কলকাতা:কামরাঙার কথা আসলেই জীবনানন্দ দাশের কবিতার লাইন মনে পড়ে। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো।
আসলে গ্রাম বাংলার মানুষের ফলের কোনোদিন অভাব হয়নি। এখন আমাদের ফল কিনে খেতে হয়। কামরাঙার প্রচুর স্বাস্থ্য উপকারিতা।
জণ্ডিসের এক নম্বর ওষুধ কামরাঙা। মানবদেহে কামরাঙ্গা ঔষধির মত কাজ করে।

কামরাঙ্গা আঁশযুক্ত ফল হওয়ায় এটি কোষ্ঠকাঠিন্য রোগের প্রতিকারক হিসেবে কাজ করে।
যাদের হজমের সমস্যা আছে তাদের জন্য এটি বেশ উপকারী ফল।

এই ফল শরীরে ক্ষতিকর কোলেস্টরলের মাত্রা কমায়। ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে।
কামরাঙ্গার জীবাণুনাশক ক্ষমতা আছে যা ত্বকের নানা রকমের জটিলতা যেমন- ব্রণ, ফুসকুড়ি ইত্যাদি দূর করে।
ডায়াবেটিস আজকাল ঘরে ঘরে। এই রোগ আছে তারা নিয়মিত কামরাঙ্গা খেলে উপকার পাবেন।