অসম

মহানগরের পাহাড়ে জঙ্গল ধ্বংসে নিষেধাজ্ঞা গৌহাটি হাইকোর্টের

গুয়াহাটি: গৌহাটি হাইকোর্ট (Gauhati High Court) একটি ঐতিহাসিক রায়ে, গুয়াহাটি মহানগরের গীতা মন্দির পাহাড় (Gita Mandir Hills in Guwahati) এলাকায় গাছ গাছালি কাটার মতো “অ-বন কার্যকলাপ” (জঙ্গল ধ্বংস) নিষিদ্ধ করেছে। আদালত অসম সরকারকে (Assam Government) গীতা মন্দির পাহাড় এলাকা “সংরক্ষিত বন” (“protected forest”) হিসাবে ঘোষণা করার পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছে।

দ্বিজেন ভট্টাচার্য এবং রাজেশ শর্মা আদালতে (Gauhati High Court) একটি জনস্বার্থ মামলা (PIL) করেছিলেন। সেই মামলার শুনানির সময় বৃহস্পতিবার বিচারপতি অচিন্ত্য মল্ল বুজর বড়ুয়া এবং বিচারপতি রবিন ফুকনের ডিভিশন বেঞ্চ রাজ্য বন বিভাগ (State Forest Department) এবং রাজ্যের মুখ্য সচিবকে গীতা মন্দিরের উপর জঙ্গল না কাটা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে।

গৌহাটি হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে-

“…অসম সরকারের বন বিভাগের উত্তরদাতাদের পাশাপাশি মুখ্য সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে যে ১৯৮০ সালের বন (সংরক্ষণ) আইন মোতাবেক যথাযথ পদ্ধতি অনুসরণ না করে গুয়াহাটির গীতা মন্দির পাহাড়ের উপর বিদ্যমান বন এলাকা ধারা ২ -এর পরিপ্রেক্ষিতে অন্য কোনও অ-জঙ্গল উদ্দেশ্যে ব্যবহার করা যাবে না।”

বিচারকরা বলেছেন- গীতা মন্দির পাহাড়ের (Gita Mandir Hills in Guwahati) বনভূমির জঙ্গল ধ্বংসের উপর বিধিনিষেধ আরোপ করা উল্লিখিত নির্দেশটি পরিবেশ ও বন, রাজস্ব এবং গুয়াহাটি উন্নয়ন বিভাগের সঙ্গে একযোগে সিদ্ধান্ত নেওয়ার জন্য মুখ্য সচিবকে নির্দেশ জারি করা হয়েছে। গীতা মন্দির পাহাড়ের বনভূমির আওতাভুক্ত জমিকে সংরক্ষিত বন বা সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করা যেতে পারে কিনা তা বিবেচনা করে দেখতে বলা হয়েছে।

হাইকোর্টের নির্দেশে আরও বলা হয়েছে-

“যদিও ভারতীয় বন আইন, ১৯২৭ সালে অসমের ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে, কিন্তু আমরা লক্ষ্য করি যে ১৯২৭ সালের আইনের ধারা ২৯ এর অধীনে অবশিষ্ট একটি ক্ষমতা রয়েছে যা রাজ্য সরকার বিজ্ঞপ্তির মাধ্যমে করতে পারে। সরকারি গেজেট ঘোষণা করে যে কোনও বনভূমি বা বর্জ্য ভূমির বিষয়ে যা সংরক্ষিত বনের অন্তর্ভুক্ত নয়, তবে যা সরকারের সম্পত্তি বা যার উপর সরকারের মালিকানা অধিকার রয়েছে, বনজ উৎপাদনের সম্পূর্ণ বা কোনও অংশের উপর, সরকার এই ধরনের জমিকে সংরক্ষিত বন হিসাবে ঘোষণা করতে পারে,” ।

পিটিশনকারিদের কৌঁসুলি বিক্রম রাজখোয়া বলেছেন, “এটি এই অর্থে একটি ঐতিহাসিক রায় যে নির্দেশ অসমের অন্যান্য বনাঞ্চলকে ১৯৮০ সালের বন (সংরক্ষণ) আইনের  ধারা ২ -এর অধীনে আনার পথও প্রশস্ত করবে, যা পরবর্তীতেও বন জঙ্গল রক্ষা করতে সাহায্য করবে।”

প্ৰসঙ্গত উল্লেখ্য যে, অসম সরকার গীতা নগর পুলিশ স্টেশনকে (Gita Nagar Police Station) ওই পাহাড়ে স্থানান্তর করার পরিকল্পনা করেছিল, পুলিশ স্টেশন বিল্ডিং নির্মাণের জন্য সেখানে শতাধিক গাছ কাটার জন্য বন বিভাগের (Forest Department) কাছে  অনুমতি চেয়েছিল।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

3 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

3 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

4 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

4 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

5 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

5 days ago