Categories: অসম

কাটিগড়া ভুগছে পানীয়জলের অভাবে । বিভাগীয় কর্তৃপক্ষ নির্বিকার ! গণআন্দোলনের হুমকি জনতার

বিশুদ্ধ পানীয়জলের হাহাকার পূর্ব ও দক্ষিণ কাটিগড়ার সর্বত্র। নেই আর নেই-এর তালিকায় এ অঞ্চলের বৃহদাংশ পানীয়জল সরবরাহ প্রকল্পসমূহ। টেকনিক্যাল সমস্যা,পরিচালন কমিটির সঠিক তদারকি সমস্যা,তহবিল সমস্যা ইত্যাদি নানাবিধ সমস্যার বেড়াজালে আবদ্ধ পানীয়জল সরবরাহ প্রকল্পের বিড়াম্বনায় পরিশোধিত পানীয়জল থেকে বঞ্চিত এলাকার হাজার হাজার পরিবার ।

জানা গেছে দীর্ঘ ১৫ দিন থেকে পূর্ব কাটিগড়ার সিদ্ধিপুর, চৌরঙ্গী,কাতিরাইল সহ আশপাশ এলাকার জনগণ বিশুদ্ধ পানীয়জলের অভাবে ভুগছেন। অথচ পরিচালনা কমিটি ও বিভাগীয় কর্তৃপক্ষ নির্বিকার। তাদের এই দায়সারা ভূমিকায় বিস্তৃত এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে।

সম্প্রতি একটি প্রাইভেট টেলিকম কোম্পানির কেবিল লাইন মাটির নীচে পোঁতার সময় চৌরঙ্গী নারায়ণ মন্দিরের সামনে জলের পাইপ ফেটে যায়। টেলিকম কোম্পানির মেশিন দিয়ে মাটি খুঁড়তে গিয়ে এই বিপত্তি ঘটে। এতে সমস্ত এলাকা জুড়ে পানীয়জল সরবরাহ স্তব্ধ হয়ে পড়ে।

এ ব্যাপারে জনস্বাস্থ্য কারিগরি বিভাগের বাস্তুকার এসবি দাসকে জিজ্ঞেস করলে তিনি জানান, ওই কোম্পানির সঙ্গে পরিচালনা কমিটির সমঝোতা হয়েছে। এবং পরিচালনা কমিটির মাধ্যমেই মেরামতির কাজ সম্পন্ন হবে বলে জানান তিনি। সিদ্ধেশ্বর ও নিজ কাটিগড়ার দিকের পাইপ লাইনের কাজ সেরে ফেলেছেন তাঁরা। তবে সিদ্ধিপুর ও শিলং রোডের লাইনে কাজ আটকে পড়ছে।

এর কারণ হিসেবে উল্লেখ করেন,জাতীয় সড়কের ঢালাইর নীচে জলের পাইপে ফাটল ধরা পড়েছে। তাই ওই টেলকম কোম্পানি সড়ক নির্মাণ সংস্থা বিন্নি কনস্ট্রাকশনের সঙ্গে আলোচনা হয়েছে। শীঘ্রই কাজ শুরু হবে।

কিন্তু শুক্রবার সকাল পর্যন্ত পাইপলাইনের কাজে হাত লাগায়নি কোনও পক্ষই। ফলে পানীয়জল সরবরাহ স্বাভাবিক হচ্ছে না। এতে পানীয়জলের হাহাকার লাগাতার বেড়েই চলেছে।

একইভাবে সিদ্ধেশ্বর পানীয়জল সরবরাহ প্রকল্পের অনিয়মিত জল সরবরাহে সিদ্ধেশ্বর সহ কাটিগড়ার বেশ কিছু এলাকায় পানীয়জলের হাহাকার দেখা দিয়েছে।

স্থানীয় জনগণের বক্তব্য ,অতিসত্বর জল সরবরাহ স্বাভাবিক না হলে বৃহত্তর গণআন্দোলন শুরু করবেন।

শুক্রবার অনিয়মিত পানীয়জল সরবরাহের নালিশ জানিয়ে শীঘ্রই পানীয়জল সরবরাহ স্বাভাবিক করে তোলার দাবীতে কাটিগড়া মহকুমা প্রশাসনের নিকট এক স্মারকপত্র তুলে দেন এলাকার জনগণ ।

অমলেন্দু মালাকার

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

6 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

7 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago