অসম

শিক্ষার অধিকার আইন লঙ্ঘন! বাতিল হওয়ার পথে হাইলাকান্দি ব্লু ফ্লাওয়ার স্কুলের স্বীকৃতি

বাতিল হওয়ার পথে হাইলাকান্দি জেলার ঐতিহ্যবাহী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্লু ফ্লাওয়ার ইংরেজি মাধ্যম স্কুলের অনুমোদন। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের নিয়ে সড়ক অবরোধ করে বিপদে প্রিন্সিপাল সহ বিদ্যালয় কর্তৃপক্ষ। স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি স্কুলের অনুমতি, স্বীকৃতি, অনুমোদন, সার্টিফিকেট প্রভৃতি বাতিল করতে রাজ্যের মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়ুক্ত-সচিবকে চিঠি জেলা শাসকের।

বেহাল অবস্থায় থাকা হাইলাকান্দি শহরের রবীন্দ্র সরণি থেকে এস কে রায় হাসপাতাল পর্যন্ত রাস্তার মেরামতির দাবিতে গত ৯ জুলাই স্থানীয় ব্লু ফ্লাওয়ার্স ইংরাজি মাধ্যম বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা করেছিল সড়ক অবরোধ। কিন্তু এই অবরোধের পরিপ্রেক্ষিতে এখন অনুমোদন হারানোর পথে বিদ্যালয় কর্তৃপক্ষ । হাইলাকান্দির জেলাশাসক কীর্তি জল্লি রাজ্যের মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়ুক্ত-সচিবকে এই বিদ্যালয়ের অনুমোদন বাতিলের দাবিতে ইতিমধ্যেই একটি চিঠি পাঠিয়েছেন।

এই চিঠিতে জেলাশাসক কীর্তি জল্লি উল্লেখ করেছেন, গত ৯ জুলাই প্রচণ্ড বৃষ্টির মধ্যে হাইলাকান্দি শহরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ব্লু ফ্লাওয়ার ইংরেজি মাধ্যম এইচএস স্কুলের ছাত্র-ছাত্রীরা রবীন্দ্র সরণিতে সড়ক অবরোধ করে। সড়কটির অবস্থা বেহাল হওয়ার দরুণ ওই স্কুলের একাংশ পড়ুয়ারা স্কুলের পোষাক পরিধান করে সড়কটিতে অবরোধ গড়ে তোলে। এতে ইন্ধন জুগিয়েছিলেন স্কুলের অধ্যক্ষ সহ একাংশ শিক্ষকরা। তার কাছে ভিডিও ফুটেজ রয়েছে। আর এই ফুটেজে স্পষ্ট ধরা পড়েছে যে অধ্যক্ষ সহ একাংশ শিক্ষক ছাত্র-ছাত্রীদের মদত দিয়েছেন সড়ক অবরোধে। এতে প্রচণ্ড বৃষ্টির মধ্যে সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়।

জেলা প্রশাসনের পক্ষ থেকে ম্যাজিসেট্রট ত্রিদীপ রায় ঘটনাস্থলে গেলে সড়ক অবরোধ প্রত্যাহার করে নিতে বললে অধ্যক্ষ তা’ প্রত্যাখ্যান করে উল্টো ছাত্র-ছাত্রীদের ইন্ধন জুগিয়েছিলেন। আর বর্তমানে বিভিন্ন রোগের প্রাদুর্ভাব থাকায় কচিকাঁচা ছাত্র-ছাত্রীদের বৃষ্টিতে ভিজে নানা রোগের লক্ষণ দেখা দিতে পারে ম্যাজিসেট্রট রায় একথা বলার পরেও অধ্যক্ষ সহ শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের সড়ক অবরোধ প্রত্যাহার করতে বলেন নি।

অন্যদিকে, এই স্কুলে ছাত্র ছাত্রীদের এ ধরনের আন্দোলনে শিক্ষার অধিকার আইন লঙ্ঘন করা হয়েছে। এছাড়াও, জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রোটেকশন অব চিল্ড্রেন) অ্যাক্টের (২০১৫) ৭৫ নম্বর ধারায় ছাত্র-ছাত্রীদের নিয়ে কোনও ধরণের আন্দোলন করা, ভয়ভীতি প্রদর্শন করা সহ ছাত্র-ছাত্রীদের অধ্যয়নে বাধা সৃষ্টি করা নিয়ে কঠোর নির্দেশিকা রয়েছে। আর এসব লঙ্ঘন করে ওই স্কুলের অধ্যক্ষ সহ একাংশ শিক্ষকরা ছাত্র-ছাত্রীদের সড়ক অবরোধের মদত দিয়েছেন।

এর প্রেক্ষিতে ব্লু ফ্লাওয়ার ইংরেজি মাধ্যম এইচএস স্কুলের অধ্যক্ষের বিরুদ্ধে শোকজ নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু অধ্যক্ষকে শোকজ নোটিশ পাঠানো হলেও অধ্যক্ষ নোটিশের জবাব না দিয়ে “স্কুলের প্রশাসক” যে জবাব লিখে দিয়েছেন এতে শোকজ নোটিশের সন্তোষজনক উত্তর পাওয়া যায় নি।

মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়ুক্ত-সচিবকে পাঠানো চিঠিতে ওই স্কুলের অধ্যক্ষকে “মিসিং” উল্লেখ করে তাঁর বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে বলেও জেলাশাসক উল্লেখ করেছেন।

ফলে ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সেদিকে লক্ষ্য রেখে ব্লু ফ্লাওয়ার ইংরেজি মাধ্যম এইচএস স্কুলের অধ্যক্ষ সহ একাংশ শিক্ষকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ ওই স্কুলের অনুমতি, স্বীকৃতি, অনুমোদন ও শংসাপত্র বাতিল করতে মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়ুক্ত-সচিবের কাছে ১২ জুলাই চিঠি পাঠিয়েছেন হাইলাকান্দি জেলাশাসক কীর্তি জল্লি।

চিঠির প্রতিলিপি শিক্ষা মন্ত্রীর সচিব, মাধ্যমিক শিক্ষা বিভাগের সঞ্চালক, মাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান ও হাইলাকান্দির বিদ্যালয়সমূহের পরিদর্শককে পাঠিয়েছেন জেলাশাসক কীর্তি জল্লি।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

4 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

4 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

5 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

5 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

6 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

6 days ago