অসম

করোনা ত্রাসঃ শিলচরের হোটেলে রাত্রিযাপন করতে দেওয়া হলো না কোভিড-১৯ নেগেটিভ স্প্যানিশ সাইক্লিস্টকে!

করোনা আতংক চারদিকে। কোভিড-১৯ নেগেটিভ মানুষকেও কেউ বিশ্বাস করতে চাইছে না। পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছে।

এমনই কাণ্ড ঘটেছে সুদূর স্পেন থেকে সাইক্লিং করে ভারতের অসমে উপস্থিত হওয়া পাবলো আলবার্তো ফার্নান্ডেজ গার্সিয়ার।

যে রাজ্যবাসী তাঁকে মাথায় তুলে নাচছিল, সেই তাঁরাই তাঁকে রাত্রিবাসের জন্যে শিলচরের হোটেলে জায়গা করে দিল না।

যদিও পাবলো গুয়াহাটিতে করোনা টেস্ট করিয়েছিলেন, এবং ফলাফল নেগেটিভ এসেছিল।

গুয়াহাটি থেকে মেঘালয় হয়ে শিলচরে পৌঁছান তিনি। কিন্তু রাত্রিবাস কোথায় করবেন?

শেষপর্যন্ত শিলচর সদর থানায় প্রার্থনা জানান। যে শুধু একটি রাত তিনি যাপন করবেন শিলচরে। পরদিনই রওয়ানা হচ্ছেন স্বভাব অনুযায়ী মণিপুরের দিকে।

শেষমেশ তাঁকে সার্কিট হাউসে জায়গা করে দেওয়া হয়।

২০১৯ সালের পয়লা মে তিনি সাইকেলে চড়ে বিশ্বভ্রমণে বেরিয়েছেন। অধীর আগ্রহে তিনি দেশের মানুষকে জানতে চান দ্বিতীয়ত প্রত্যেক শহর দূষণমুক্ত করার জন্যে যে সাইকেলের কতটা উপযোগিতা রয়েছে, সে বিষয়ে দেশের মানুষকে সজাগ করতে চান।

এদিকে করোনা প্রতিরোধে সতর্ক সারা বিশ্ব।

স্প্যানিশ সাইক্লিস্টের জন্যে ভারত-মায়ানমার সীমান্তে কী অপেক্ষা করছে, সেটাই ভাবাচ্ছে এখন। কারণ আন্তর্জাতিক সীমান্ত বন্ধ।

এছাড়া আজ ১৩ মার্চ থেকে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কয়েকটি বিশেষ ক্যাটাগরির বাইরে বিশ্বের সব দেশের নাগরিকদের ভিসা স্থগিত করেছে ভারত সরকার।

বুধবার ভারতের স্বাস্থ্যমন্ত্রী ডা. হর্ষবর্ধনের নেতৃত্বে মন্ত্রীদের বৈঠকের পর সন্ধ্যায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

আগামি ১৫ এপ্রিল পর্যন্ত ভারতে সব ভিসা স্থগিত করা হবে। এটি কার্যকর হবে ১৩ মার্চ রাত ১২টা থেকে।

তবে কূটনৈতিক, অফিসিয়াল, জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রকল্প ভিসা এই আদেশের বাইরে থাকবে বলে জানিয়েছে ভারত।

এছাড়া নয়া দিল্লিতে আগামি ৩১ মার্চ পর্যন্ত স্কুল এবং সিনেমা হল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago