Categories: অসম

Bangla ভাষার স্বাধিকার রক্ষায় Assam-এ আন্দোলন করলে মামলা হবে বা জেলে যেতে হবে এটা স্বাভাবিক – Pradip dutta Roy

শিলচর: সাইনবোর্ডে অসমিয়া ভাষায় (Assamese language) সরকারি বিজ্ঞাপন প্রকাশিত হওয়ায় কয়েক মাস আগে সরব হয়েছিলেন বিডিএফ (BDF) এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় (pradip dutta roy)। এই নিয়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের করেন ‘হিন্দু যুব পরিষদ’ নামক একটি সংগঠনের সদস্য জনৈক রঞ্জু দেবনাথ।

এবার তিনি ধলাই থানায় তাঁর বাড়ির মালিক বিজয় পান্ডের বিরুদ্ধে আর একটি মামলা দায়ের করেছেন যাতে উক্ত বিজয় পান্ডে তাঁকে প্রদীপ দত্তরায়ের (pradip Dutta Roy) বিরুদ্ধে মামলা করেছেন বলে বাড়ি ছাড়ার হুমকি দিচ্ছেন বলে অভিযোগ করেছেন।

এই পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে সমগ্র ব্যাপার নিয়ে তাঁর প্রতিক্রিয়া জানালেন প্রদীপ দত্তরায় (Pradip dutta Roy)।

প্রদীপ বাবু (Pradip) বলেন যে বাংলা ভাষার (Bengali language)  অধিকার রক্ষায় বা অসমের( Assam) বরাক উপত্যকার (Barak valley) স্বার্থে এই রাজ্যে আন্দোলন করলে মামলা হবে বা জেলে যেতে হবে এসব খুব স্বাভাবিক ব্যাপার। তিনি এসব নিয়ে কখনোই বিচলিত বোধ করেন না।

তিনি বলেন যে ব্যানার বিতর্কের সময় তাঁর ও বিডিএফ (bdf) সদস্যদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় প্রায় পঞ্চাশটি মামলা হয়েছে, বিভিন্ন জায়গায় তাঁর কুশপুত্তলিকা পোড়ানো হয়েছে।

তবে সবার জ্ঞাতার্থে তিনি জানান যে ইতিমধ্যে এই সংক্রান্ত সবকটি মামলা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। দেশদ্রোহী মামলা সংক্রান্ত সুপ্রিম কোর্টের সাম্প্রতিক নির্দেশ মেনেই এটা করা হয়েছে বলে জানান তিনি ।

তিনি বলেন এর আগে দশবছর ব্যাপী আসাম বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের সময়ও তাঁর বিরুদ্ধে ২৭ টি মামলা দায়ের হয়েছিল। কাজেই এসবকে ভয় পাবার কোন প্রশ্নই নেই এবং রঞ্জু নাথ বা বিজয় পান্ডে কাউকেই চেনেন না বলে জানান তিনি।

বিডিএফ মুখ্য আহ্বায়ক আরো বলেন যে ব্যানার বিতর্কের সময় কালি লাগানো বা হুমকি দেওয়া নিয়ে বরাকের কিছু সংগঠন বা বুদ্ধিজীবীরা এসব আতিশয্য বলে মন্তব্য করেছিলেন। প্রদীপ বাবু (Pradip dutta Roy) দুঃখ প্রকাশ করে বলেন যে সেইসময় অনেকেই তাঁর পদক্ষেপকে ভালো চোখে দেখেননি,কেউ কেউ এমনও বলেছিলেন যে আসামে (Assam) থাকতে হলে এসব মানিয়েই চলতে‌ হবে।

তিনি বলেন তাঁর প্রশ্ন যে বা যারাই কালি লাগাক এটা না করলে কিম্বা তার হুমকি এসব না হলে কি ২৪ ঘন্টার মধ্যে সরকারি তরফে ব্যানার বা পোস্টার বদলে বাংলা ব্যানার লাগানো হত ?

প্রদীপ বাবু (Pradip dutta Roy)বলেন ইদানীং শিক্ষার মাধ্যম নিয়ে অসমের মুখ্যমন্ত্রীর আহ্বানে গুয়াহাটিতে (Guwahati) যে বৈঠক অনুষ্ঠিত হল রাজ্যের সব জনগোষ্ঠীর প্রতিনিধিত্বমূলক সংগঠনকে তাতে আমন্ত্রণ জানানো হলেও ডাক পায়নি বাঙালি তথা অসমের (Assam) বরাকের (Assam) কোন সংগঠন।

তিনি বলেন এই নিয়ে সামাজিক মাধ্যমে কেউ কেউ প্রতিবাদ জানালেও সেরকম কোন সাংগঠনিক প্রতিবাদ নেই।প্রদীপ বাবু (Pradip dutta Roy) বলেন কিছুদিন পূর্বে আবার বরাক উপত্যকার কেউ কেউ বরাক ব্রহ্মপুত্র সমন্বয়ের নামে অতি উৎসাহী হয়ে আবার সভা সম্মেলন ইত্যাদির আয়োজন করছেন এটাও দেখা গেল।

তাঁর প্রশ্ন উক্ত ব্যক্তিবর্গ বা সংগঠন এই ইস্যুতে নীরব কেন ? প্রদীপ বাবু বলেন এইধরনের কিছু স্বার্থান্বেষী লোকজনের জন্যই বারবার অসমের বরাক উপত্যকা ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন ৬১ এর ভাষা আন্দোলনের সময়ও এই ধরনের বিরুদ্ধ উস্কানি দেওয়া হয়েছে যার জন্য হাইলাকান্দিতে আমরা বাংলা ভাষা বিরোধী আন্দোলনও প্রত্যক্ষ করেছি।

অসমের (Assam) বরাকের (Barak) জনগণকে তাই এসব উদ্যোগ বা লোকজনের ব্যাপারে সতর্ক থাকা জরুরি বলে মত ব্যাক্ত করেন তিনি। বিডিএফ মুখ্য আহ্বায়ক আরো বলেন যে নিজেদের মধ্যে খেয়োখেয়ি নিয়ে ব্যাস্ত থাকলে বা মাঠে নেমে অধিকার রক্ষায় সরব না হলে আমাদের অবস্থার কখনোই পরিবর্তন হবেনা।

তাই এসব নিয়ে অসমের (Assam) বরাকের প্রতিনিধিত্ব কারী সংগঠন এবং বুদ্ধিজীবিদের পর্যালোচনা করতে হবে বলে মন্তব্য করেন তিনি। বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক হৃষীকেশ দে।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

6 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago