India will realise dreams of freedom fighters by 2047:২০৪৭-র মধ্যে স্বাধীনতা সংগ্রামীদের স্বপ্নপূরণ, বললেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

নয়াদিল্লি: আজ ভারতের স্বাধীনতা দিবস। গোটা ভারত সেজেছে। নানান অনুষ্ঠান, প্রতিযোগিতা হচ্ছে। বাচ্চারা অংশ নিচ্ছে। আনন্দঘন পরিবেশ। ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশে প্রথম ভাষণ দিয়েছেন।

মুক্তিযোদ্ধাদের অভিবাদন জানান তিনি। রাষ্ট্রপতি বলেন, ‘‘স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমি দেশ-বিদেশে বসবাসরত সকল ভারতীয়কে জানাই আন্তরিক শুভেচ্ছা। ১৪ আগস্ট দিনটি দেশভাগ বিভীষিকা স্মৃতি দিবস হিসেবে পালিত হচ্ছে। এই স্মৃতি দিবস উদ্‌যাপনের উদ্দেশ্য হল সামাজিক সম্প্রীতি, মানবিক ক্ষমতায়ন এবং ঐক্যের প্রচার। আমাদের দৃঢ় সংকল্প, ২০৪৭ সালের মধ্যে আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের স্বপ্নকে পুরোপুরি বাস্তবায়িত করব।”

রাষ্ট্রপতি মুর্মু বলেন, ‘‘১৯৪৭ সালের ১৫ আগস্ট আমরা ঔপনিবেশিক শাসনের শিকল ভেঙে দিয়েছিলাম। সেই শুভ দিনে বর্ষপূর্তি উদ্‌যাপন করার মাধ্যমে আমরা সকল মুক্তিযোদ্ধাদের বিনম্র শ্রদ্ধা জানাই। আমরা সবাই যাতে স্বাধীন ভারতে শ্বাস নিতে পারি, সেজন্য তাঁরা সর্বস্ব উৎসর্গ করেছিলেন। এখন এই বিশেষ দিনটি উদ্‌যাপনের সময়। চলছে ‘হর ঘর তেরঙ্গা’।

আজ, আমাদের দেশের প্রতিটি কোণে তেরঙ্গা গর্বিতভাবে উড়ছে। ভারত প্রতিদিন উন্নতি করছে। দেশে সবার সমান অধিকার রয়েছে।”


বলেন, ‘‘বেশিরভাগ গণতান্ত্রিক দেশে ভোটের অধিকার পেতে মহিলাদের দীর্ঘকাল সংগ্রাম করতে হয়েছিল। কিন্তু আমাদের প্রজাতন্ত্রের প্রথম থেকেই ভারত সর্বজনীন প্রাপ্তবয়স্ক ভোটাধিকার গ্রহণ করেছিল।

ডান্ডি অভিযানের স্মৃতিকে পুনরুজ্জীবিত করে ২০২১ সালের মার্চ মাসে ‘আজাদি কা অমৃত মহোৎসব’ শুরু হয়েছিল। সেই যুগান্তকারী আন্দোলন আমাদের সংগ্রামকে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করেছিল। তাকে সম্মান জানিয়ে আমাদের উৎসব শুরু হয়েছিল। এই উৎসব ভারতের জনগণকে উৎসর্গ করা হয়েছে।”

আরো একটি কথাও উল্লেখ করেন যিনি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ‘‘গতবছর থেকে প্রতি ১৬ নভেম্বরকে ‘আদিবাসী গর্ব দিবস’ হিসাবে পালন করার সরকারের সিদ্ধান্তকে স্বাগত। আমাদের উপজাতীয় সুপার হিরোরা শুধু স্থানীয় বা আঞ্চলিক আইকন নয়, তাঁরা সমগ্র জাতির জন্য অনুপ্রেরণার উৎস।

আমি দেশের প্রতিটি নাগরিককে তাঁদের মৌলিক কর্তব্য সম্পর্কে জানতে, অনুসরণ করার অনুরোধ করছি, যাতে আমাদের জাতি নতুন উচ্চতা স্পর্শ করতে পারে।”

এদিকে, ১৫ আগস্ট জাতীয় পতাকা উত্তোলন করেছেন মোদি। তাঁর ভাষণে পরিবারতন্ত্রের বিরোধিতা থেকে শুরু করে লিঙ্গ বৈষম্য দূর, মেয়েদের আরো সুযোগ প্রদান করার মতো সব বিষয় উঠে এসেছে। মোদির ভাষণে মুগ্ধ গোটা ভারত।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

2 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago