Categories: অসম

Congress seek CBI probe into 7 graft charges against Assam CM, wife Riniki : Assamএর মুখ্যমন্ত্রী এবং তাঁর স্ত্রীর বিরুদ্ধে ৭টি দুর্নীতির অভিযোগ এনে CBI তদন্তের দাবি Congressএর

 নয়াদিল্লি: Assamএর মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং তাঁর স্ত্রী রিনিকি ভূঁইঞা শর্মার বিরুদ্ধে সাতটি দুর্নীতির অভিযোগ তুলল কংগ্ৰেস। তদন্তের জন্য বিরোধী দল কংগ্রেস CBI কে একটি চিঠি পাঠিয়েছে। বিষয়টি নিয়ে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ দেখিয়েছেন কংগ্ৰেসের নেতারা। বিক্ষোভের পর অসম কংগ্ৰেস কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে একটি স্মারকলিপিও পেশ করেছে।

প্ৰদেশ কংগ্ৰেস কমিটির (PCC) প্ৰধান ভূপেন বরা সমেত অসমের শীর্ষস্থানীয় দলের নেতারা এই বিক্ষোভে যোগ দিয়েছেন। অসমের AICC in-charge জিতেন্দ্র সিংও বিক্ষোভে উপস্থিত ছিলেন।

বিক্ষোভে AICC সাধারণ সম্পাদক প্ৰতিবাদ জানিয়ে জয়রাম রমেশ বলেন- “অসমের আমার সহকর্মীরা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ৭টি সুনির্দিষ্ট মামলায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন। হিমন্ত বিশ্ব শর্মাকে গ্রেট বিজেপি ওয়াশিং মেশিন দ্বারা আশীর্বাদ করা হয়েছে, কিন্তু তাঁর বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাচ্ছে। সিবিআইকে কি তার কাজ করতে দেওয়া হবে?,”

CBI-এর কাছে জমা দেওয়া স্মারকলিপিতে বলা হয়েছে, – Assam প্রদেশ Congress committee নিম্নলিখিত গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দৃষ্টি আকর্ষণ করতে চায়। সিবিআই দিয়ে অবিলম্বে তদন্ত করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। 

বিরোধী দল কংগ্ৰেসের আরও দাবি- সম্প্ৰতি উত্তর গুয়াহাটির আমিনগাঁওতে Vandya International School মুখ্যমন্ত্রীর স্ত্রী রিনিকি ভূঁইঞা শর্মা উদ্বোধন করেছেন। এই স্কুলের প্রতিষ্ঠাতা অসমের মুখ্যমন্ত্রী। একজন ব্যক্তি রাজ্যের মুখ্যমন্ত্ৰী হয়ে  কীভাবে একটি আন্তর্জাতিক স্কুল চালাতে পারেন? প্ৰশ্ন তুলেছে কংগ্রেস। 

কংগ্ৰেস দ্বিতীয় যে ইস্যুটি উত্থাপন করেছে তা হল একটি প্রাইভেট কোম্পানি – RBS Realtorsনিয়ে। দলের অভিযোগ- অসমের মুখ্যমন্ত্রীর পরিবারের অধীনে অনেক সংস্থা এবং সংস্থাগুলিতে হিসাববিহীন অর্থ স্থানান্তর করেছে।

কোম্পানির সর্বকালের পরিচালক অশোক ধানুকাও ঝাড়খণ্ডের বিধায়ক কেনা ব্যবসার মামলায় জড়িত বলে অভিযোগ করেছে। দলের দাবি,  কলকাতার RBS Realtor যে লেনদেন করেছে তা সিবিআই দ্বারা তদন্ত করা উচিত। 

কংগ্ৰেসের তৃতীয় দাবিটি হচ্ছে মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যদের বিরুদ্ধে জমি সংক্ৰান্ত দুর্নীতির অভিযোগ, রাজ্যের সবচেয়ে বড় জমি দুর্নীতির একটি হচ্ছে (২৯ বিঘা এবং ৯ লেচা), সেই দুর্নীতিতে খোদ মুখ্যমন্ত্রী জড়িত ছিলেন বলে কংগ্ৰেসের অভিযোগ রয়েছে। APCC-J অসম প্রদেশ কংগ্রেস কমিটির দাবি, সরকারকে অবশ্যই CBI দিয়ে জমি দুর্নীতির তদন্ত  করতে হবে। 

কংগ্রেস আরেকটি অভিযোগ তুলেছে, সেটি হল অসমের সিল্ক ও মুগা শিল্পে অসমিয়া তাঁত শিল্পীদের “প্রতারণা” করা হয়েছে।  “গোল্ডেন থ্রেড কোম্পানি” নামে একটি সংস্থা তাঁতীদের কাছ থেকে সস্তা দামে সমস্ত সিল্ক এবং মুগা ক্রয় করছে এবং খুব বেশি দামে বিক্রি করছে। 

COVID-19 মহামারী চলাকালীন রাজ্য সরকার কর্তৃক বিপুল পরিমাণ PPE কিট কেনার তদন্তেরও দাবি করেছে। তাতে অভিযোগ করা হয়েছে যে সমস্ত সামগ্ৰীগুলি লেনদেনে নির্ধারিত নিয়ম এবং নির্দেশিকা লঙ্ঘন করা হয়েছে।

দুর্নীতির সঙ্গে জড়িতদের গ্রেফতার করে কেন্দ্ৰীয় সরকারের কাছে উচিত শাস্তির দাবি করেছে কংগ্ৰেস। 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

11 hours ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 day ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 day ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 days ago