অসম

হাইলাকান্দির নজরুল সদন মিলনায়তনের সঙ্গীন অবস্থা, ক্ষুব্ধ প্রশিক্ষার্থীরা

হাইলাকান্দি জেলা প্রশাসন আয়োজিত ভোটার পরিচয়পত্র সংশোধনের ব্যাপারে বিএলও-দের এক প্রশিক্ষণ শিবিরের আয়োজন হয় বুধবার হাইলাকান্দি নজরুল সদন মিলনায়তনে। তবে এই প্রশিক্ষণ শিবিরে অস্বচ্ছতাকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে হুলুস্থুল পরিবেশের। অবশ্য জেলার নির্বাচন আধিকারিক রাহুল দোলে (এসিএস) হুলুস্থুলু পরিবেশের কথা অস্বীকার করেছেন।

বুধবার নজরুল সদন মিলনায়তনে জেলার নির্বাচন আধিকারিকের ডাকে এক প্রশিক্ষণ কার্যসূচির আয়োজন করা হয়েছিল। এতে ভোটার পরিচয়পত্র (আইডি) সংশোধনের ব্যাপারে জেলার হাইলাকান্দি ও আলগাপুর এই দুই বিধানসভা আসনের তিনশো (৩০০) বিএল ও-দের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছিল ।

নির্ধারিত সময় প্ৰশিক্ষাৰ্থীরা অর্থ্যাৎ বিএলও-রা সেখানে উপস্থিত হন।

কিন্তু নজরুল সদন মিলনায়তনে আয়োজিত এই প্রশিক্ষণ কেন্দ্রে উপস্থিত হয়ে প্ৰশিক্ষাৰ্থীরা লক্ষ্য করেন যে, কেন্দ্রটি (নজরুল সদন মিলনায়তন) চরম নোংরা হয়ে আছে । অধিকাংশ চেয়ার নোংরা, ভাঙা, বসার মোটেই উপযুক্ত নয়। এ নিয়ে প্ৰশিক্ষাৰ্থীদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দেয়। ওই দুটি বিধানসভা আসনের বি এল ও-রা এধরনের নোংরা পরিবেশে প্রশিক্ষণ নিতে অস্বীকার করেন । ক্ষুব্ধ বি এল ও-দের প্রশ্ন, জেলা প্রশাসনের পক্ষ থেকে বারবার স্বচ্ছতার আবেদন জানানো হয়। কিন্তু জেলা প্রশাসনের ডাকা প্রশিক্ষণ কেন্দ্র এভাবে নোংরা হয় কিভাবে, এনিয়ে সরাসরি প্রশ্ন তুলেন তারা ।

দীর্ঘ দিন ধরে বন্ধ থাকা হাইলাকান্দির জেলা গ্রন্থাগারের অধীন থাকা নজরুল সদন মিলনায়তনের অপরিচ্ছন্ন পরিবেশে তাঁদের প্রশিক্ষণের ব্যবস্থা করায় তারা তীব্র অসন্তোষ প্রকাশ করেন ।

একসময় ক্ষুব্ধ বিএলও-রা প্ৰেক্ষাগৃহ ছেড়ে সামনের রাস্তায় বেরিয়ে আসেন।

এরকম অবস্থায় ক্ষুব্ধ বিএলও-রা হাইলাকান্দির জেলাশাসক কীর্তি জল্লির সঙ্গে দেখা করে নজরুল সদন মিলনায়তনের অপরিচ্ছন্ন পরিবেশের ব্যাপারে তাকে অবগত করলে তিনি তাৎক্ষণিকভাবে প্রশিক্ষণের স্থান পরিবর্তনের নির্দেশ দেন । সে অনুসারে স্থান পরিবর্তন করে পাশেই থাকা হাইলাকান্দি রবীন্দ্র ভবন মিলনায়তনে প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ ব্যাপারে হাইলাকান্দির নির্বাচন আধিকারিক রাহুল দোলে সঙ্গে যোগাযোগ করলে তিনি অবশ্য কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি বা হুলুস্থুলু পরিবেশের কথা অস্বীকার করেন।

এদিনের কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়েছে বলে দাবি করে তিনি জানিয়েছেন, জেলার তিনটি বিধানসভা আসনের মধ্যে কাটলিছড়া আসনের বিএলও-দের প্রশিক্ষণ ইতিমধ্যে সেখানেই শেষ হয়েছে।

বুধবার ছিল হাইলাকান্দি ও আলগাপুর বিধানসভা আসনের তিনশো (৩০০) বিএলও-র প্রশিক্ষণ কর্মসূচি।

নজরুল সদন মিলনায়তনের চেয়ারগুলো ভাঙা, বসার মতো উপযুক্ত নয় ভেবে জেলা নির্বাচন কর্তৃপক্ষের পক্ষ থেকে নজরুল সদনের একেবারে সামনের দিকে শতাধিক প্লাস্টিকের চেয়ার বসিয়ে দেওয়া হয়। যাতে বিএলও-রা বসতে পারেন।

কিন্তু একাংশ বিএলও সামনের দিকে না বসে মিলনায়তনের মধ্যে ও পেছনের দিকে বসেন। আর মধ্যের ও পেছনের স্থায়ী চেয়ারগুলো এমনিতেই ভাঙা ও বসার অনুপযুক্ত ছিল বলে জানান নির্বাচন আধিকারিক রাহুল দোলে।

পরে অবশ্য জেলাশাসকের নির্দেশে স্থান পরিবর্তন করে রবীন্দ্র ভবন মিলনায়তনে সুষ্ঠুভাবে বিএলও-দের প্রশিক্ষণ হয়েছে, জানিয়েছেন তিনি।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

6 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago