অসমের বন্য প্ৰাণীদের সেবায় দীর্ঘ ২০ বছর পার করলো CWRC

গুয়াহাটি: ভারতের বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসনের ক্ষেত্রে একটি সুপরিচিত নাম হচ্ছে বন্যপ্রাণী পুনর্বাসন ও সংরক্ষণ কেন্দ্র (Centre for Wildlife Rehabilitation and Conservation) সংক্ষেপে CWRC । গত ২০ বছর ধরে অসম এবং রাজ্যের বাইরের বন্যপ্রাণীদের চিকিৎসা এবং স্বাস্থ্যের যত্ন করে প্ৰাণীদের সংরক্ষণ এবং তাদের জঙ্গলে ছেড়ে আসার কাজ করছে CWRC র দল। 

বিভিন্ন কারণে পথভ্ৰষ্ট হওয়া বন্য প্রাণীদের জরুরী স্বাস্থ্য যত্ন, চিকিত্সা এবং পুনর্বাসনের লক্ষ্যে ২০০২ সালের ২৮শে আগস্ট অসমের কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এবং টাইগার রিজার্ভের কাছে পানবাড়িতে CWRC প্রতিষ্ঠিত হয়েছিল।

অসমের বন বিভাগ, ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া (WTI) এবং প্রাণী কল্যাণের জন্য আন্তর্জাতিক তহবিল (International Fund for Animal Welfare অর্থাৎ IFAW)-এর যৌথ উদ্যোগের ফসল CWRC। 

গোটা দেশে CWRC এমন একটি সংগঠন যা এখনও পর্যন্ত হাতি, চিতাবাঘ, গণ্ডার, বাঘ, ক্লাউডেড লিওপার্ডস, কালো ভাল্লুক, বুনো মহিষ ছাড়াও বিভিন্ন প্রজাতির বন্য প্ৰাণী ও জন্তুর সংরক্ষণের সুবিধা ব্যবস্থা করেছে।  

সংগঠনটি প্রতিষ্ঠার পর থেকে ৭৩৯৭ টি প্রাণীর সংরক্ষণ এবং স্বাস্থ্য পরিষেবা দিয়েছে। যার মধ্যে ৪ হাজার ৪৯০ টি (৬৫%) প্ৰাণী (CWRC) সিডব্লিউআরসি-তে যথাযথ স্বাস্থ্যের যত্ন এবং চিকিত্সার পরে ফের বনে পাঠিয়ে দিতে পেরেছে। 

 এই সময়ে CWRC ৩৫৭টি প্রজাতির প্ৰাণীর যত্ন এবং পরিচালনা করেছে।

বর্তমানে CWRC এর মোবাইল ভেটেরিনারি সার্ভিস (MVS) নামে দুটি স্যাটেলাইট সুবিধা রয়েছে। এগুলি পূর্ব অসমে গুইজান, তিনসুকিয়ার ডিব্রুশইখোয়া জাতীয় উদ্যান (DibruSaikhowa National Park) এবং পশ্চিম অসমের চরাইখোলা, চক্রশিলা ডব্লিউএলএস-এ রয়েছে।

গত বিশ বছর ধরে অসমে চমৎকার পরিষেবার জন্য আইএফএস, প্রিন্সিপাল চিফ কনজারভেটর অফ ফরেস্ট অ্যান্ড এইচওএফএফ এবং চিফ ওয়াইল্ডলাইফ ওয়ার্ডেন এম কে যাদব CWRC-র দলকে অভিনন্দন জানিয়েছেন।

তিনি বলেন, “CWRC এখন অসমে বন্যপ্রাণী সংরক্ষণ এবং এর প্রয়োজনীয়তার ক্ষেত্রে একটি মডেল হয়ে উঠেছে। বিশেষ করে কাজিরাঙ্গায় বন্যার সময় টিম CWRC- অক্লান্ত পরিষেবার মাধ্যমে অনেক আহত, অনাথ এবং বন্য প্রাণীকে বাঁচাতে পেরেছে । আমি আশা করি অসম বন বিভাগ এবং ওয়াইল্ডলাইফ ট্রাস্ট ইন্ডিয়ার দল আগামী দিনগুলিতেও অসমের বন্যপ্রাণীদের আরও শক্তসামর্থভাবে সেবা করতে সক্ষম হবে।”

সিডব্লিউআরসি অসমে উদ্ধার করা গন্ডার এবং হাস্তি শাবকদের পুনর্বাসন করছে।

২০০৬  সালে, প্রথম গন্ডারের শাবককে মানস জাতীয় উদ্যানে পুনর্বাসন করা হয়েছিল। এইভাবে ৯০য়ের দশকের শেষের দিকে এবং ২০০০ সালের প্রথম দিকে যে সময় গণ্ডারের সমস্ত জনসংখ্যা মরে গিয়েছিল ঠিক সেই ক্ৰাইসিসের সময় প্রথম গন্ডারের শাবককে মানস জাতীয় উদ্যানে পুনর্বাসন করা হয়েছিল। এখন পর্যন্ত মানস জাতীয় উদ্যানে CWRC থেকে ২১ টি গন্ডারের শাবক পুনর্বাসন করা হয়েছে। মানসে এই পুনর্বাসিত গন্ডারের থেকে পরবর্তীকালে ১১টি বাছুর জন্ম নিয়েছে।

CWRCর দল সফলভাবে গন্ডার সংরক্ষণ এবং পুনর্বাসনের চেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পেরেছে। একইভাবে অসমের বিভিন্ন জায়গায় বিভিন্ন পরিস্থিতিতে হস্তিশাবকদের ধরে পরে তাদের যত্ন সহকারে স্বাস্থ্য চিকিৎসা করার পর  পরবর্তীতে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। 

এখনও পর্যন্ত CWRCর দল উদ্ধার করা ২৯টি হস্তিশাবককে মানস জাতীয় উদ্যানে পুনর্বাসন করেছে। যার মধ্যে ১২টি হাতির শাবককে (৪১ শতাংশ) জঙ্গলে ছাড়া যেতে পারে।  

এর আগে CWRC উদ্ধার করা এশিয়াটিক ব্ল্যাক বিয়ার শাবকদেরও পুনর্বাসন করেছে।গোটা বিশ্বে এই প্ৰথম CWRCর দল ক্লাউডেড লিওপার্ডের শাবক উদ্ধার করে ফের সফলভাবে পুনর্বাসন করেছে। সংগঠনটির এই প্ৰচেষ্টা সবচেয়ে বেশ আলোচিত হয়েছে। 

ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বিবেক মেনন, যিনি এই অগ্রগামী কেন্দ্র প্রতিষ্ঠায় ভূমিকা রেখেছেন বলেছেন, “কেন্দ্র দেখিয়েছে যে কীভাবে সুশীল সমাজ (WTI এবং IFAW) এবং সরকার ভারতে শীর্ষ বিজ্ঞান এবং পুনর্বাসন পদ্ধতি নিয়ে আসতে মিলিতভাবে কাজ করতে পারে৷ WTI ভারতে বন্যপ্রাণী সংরক্ষণের ক্ষেত্রে CWRC-কে একটি উৎকর্ষ কেন্দ্র হিসেবে তুলে ধরতে প্রতিশ্রুতিবদ্ধ।

আন্তর্জাতিক প্রাণী কল্যাণ তহবিল (International Fund for Animal Welfare সংক্ষেপে IFAW)-এর প্রেসিডেন্ট এবং সিইও আজেদাইন ডউনস বলেন, “আইএফএডব্লিউ বিগত ২০ বছর ধরে CWRC-এর গর্বিত এবং বিশ্বস্ত অংশীদার। আমরা একসাথে অনেক প্রাণীকে উদ্ধার করেছি, পুনর্বাসন করেছি এবং ফের জঙ্গলে ছেড়ে দিয়েছি এবং WTI এবং অসম বন বিভাগের সংরক্ষণের মধ্যমে তাদের একটি নিরাপদ আশ্ৰয় দিয়েছি। প্রতিবারই আমি CWRC পরিদর্শন করি, সেখানে কাজ হচ্ছে দেখে আমি রোমাঞ্চিত হই। আমি দলটিকে তাদের চমৎকার প্রাণী উদ্ধার কাজের জন্য অভিনন্দন জানাই এবং আরও বহু বছর কার্যকর সহযোগিতার মাধ্যমে মিলিতভাবে কাজ হবে বলে আশা করছি।”

ডিউক এবং ডাচেস অফ কেমব্রিজ প্রিন্স উইলিয়াম এবং কেট মিডলটন ২০১৬ সালে CWRC পরিদর্শন করেছিলেন এবং অসমের পানবাড়ি, বোকাখাতে CWRC টিমের সাথে দারুন সময় কাটিয়েছিলেন।

কাজিরাঙ্গা জাতীয় উদ্যান এবং টাইগার রিজার্ভ-এর ডিরেক্টর যতীন্দ্র শর্মা, যিনি CWRC-র প্রজেক্ট লিডারও, বলেছেন, “আমি জেনে খুবই খুশি যে CWRC গত দীর্ঘ ২০ বছর ধরে অসমের বন্যপ্রাণীদের সেবায় নিয়োজিত রয়েছে। আমরা ওয়াইল্ডলাইফ ট্রাস্ট অফ ইন্ডিয়া এবং টিম সিডব্লিউআরসিকে কাজিরাঙ্গা এবং তার বাইরে আহত দুর্দশাগ্রস্ত প্রাণীদের বাঁচানোর জন্য তাদের নিঃস্বার্থ সেবার জন্য অত্যন্ত কৃতজ্ঞ।”

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

4 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

5 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

5 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

6 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

6 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

7 days ago