অসম

ইস্যু CAA বিরোধিতাঃ অসমে শিক্ষক বহিষ্কার, জার্মান ছাত্রকে দেশছাড়া, এবার নরওয়ের পর্যটককে ভারতছাড়া করা হলো

ইস্যুঃ সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধি প্রতিবাদ।

১/ চাকুরি থেকে বরখাস্ত হলেন অসমিয়া শিক্ষিকা নন্দিতা বরা।

২/ আইআইটি মাদ্রাজের (IIT Madras) এক জার্মান পড়ুয়া জ্যাকব লিন্ডেথাল সোমবার ফেরত ভারত থেকে পাঠানো হয়েছে আমস্টারডামে।

তিনি নাগরিকত্ব আইন (Citizenship Act) বিরোধী আন্দোলনে যোগ দিয়েছিলেন মানবতার খাতিরে। জানিয়েছেন সংবাদ মাধ্যমে।

৩/ এবার নরওয়ের এক মহিলা পর্যটককে নিজস্ব দেশে ফেরত পাঠানো হয়েছে। তিনি কোন আন্দোলনে অংশ নেয়া নয়, সোশ্যাল মিডিয়ায় নাগরিকত্ব সংশোধনী আইন এবং নাগরিকপঞ্জির বিরোধি আন্দোলনের ছবি পোস্ট করেছিলেন।

এই ঘটনার পর পরই আজ শুক্রবার সকালে কোচিতে মহিলার হোটেলে উপস্থিত হয়েছে বিদেশি নাম নথিভুক্তকরণ দপ্তরের (FRRO) এক আধিকারিক।

FRRO-র পক্ষ থেকে জানানো হয়েছে  এই পর্যটক ভিসার নিয়ম ভেঙেছেন। তাই তাঁর বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়া হয়েছে।

উক্ত নরওয়ের মহিলা জ্যানে মেত্তে জোহানশেন ফের ফেসবুকে একখানা পোস্ট দিয়ে লিখেছেন, “আজ সকালে আমার হোটেলে FRRO-এর এক আধিকারিক হাজির হন। তিনি আমাকে এখনই দেশ ছাড়তে বলেন। অন্যথায় আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন। আমি লিখিত নথি দিতে বলি। কিন্তু তিনি সাফ জানিয়ে দেন, কোনও লিখিত নথি দেওয়া হবে না।”


উপায় না পেয়ে দুবাই পর্যন্ত বিমানের টিকিট কেটে ফেলেন। সেখান থেকে সুইডেনের বিমান ধরবেন। ফেসবুকে সকল ভারতীয় বন্ধুদের তিনি ধন্যবাদ জানিয়েছেন।

উল্লেখযোগ্য যে, নয়া সংশোধিত নাগরিকত্ব আইনে বলা হয়েছে, বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তান থেকে হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, জৈন ধর্মাবলম্বী লোকেরা যারা সে দেশে ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন, তাঁদের নাগরিকত্ব প্রদান করা হবে। এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এও জানিয়েছেন স্পষ্টভাবে ভারতীয় মুসলমানদের কোন ভয় নেই।

এদিকে, হিংসাত্মক এবং উসকানিমূলক কোনরকম বার্তা প্রদান করায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের অসম সরকারের রোষানলে সরকারি কর্মচারীরা, অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার, রাজ্যের প্রতিটি জেলার শিক্ষা আধিকারিকদের অসম প্রাথমিক শিক্ষা সঞ্চালকালয়ের পক্ষ থেকে একটি নির্দেশ প্রেরণ করা হয়েছে।

্নির্দেশানুযায়ী, বর্তমান সময়ে বহু ব্যবহৃত ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনষ্টাগ্রাম প্রভৃতি সোশ্যাল মিডিয়ায় শিক্ষা বিভাগের আধিকারিক এবং শিক্ষক অথবা ঠিকাভিত্তিক সরকারি কর্মচারি রাজনৈতিক কার্যে জড়িত হন, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় অনুশাসনমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

12 hours ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 day ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

2 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

3 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 days ago