অসম

দীর্ঘ সাড়ে সাত বছর পর দণ্ডঃ খুনের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড হাইলাকান্দিতে

অবশেষে খুন হওয়ার সাড়ে সাত বছর পর ন্যায় পেল নিহতের পরিবার। প্রতিবেশিকে খুনের দায়ে এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করল হাইলাকান্দির জেলা ও দায়রা আদালত। শনিবার এই রায়দান করেছেন জেলা ও দায়রা বিচারপতি দেবাশিষ ভট্টাচার্য।

২০১২ সালের ৭ মে হাইলাকান্দি জেলার লালা থানাধিন বিলাইপুর অঞ্চলের লালাপানি অঞ্চলে সংঘটিত হয় এক চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। এদিন বেলা আনুমানিক আড়াইটে নাগাদ স্থানীয় দিলীপ তেলির (৪২) উপর দলবদ্ধভাবে আক্রমণ চালায় একই গ্রামের বাসিন্দা জগাই তেলি, সমরু তেলি, বিজন দত্ত, বাবুল তেলি ও সহদেব তেলি। এই পাঁচজন তার উপর একযোগে আক্রমণ চালালে জগাই তেলি ধারালো অস্ত্র দিয়ে কোপ বসায়। এসময় দিলীপ তেলির চিৎকারে স্থানীয় লোকেরা ছুটে এলেও জগাই সহ তার সঙ্গীরা পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মৃত দিলীপ তেলির প্রতিবেশী বাসুদেব তেলি এদিনই বিকেলে ঘটনার বিস্তারিত ফোনে জানান বিলাইপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পীযুষ কান্তি রায়কে। দিলীপ তেলিকে খুনের জন্য জগাই তেলিকে অভিযুক্ত করেন বাসুদেব। পাশাপাশি তিনি ওই পুলিশ ফাঁড়িতে এই ঘটনা জানিয়ে “জিডি এন্ট্রি” করেন। নম্বর ৮২/৭/৫/১২। খবর পেয়ে বিলাইপুর ফাঁড়ির ইনচার্জ পীযুষ কান্তি রায় পুলিল নিয়ে ঘটনাস্থলে যান।

পুলিশ ঘটনাস্থলে মৃতদেহ দেখে ইনকুয়েস্ট করে পরে হাইলাকান্দি এসকে রায় অসামরিক হাসপাতালে পাঠিয়ে দেয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি রক্তমাখা ২২ ইঞ্চি দা উদ্ধার করে।

আর এদিনই মৃত দিলীপ তেলির স্ত্রী মিনতি তেলি স্বামীকে খুনের ঘটনা জানিয়ে জগই তেলি সহ অন্য চারজনকে অভিযুক্ত করে বিলাইপুর পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেন।

যদিও বিলাইপুর থানা না হওয়ার দরুণ সেখানকার ইনচার্জ পীযুষ কান্তি রায় মামলাটি পাঠিয়ে দেন লালা থানায়।

আর ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয় বিলাইপুর ফাঁড়ির ইনচার্জ পীযুষ কান্তি রায়কে। তিনি তদন্ত করে জগই তেলিকে দোষী সাব্যস্ত করে ভারতীয় দণ্ডবিধির ১৪৭/১৪৮/৩৪১/১৪৯/৩০২ ধারায় আদালতে চার্জশিট জমা দেন। আদালতে এসসি- ২৪/১৪ নম্বরে মামলাটি নথিভুক্ত হয়।

মামলার শুনানি আরম্ভ করে আদালত ওই সময়ের এসকে রায় অসামরিক হাসপাতালের মেডিক্যাল অ্যাণ্ড হেল্থ অফিসার এস চক্রবর্তী, বিলাইপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পীযুষ কান্তি রায় সহ বেশ কয়েকজনের সাক্ষ্য গ্রহণ করে। তবে জেলা ও দায়রা আদালত মূল অভিযুক্ত জগই তেলি ছাড়া বাকি অভিযুক্তদের খালাস করেন।

দীর্ঘ সাত বছর সাড়ে চার মাস পর ১৭ আগস্ট শনিবার হাইলাকান্দির জেলা ও দায়রা বিচারপতি দেবাশিষ ভট্টাচার্য এই লোমহর্ষক খুনের ঘটনার রায়দান করেন। এতে তিনি ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় মূল অভিযুক্ত জগই তেলিকে যাবজ্জীবন স্বশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন। সঙ্গে পাঁচ হাজার টাকা জরিমানা ধার্য করেন। আর জরিমানা অনাদায়ে আরও দুই মাসের হাজতবাসের নির্দেশ দেন।

এছাড়া, মৃতের অসহায় পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে জেলা ন্যায় সেবা প্রাধিকরণকে (ডিএলএসএ) নির্দেশ দেন জেলা ও দায়রা বিচারপতি দেবাশিষ ভট্টাচার্য।

এই মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন উজ্জ্বল কুমার দাস এবং অভিযুক্তদের পক্ষে ছিলেন খলিল উদ্দিন লস্কর।

এই রায়দানে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি আদালতের প্রতি গভীর আস্থা ব্যক্ত করেছেন মৃত দিলীপ তেলির স্ত্রী মিনতি তেলি।।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

2 weeks ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

2 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago