Categories: অসম

Expert committee to visit NRL township to study movements of elephants in Assam : Assam-এর গোলাঘাট জেলার NRL Township, পার্শ্ববর্তী এলাকা পরিদর্শন করবে হাতি বিশেষজ্ঞদের একটি দল

গুয়াহাটি: হাতি বিশেষজ্ঞদের একটি কমিটি গোলাঘাট জেলার এনআরএল টাউনশিপ (NRL Township) এবং পার্শ্ববর্তী অঞ্চলগুলি পরিদর্শন করবে। কমিটির সদস্যরা ওই এলাকায় হাতিদের গতিবিধি বৈশিষ্ট এবং সচরাচর গতিবিধি অধ্যয়ন করবেন। এনআরএল (NRL)এর নির্মিত সীমানা প্রাচীর হাতিদের স্বাভাবিক চলাচলে বাধা দেয় কিনা তা খতিয়ে দেখবেন।  

গৌহাটি হাইকোর্ট একটি নিৰ্দেশে বলেছে, একটি রিট আবেদনে বলা হয়েছে, এনআরএল কর্তৃক তাদের টাউনশিপ সম্প্রসারণে একটি সীমানা প্রাচীর সমস্যা সৃষ্টি করেছে। গোলাঘাট জেলা প্ৰশাসকের পর্যবেক্ষণ- পুরো এলাকাটি একটি পরিচিত হাতির আবাসস্থল। সেখানে হাতিদের বিচরণে বাধার সৃষ্টি করছে NRL এর দ্বারী নির্মিত সামানার প্ৰাচীর। 

আলাদেতের নিৰ্দেশে আরও বলা হয়েছে-  “আবেদনকারী এনআরএল এই বিষয়টিও উত্থাপন করেছেন যে হাতির আবাসস্থল অঞ্চলের মধ্যে অবস্থিত অন্যান্য সংস্থাগুলিকে তাদের নিজস্ব প্রাচীর তৈরি করার অনুমতি দেওয়া হয়েছে এবং এটি কেবলমাত্র এনআরএলই যাকে সীমানা প্রাচীর তৈরি করার জন্য আলাদা করা হয়েছে। এই পরিস্থিতিতে, নির্দিষ্ট এলাকায় হাতির আবাসস্থলের এলাকা খতিয়ে দেখার প্ৰয়োজন রয়েছে।”

হাইকোর্ট আরও যোগ করেছে যে, হাতি বিশেষজ্ঞ, দুদুল বিজয়ানন্দ চৌধুরী, সংরক্ষণবাদী/হাতি বিশেষজ্ঞ কৌশিক বড়ুয়া এবং অবসরপ্রাপ্ত ডিএফও ওয়াইল্ডলাইফ পঙ্কজ শর্মা, নামে তিনজন বিশেষজ্ঞ পুরো এলাকা ঘুরে দেখবেন, হাতিদের চরিত্র এবং প্রাকৃতিক পরিবেশ অধ্যয়ন করবেন। এলাকায় হাতিদের গতিবিধি এবং আপত্তিকর সীমানা প্রাচীর হাতিদের স্বাভাবিক চলাচলে বাধা দেয় কিনা তা খতিয়ে দেখার পর আদালতে তার রিপোর্ট জমা দিতে হবে।

হাইকোর্ট আরও বলেছে যে Dr Kushal Konwar Sharma, হাতির পশুচিকিত্সক সহ তিনজন বিশেষজ্ঞের সমন্বয়ে গঠিত কমিটিকে পুরো এলাকা পরিদর্শন করতে, এলাকায় হাতির চরিত্র, আচরণ এবং তাদের স্বাভাবিক গতিবিধি অধ্যয়ন করার জন্য অনুরোধ করা হয়েছিল।

হাতিদের স্বাভাবিক চলাফেরার জন্য কোন এলাকার অন্তর্ভুক্ত করা হবে তাও তাদের অধ্যয়ন করতে হবে এবং এই ধরনের প্রাকৃতিক চলাচলে মানুষ্য সৃষ্ট কোন প্রতিবন্ধকতা রয়েছে কিনা তা খতিয়ে দেখতে হবে এবং তারপর পরিস্থিতি ও সমস্যার সমাধানের উপায়গুলি নির্দেশ করতে হবে।

NRL কর্তৃপক্ষ বিশেষজ্ঞদের কমিটিকে লজিস্টিক সমস্ত সাহায্য করবে। যাতে কোনও ধরনের বাধা বিঘ্ন ছাড়া কাজগুলি করা যায়। 

আদালতে বলা হয়েছে- “যেমন NRL কর্তৃপক্ষ অন্য একটি সংস্থাকে নির্দেশ করেছে, NTRO যেই সংস্থাটি এলাকার আশেপাশে রয়েছে। বলা হয়েছে যে হাতিদের প্রাকৃতিক চলাচলের ক্ষেত্রের মধ্যে রয়েছে একটি সীমানা প্রাচীর, আমরা K Gogoiকে অনুরোধ করছি, CGC শিখেছি তাদের সাথে কনফারেন্স করার জন্য। এলাকায় অবাধে হাতিদের চলাচলের সুবিধার্থে এনটিআরও (NTRO)-এর কর্তৃপক্ষের মতামত কী এবং NTRO এর কর্তৃপক্ষ কী উপায়ে সমন্বয়, সহযোগিতা এবং পরিস্থিতি প্রশমিত করতে পারে। পরবর্তী নির্ধারিত তারিখে NTRO-র মতামতও আদালতে জমা দিতে হবে।’’

যেহেতু সমস্যাটি তাদের প্রাকৃতিক আবাসস্থলে প্রাণীদের চলাচলের সাথে জড়িত, তাই অসম সরকারের পরিবেশ ও বন বিভাগকেও বিশেষজ্ঞ কমিটিকে সাহায্য করতে এবং প্রক্রিয়াটিকে সহজতর করার জন্য প্রাণীর আচরণ এবং গতিবিধি সম্পর্কে উপযুক্ত জ্ঞানসম্পন্ন একজন কর্মকর্তাকে নিয়োগ করতে হবে। 

বন ও পরিবেশ বিভাগের জন্য অভিজ্ঞ পরামর্শদাতা নিয়োগকৃত কর্মকর্তাদের এবং বিশেষজ্ঞ কমিটির কার্যক্রমের সমন্বয় সাধনের জন্য” বলা হয়েছে। 

হাইকোৰ্টের নিৰ্দেশে আরও বলা হয়েছে, ” NRL-এর কর্তৃপক্ষ কাজটি এগিয়ে নিতে বিশেষজ্ঞ কমিটির সাথে সমন্বয় করতে প্রাণীর আচরণ এবং চরিত্র সম্পর্কে ভাল জ্ঞান থাকা সংস্থার একজন উপযুক্ত কর্মকর্তাকে নিয়োগ করতে পারে।”

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

3 weeks ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

3 weeks ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

3 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

3 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

3 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 weeks ago