Categories: অসম

IIT গুয়াহাটিতে দুই দিনব্যাপী স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন ( SIH )2022 সফলভাবে অনুষ্ঠিত হল

গুয়াহাটি: ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি গুয়াহাটি বৃহস্পতিবার স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন (SIH) এর গ্র্যান্ড ফিনালে সফলভাবে আয়োজন করেছে।

দুই দিনব্যাপী SIH 2022-এর সফ্টওয়্যার সংস্করণের সুবিধার্থে ইনস্টিটিউটটিকে একটি নোডাল কেন্দ্র হিসাবে নির্বাচিত করা হয়েছিল যেখানে ১৭৮ জন অংশগ্রহণকারীকে নিয়ে মোট ২৫ টি দল, ৭টি সমস্যা বিবৃতির বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। অংশগ্ৰহণকারীদের বেশিরভাগই এই প্ৰথম উত্তরপূর্বাঞ্চলে এসেছে। 

IIT গুয়াহাটি ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড (DPIT), বাণিজ্য ও শিল্প মন্ত্রকের দ্বারা প্রদত্ত সমস্যার বিবৃতিগুলি হোস্ট করেছে৷ প্রতিটি সমস্যার বিবৃতিতে একটি বিজয়ীর পুরস্কার ছিল ১ লক্ষ টাকা। 

স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2022-এর মূল বিশেষত্ব হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুরু থেকেই প্রতি বছর অংশগ্রহণকারী ছাত্র দের সাথে মত বিনিময় করেন। 

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতার সময় আইআইটি গুয়াহাটির ডিরেক্টর প্রফেসর টি জি সীতারাম বলেন, “উদ্ভাবনগুলি আমাদের যোগাযোগের উপায় এবং সাধারণ মানুষের কাছে জিনিসগুলি পৌঁছে দেওয়ার পদ্ধতিকে বদলে দিয়েছে। আমি আপনাদের সকলের মঙ্গল কামনা করি এবং আপনাদের কোডগুলি সমস্ত সংস্থা, মন্ত্রণালয় এবং সাধারণ মানুষকে সাহায্য করুক।”

SIH 2022-এর জন্য IIT গুয়াহাটিতে তাদের অভিজ্ঞতা শেয়ার করে,  মহারাষ্ট্র, পুনের PES মডার্ন কলেজ অফ ইঞ্জিনিয়ারিং থেকে টিম বিনারে বলেছেন, “অসমে IIT-তে আমাদের প্রথম আসা। আইআইটি গুয়াহাটি ক্যাম্পাস খুব সুন্দর এবং কর্মীরা খুব সহায়ক। SIH একটি মহৎ উদ্যোগ ভারত সরকার শুরু করেছে। এখানে গোটা দেশ  থেকে ছাত্ররা প্রতিযোগিতা করার সুযোগ পান। এটি মানুষকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমস্যা সমাধানের সুযোগও দিয়েছে।”

স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন 2022 উচ্চশিক্ষার শিক্ষার্থীদের জন্য SIH সফ্টওয়্যার সংস্করণ এবং SIH হার্ডওয়্যার সংস্করণ সমেত দুটি ফর্ম্যাটে পরিচালিত হচ্ছে।

২০১৭ সাল থেকে, এটি শিক্ষা মন্ত্রকের উদ্ভাবন সেল এবং অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন দ্বারা চিহ্নিত বিভিন্ন নোডাল কেন্দ্রে পরিচালিত হচ্ছে।  যেখানে নির্বাচিত ছাত্রদের দল, শিল্প প্রতিনিধি, নকশা পরামর্শদাতা এবং মূল্যায়নকারীরা কেন্দ্রগুলিতে অংশ নেন। 

গ্র্যান্ড ফিনালেতে ছাত্র দলের মেন্টর এবং শিল্প/মন্ত্রণালয়ের প্রতিনিধিদের নির্দেশনায় সার্বক্ষণিক কাজ করে নির্বাচিত সমস্যার বিবৃতিগুলির জন্য কার্যকরী সমাধান তৈরি করে।

ইমামি সংস্থার জেনারেল ম্যানেজার রামাধি সেন বলেন, “প্রয়োজন হল উদ্ভাবনের জননী, আজ আমরা এখানে জড়ো হয়েছি ভারত সরকারের ‘স্মার্ট ইন্ডিয়া’ গড়ার স্বপ্ন পূরণ করতে। আপনাদের জ্ঞান এবং সমাধান সূত্ৰ নিয়ে অংশগ্রহণ করার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।”

আইআইটি গুয়াহাটির ইন্ডাস্ট্রিয়াল ইন্টারঅ্যাকশনস অ্যান্ড স্পেশাল ইনিশিয়েটিভস-এর ডিন, জি. কৃষ্ণমূর্তি, বলেছেন, আইআইটি গুয়াহাটি সবসময় উদ্ভাবন এবং উদ্যোক্তাদের উৎসাহিত করে এবং দেশের বিভিন্ন অংশ থেকে অংশগ্রহণকারীদেরকে আমন্ত্রণ জানানো আমাদের আনন্দের বিষয়।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

6 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

7 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

7 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago