অসম

চলে গেলেন বরাক উপত্যকার বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী মন্মথ নাথ

কাছাড় জেলার কাটিগড়ার জালালপুরের বাসিন্দা মন্মথ নাথ গত শনিবার রাত ১টা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রেখে গিয়েছেন স্ত্রী, তিন ছেলে, দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণমুগ্ধ সহ ছাত্র-ছাত্রীরা।

মন্মথ নাথ ছিলেন জলালপুর এম ভি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে গোটা জালালপুর- কাটিগড়া সহ বিভিন্ন মহলে।

রবিবার ভোর হতেই তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ে চারিদিকে। তাঁর মৃত্যুর খবর শুনে অনেকেই বাক্যহারা হয়ে পড়েন। কাটিগড়া সহ জলালপুর এলাকার হিন্দু-মুসলিমরা দলে দলে প্রয়াতের বাড়িতে এসে তাঁকে শেষ শ্রদ্ধা জানান।

১৯৩৮ সালে তাঁর জন্ম নিজজলালপুরে। পিতা মুকুন্দ নাথ। মন্মথ নাথের শিক্ষকতার শুরু নাতানপুর এল পি স্কুল থেকে।

তিনি পিরনগর সহ বিভিন্ন প্রাথমিক স্কুলে নিষ্ঠার সঙ্গে শিক্ষকতার দায়িত্ব পালন করলেও শেষ বেলায় দীর্ঘদিন জলালপুর এমভি স্কুলে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন। আর ওই স্কুল থেকেই ১৯৯৫ সালে অবসর গ্রহণ করেন।

তাঁর অসংখ্য ছাত্রছাত্রীদের দেশ-বিদেশে সুনামের সঙ্গে বিভিন্ন পেশায় ছড়িয়ে রয়েছেন। মন্মথ নাথের এক ছাত্র ফজলুর রহমান লস্কর (এসিএস)। যিনি হাইলাকান্দির প্রাক্তন এডিসি এবং বর্তমানে রাজ্য সচিবালয়ে সচিবালয় প্রশাসন বিভাগের (এসএডি) যুগ্ম সচিব পদে কর্মরত।

অত্যন্ত নম্র, ভদ্র, অমায়িক ব্যবহারের মন্মথ নাথ একজন সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক ছিলেন। ছিলেন প্রকৃত সমাজসেবীও। জলালপুর এমভি স্কুল ও জলালপুর হাইস্কুলের ভুমিদান করেছিলেন তিনি। তাঁর অতুলীয় অবদান অবিস্মরণীয়। এলাকার সর্বস্তরের নাগরিক তাঁর মৃত্যুতে শোকের মুহ্যমান।

মন্মথ নাথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তাঁর “অতিপ্রিয়” ছাত্র এসিএস আধিকারিক ফজলুর রহমান লস্কর।

গুয়াহাটি থেকে এক শোক বার্তায় লস্কর জানিয়েছেন, তাঁর মা-বাবার ঠিক পরের স্থান ছিল মন্মথ নাথের। নিজের ছেলের মত করে দেখতেন তাকে। মন্মথ নাথ তাঁর আদর্শ শিক্ষাগুরু। তাঁর প্রয়াণে তিনি বাক্যহারা। এ ধরনের শিক্ষককে হারিয়ে তিনি নিজের পিতা-মাতাকে হারিয়েছেন বলে মনে করেন।

শিক্ষা জগতের ইতিহাসে তিনি স্বর্ণাক্ষরে লেখা থাকবেন বলে মন্তব্য করে ফজলুর রহমান লস্কর জানিয়েছেন, জলালপুর এলাকায় একটি সড়কের নাম মন্মথ নাথের নামে রাখা জলালপুর হাইস্কুল মন্মথ নাথের নামে রাখতে তিনি যাবতীয় প্রচেষ্টা চালাবেন। এ ব্যাপারে কাছাড়ের জেলা প্রশাসনের সঙ্গে কথা বলবেন তিনি।

মন্মথ নাথের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জলালপুর এম ভি স্কুল ও জলালপুর হাইস্কুলের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী সহ অন্যান্যরা।

অমলেন্দু মালাকার

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

6 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

7 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

7 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago