝগড়া করেন না, কেউ কোনও কথা বললে উত্তর দেননা বা কারও কোনও ক্ষতি করেন না। অনেকেই রেল স্টেশনে গরিব দুস্থ মানুষকে খাবার বিতরণ করে যান, কোনও কোনও যাত্রীরা আবার এদের দেখলে দোকানদারদের খাবার দিতে বলেন, এভাবেই স্টেশনে খাবার জুটে যায় অনিন্দিতার।

অনিন্দিতার সঙ্গে একটি ব্যাগ রয়েছে এবং এতে অনেকগুলো কাপড় রয়েছে। সারাদিন এগুলোই বার বার পড়তে থাকে এবং গোছাতে থাকেন অনিন্দিতা।

অনেকেই বলছেন আবার, অনিন্দিতা বেশি পড়াশোনা করার ফলে মানসিক ভারসাম্যতা হারিয়ে ফেলেছেন।
নানা লোকের নানা কথা। অবশ্য তাঁর এই গল্প অনেকেই কাল্পনিক বলেও মনে করেন।

সত্যিই কি অনিন্দিতা মানসিক স্থিতি হারিয়ে ফেলেছেন? যদি এমনটাই হয় তাহলে পরিবার কেন চিকিৎসকদের সহায়তায় তাঁকে সুস্থ করে তুলছেন না!

অনিন্দিতা কেন নিজেকে অনিন্দিতা ভট্টাচার্য খাঁ হিসেবে পরিচিত করতে চাইছেন? সত্যিই কি ওই ইসলামী সন্ন্যাসী সঙ্গে পরিচয় হয়েছিল তাঁর?

প্রশ্ন অনেক। কিন্তু উত্তর রহস্যে ঢাকা।

আঁখি দাস

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago