কলকাতা: আজকাল দূষণ যেরকম পড়েছে, তাতে করে চুল, ত্বকের অবস্থা ভালো রাখাই দায় হয়ে পড়েছে। চুল রুক্ষ হয়ে যায়, চুল ঝরার সমস্যা ইত্যাদি লেগেই আছে।

আর খুশকির (dandruff) জ্বালা তো আজকাল প্রায় ঘরে ঘরেই। খুশকি (dandruff) থেকে রেহাই পেতে বাজারে অনেক ধরনের শ্যাম্পু, লোশন ইত্যাদি অনেক কিছুই পাওয়া যায়। কিন্তু সেগুলো কতটা কাজ করে সে নিয়েই সন্দেহ।
কিছু ঘরোয়া টোটকা ব্যবহার করে দেখুন,যেগুলো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, আবার উপকারিও।

খুশকি(dandruff) দূর করবেন কীভাবে?
১) নারকেল তেল: নারকেল তেল খুব কাজে আসে। সপ্তাহে দু’বার চুলের গোড়ায় নারকেল তেলের মালিশ করলে উপকার পাওয়া যায়।
২) পেঁয়াজের রস: পেঁয়াজের রস তো নতুন চুল গজাতে সাহায্য করে আবার খুশকির (dandruff) সমস্যা সমাধানেও উপকার। দুটো পেঁয়াজ ভাল করে বেটে এক মগ জলে মিশিয়ে মাথায় পেঁয়াজের রস ভাল করে লাগিয়ে মালিশ করুন।
পেঁয়াজের রস লাগানোর কিছুক্ষণ পর ধুয়ে ফেলুন। ব্যবহার করুন সময় পেলেই।
৩) টকদই: টকদই খুব কার্যকরী। টক দই খেলেও উপকার হয়। আবার মাথার ত্বকে ভালো করে ম্যাসাজ করুন। একটু সময় পর এটি ধুয়ে ফেলুন, Dandruff এর সমস্যা দূর হবে।
৪) মেথি: আমাদের রান্নাঘরেই থাকে মেথি। এটি সারারাত জলে ভিজিয়ে রেখে সকালে ছেঁকে নিয়ে ভাল করে বেটে নিতে হবে। ছেঁকে নেয়া জলটি আবার ফেলে দেবেন না ভুলে।

বেটে নেয়া মেথি চুলের গোঁড়ায় মাথার ত্বকে ভাল করে লাগাতে হবে। পরিষ্কার করে চুল ধুয়ে নেয়ার পর মেথি ভিজিয়ে রাখা সেই জল দিয়ে আর একবার চুল ধুয়ে নিন, Dandruff দূর হবে।