অসম

দেশের মন্দাবস্থার জন্যে আত্মহত্যা অসমের প্রাক্তন বায়ুসেনা আধিকারিকের, প্রধানমন্ত্রী মোদিকে লিখে গেলেন পত্র

বায়ুসেনার প্রাক্তন আধিকারিক বিজন দাস রবিবার ৮ সেপ্টেম্বর এলাহাবাদের একটি হোটেলে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন।

আত্মহত্যা, হত্যা অহরহ ঘটে চলেছে দেশে। তবে বিজন বাবুর এই ঘটনার হেতু তিনি নিজে কিংবা তাঁর পরিবার নয়। তাঁর অমূল্য প্রাণ হরণের হেতু দেশের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরম। এমনই কথা লিখে গেছেন সুইসাইড নোটে আত্মহত্যার পূর্বে বায়ুসেনা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সম্বোধন করে লিখে যাওয়া সুইসাইড নোটটির জন্যে দেশের সংবাদ মাধ্যমের জন্যে ঘটনাটি ‘বিশেষ’ হয়ে পড়েছে।

অসমের মঙ্গলদৈর বাসিন্দা বিজন দাস ৬ সেপ্টেম্বর থেকে উত্তর প্রদেশের এলাহাবাদ শহরের খুলদাবাদ অঞ্চলের ‘প্রয়াগ’ নামক হোটেলে ছিলেন।

মোট ৫ পৃষ্ঠার সুইসাইড নোটে ৫৫ বছরের প্রাক্তন বায়ুসেনা আধিকারিক অভিযোগ করেছেন, দেশের অর্থনৈতিক মন্দাবস্থার জন্যে তিনি অবসরের পর আর কিছু করতে পারলেন না। কিন্তু তাঁর মতে, অর্থনীতির এই খারাপ অবস্থার জন্যে প্রধানমন্ত্রী মোদিকে দোষ দেননি।

তার পরিবর্তে তিনি অভিযোগের আঙুল তুলেছেন ৬ বছর পূর্বে ক্ষমতা থেকে অপসারণ হওয়া ইউপিএ সরকারের প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের দিকে ।

তিনি স্পষ্ট লিখেছেনঃ

“যখন অর্থের দিক থেকে ওলট-পালট হয় তার প্রভাব সঙ্গে সঙ্গে পড়ে না। ক’বছর পর আসলে দেখতে পাওয়া যায় তার প্রভাব। সেজন্যে কেবল মোদি সরকারকে অর্থনৈতিক মন্দাবস্থার জন্যে দায়ী করাটা হবে ভুল। বিমুদ্রাকরণ বা জিএসটি অস্থায়ীভাবে প্রভাব ফেলতে পারে। কিন্তু একে অর্থনৈতিক মন্দাবস্থার জন্যে দায়ী করব না।”

বিজন দাসের পুত্র ( সারেগামাপা লিটল চ্যাম্প’এ অংশ নিয়েছিল) বিবেক দাসের জন্যে কিছু করে যেতে পারলেন না বলে আক্ষেপ করেন। ছেলের গায়ক হবার স্বপ্ন যেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পূরণ করেন, সে অনুরোধ জানিয়ে জীবনের অন্তিম সিদ্ধান্তটি নিয়েই নিলেন বিজনবাবু।

বিজন দাস নিজের অন্ত্যেষ্টিকার্যের জন্যে ১৫০০ টাকা রেখে গেছিলেন। সে কথাও লেখা ছিল নোটে।

পুলিশ ইতিমধ্যে অসমে থাকা তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে বলা জানা গেছে।

 

 

 

 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

6 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

7 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago