অসম

Silcharর ঐতিহ্যবাহী আরএমএস ‘এস ‘ ডিভিশন বন্ধ করে দেবার চক্রান্ত চলছে,কোন অবস্থায় মেনে নেবোনা – Barak democratic front

শিলচর: ডাক পরিষেবার ক্ষেত্রে শিলচরের (silchar) বহু পুরোনো এবং ঐতিহ্যবাহী কেন্দ্রীয় সরকারের আর এম এস ‘এস’ ডিভিশনকে উঠিয়ে দেবার চক্রান্ত চলছে। এর প্রতিবাদে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী মাননীয় অশ্বিনি বৈষ্ণবের উদ্দেশ্যে লিখিত একটি স্মারকপত্র আজ শিলচরের ক্লাব রোডস্থিত এই ডিভিশনের কার্যালয়ে গিয়ে বরিষ্ঠ অধীক্ষকের হাতে তুলে দিলেন Barak democratic front এর সদস্যরা।

পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে bdf মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে শিলচরের (silchar) এই আরএমএস ‘এস’ ডিভিশন প্রতিষ্ঠা হয়েছিল স্বাধীনতার আগে এবং তখন সমগ্র উত্তর পূর্ব সহ তৎকালীন অবিভক্ত বাংলার ডাক পরিষেবা নিয়ন্ত্রিত হত এই ঐতিহ্যবাহী কার্যালয় থেকে।

এরপর ১৯৭৫ সালে এই অফিসের নিয়ন্ত্রনাধীন কিছু জেলাকে আলাদা করে গৌহাটিতে (guwahati) অনুরূপ আরেকটি ডিভিশন তৈরি করা হয়। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার নর্থ ইস্ট সার্কেল নামে উত্তর পুর্বে একটি পৃথক ডিভিশন তৈরি করার সিদ্ধান্ত নিয়েছেন।

ইতিমধ্যে agartala ও dimapur এই দুটি স্থান যা silchar ডিভিশনের অধীনে ছিল তা এই প্রস্তাবিত নতুন সার্কেলে সরিয়ে নেবার প্রস্তাব দেওয়া হয়েছে। জয়দীপ বলেন যে আমরা যে সব খবর পাচ্ছি তাতে আশঙ্কা করছি যে শিলচর ডিভিশনের অন্তর্গত অন্যান্য জায়গা যেমন তিনসুকিয়া, অরুণাচল প্রদেশ, যোরহাট,ধর্মনগর ইত্যাদি স্থানের ডাক পরিষেবার দায়িত্বও ধীরে ধীরে এই নতুন সার্কেলে হস্তান্তরিত করা হবে এবং এইভাবে শিলচর থেকে কেন্দ্রীয় সরকারের এই অফিসটি চিরতরে উঠিয়ে দেবার চক্রান্ত করা হচ্ছে।

তিনি বলেন অসমের গৌহাটির (guwahati) বরাক বিরোধী লবি এসবের পেছনে সক্রিয় রয়েছে কারণ তারা চায়না যে বরাকের ছেলেমেয়েরা কোনধরনের সরকারি চাকরি পাক। বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক আরো বলেন যে ডাক বিভাগে চাকরির জন্য যারা স্থানীয় ভাষা জানেন তাদের গুরুত্ব দেবার নিয়ম রয়েছে এবং শিলচরের এই ডিভিশনে স্থায়ী এবং অস্থায়ী মিলিয়ে যেসব কর্মীরা রয়েছেন তাদের অধিকাংশই স্থানীয়।

তাই যদি এই কার্যালয়কে চক্রান্ত করে বন্ধ করে দেওয়া হয় তাহলে বরাকের ছেলেমেয়েদের স্থানীয় চাকরি পাবার সম্ভাবনা আরো সীমিত হয়ে পড়বে। তিনি বলেন এসব কোন অবস্থায় মেনে নেবেনা বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। তাই নতুন ডিভিশনে তাদের আপত্তি নেই কিন্তু তার এখানকার কর্মী বা পদ ইত্যাদি যাতে কোনোভাবেই প্রভাবিত না হয় তা নিশ্চিত করতে হবে সরকারকে ।

অন্যথা এনিয়ে শেষ পর্যন্ত লড়বে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। জয়দীপ এই ব্যাপারে বরাক বাসীর সহযোগিতার আবেদন জানিয়েছেন। এদিনের কর্মসূচিতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় সহ যুবফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত, আহ্বায়ক দেবায়ন দেব, মিডিয়া সেলের আহ্বায়ক হৃষীকেশ দে,হারাধন দত্ত প্রমুখ।

বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক হৃষীকেশ দে।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago