অসম

প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে কংগ্রেস থেকে বহিষ্কার, প্রতিবাদ হাইলাকান্দিতে

প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে কংগ্রেস থেকে বহিষ্কারের প্রতিবাদ হাইলাকান্দিতে। শীঘ্রই গৌতম রায়কে দলে ফিরিয়ে নিতে জোর দাবি কংগ্রেস কর্মীর। প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে হয়তো দলে ফিরিয়ে আনতে হবে নতুবা হাইলাকান্দি কংগ্রেস থেকে গনহারে পদত্যাগ সহ কংগ্রেস কার্যালয়ে তালা ঝোলানোর হুমকি হাইলাকান্দির কংগ্রেস কর্মীর।

রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে দলবিরোধী কার্যকলাপের জন্য গত শনিবার দল থেকে বহিষ্কার করা হয়েছে।

হাইলাকান্দিতে এ সংবাদ পৌঁছার সঙ্গে সঙ্গে এখানকার নেতা-কর্মীরা রীতিমতো হতাশ। যে ব্যক্তি দলের জন্য নিবেদিত প্রাণ ছিলেন, যিনি ছয়বারের বিধায়ক-মন্ত্রী, যে ব্যক্তির হাত ধরে অনেকে বিধায়ক-সাংসদ হয়েছেন, সেই জনদরদী নেতা গৌতম রায়কে দল থেকে বহিষ্কার করা হবে এটা অবিশ্বাস্য এখানকার দলীয় মহলে।

রবিবার প্রাতঃভ্রমণে করতে আসা গৌতম রায়ের ঘনিষ্ঠ একাংশ লোকেদের চেহারায় ফুটে উঠেছে হতাশার ছবি। একে অপরের সঙ্গে কথা বলতে শোনা গিয়েছে যে, গৌতম রায়কে বহিষ্কারে তারা মোটেই সন্তুষ্ট নন, হাইকমান্ডের সমালোচনা করার পাশাপাশি বিষয়টি পুনর্বিবেচনা করতেও হাইকমান্ডকে আর্জি রেখেছেন তারা।

এদিকে, রবিবার ছুটির দিনে জেলা কংগ্রেস কার্যালয় বন্ধ থাকায় এদিন দুপুরে হাইলাকান্দি কংগ্রেসের প্রথমসারির নেতা-কর্মীরা হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার (ডিএসএ) কার্যালয়ে এক রুদ্ধদ্বার বৈঠকে মিলিত হন।

সভাপতি জয়নাল উদ্দিন লস্কর বর্তমানে গুয়াহাটিতে থাকায় কার্যকরী সভাপতি দক্ষিণা রঞ্জন চন্দের পৌরোহিত্যে আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন উপ-সভাপতি জওহরলাল চক্রবর্তী, প্রাক্তন সভাপতি তথা এপিসিসি সদস্য অশোক দত্তগুপ্ত, প্রবীণ নেতা তথা এপিসিসি সম্পাদক হীরেন্দ্র কুমার পাল, পুরসভার প্রাক্তন সভাপতি স্বপন দেব, সাংগঠনিক সাধারণ সম্পাদক সামস উদ্দিন বড়লস্কর, জেলা মহিলা কংগ্রেস সভানেত্রী মাধবী শর্মা, পাঁচ সাধারণ সম্পাদক সাগির আহমদ লস্কর, মনিরুল ইসলাম লস্কর, নজরুল ইসলাম মীরা, ডালিম লস্কর, ফকরুল ইসলাম মজুমদার, প্রাক্তন জেলা পরিষদ সদস্য কমরুল ইসলাম বড়ভূইয়া, প্রাক্তন সাধারণ সম্পাদক হীরালাল দত্ত পুরকায়স্থ, জেলা ওবিসি বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান দেবাশীষ নাথ, প্রাক্তন জেলা পরিষদ সদস্য রাজু নাথ, সঞ্জু দেব, আলগাপুর ব্লক কংগ্রেস সভাপতি হোসেন আহমদ প্রমুখ।

বৈঠকে প্রত্যেক বক্তাই দলের অভিভাবক তথা প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে দল থেকে বহিষ্কার করার তীব্র ভাষায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাঁকে ফের দলে ফিরিয়ে নেওয়ার জোর সাওয়াল করেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় দলের সুখে- দুখে থাকাসহ হাইলাকান্দিতে দলকে সঠিক দিশা দেখানো, বরাকে দলকে এক মজবুত অবস্থানে নিয়ে যাওয়া, হাইলাকান্দি জেলায় দলের ভীত মজবুত করা সহ ছয়বারের বিধায়ক তথা মন্ত্রীকে এভাবে দল থেকে বহিষ্কার করা যে মোটেই সঠিক সিদ্ধান্ত নেন নি হাইকমান্ড তা’ প্রত্যেকেই স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন। যে ব্যক্তি হাইলাকান্দি জেলা সহ বরাকের উন্নয়নে নিরলস প্রয়াস চালিয়ে গিয়েছিলেন, যে ব্যক্তির হাত ধরে অনেকে দিল্লি-দিশপুর যাওয়ার ছাড়পত্র পেয়েছেন, সেই গৌতম রায়কে হাইকমান্ড দল থেকে বহিষ্কার করে রীতিমতো এখানকার দলীয় কর্মীদের মনোবলে আঘাত দিয়েছেন বলে মনে করেন তারা।

হাইকমান্ডের এহেন সিদ্ধান্তে বেজায় চটে লাল কংগ্রেসের এসব প্রথমসারির নেতারা, তা’ এদিন তাদের চোখে-মুখে স্পষ্ট ধরা পড়েছে। একাংশ নেতা হাইকমান্ডের এহেন হঠকারী সিদ্ধান্তের প্রতিবাদে হাইলাকান্দি জেলা কংগ্রেস কার্যালয়ে অনির্দিষ্টকালের জন্য তালা ঝুলিয়ে দেওয়ার কঠোর সিদ্ধান্ত নিতে বৈঠকে আর্জি রাখেন। আবার আরও একধাপ বাড়িয়ে কিছু নেতা দল থেকে গনহারে পদত্যাগ করে হাইকমান্ডের এই সিদ্ধান্তের প্রতিবাদ সাবস্ত করতেও পরামর্শ দেন।

এদিন বৈঠকে কার্যত প্রত্যেকেই এতটুকু ক্ষুব্ধ ছিলেন যে, তারা স্পষ্ট জানিয়ে দেন, গৌতম রায়কে বহিষ্কারের সিদ্ধান্ত প্রত্যাহার করা না হলে হাইলাকান্দি কংগ্রেস বসে থাকবে না।

তবে অবশ্য গৌতম রায়কে বহিষ্কার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে প্রদেশ সভাপতি তথা দলের হাইকমান্ডের কাছে আবেদন জানানো হবে। আর গৌতম রায়কে দল থেকে বহিষ্কার করা হলে দলে হিন্দু নেতা যে কার্যত আর নেই, সে কথাও হাইকমান্ডকে বুঝিয়ে বলা হবে।

সামনেই পুরসভা ও পরে বিধানসভা নির্বাচন, আর এই দুই নির্বাচনের দিকে লক্ষ্য রেখে গৌতম রায়ের মতো হিন্দু নেতাকে কংগ্রেসে যে প্রয়োজনীয়তা রয়েছে সে কথাও প্রদেশ কংগ্রেস সভাপতি রিপুন বরা তথা হাইকমান্ডের কানে তোলা হবে বলে এদিন তারা সিদ্ধান্ত নেন।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

6 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

7 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago