অসম

Assam: দাবি মেনে নিতে মুখ্যমন্ত্রীকে কেবিনেট বৈঠক অবধি সময় সীমা বেঁধে দিল Barak Democratic front

শিলচর: ২৭ শে ফের সর্বদলীয় বৈঠক। গত ১৮ নভেম্বরের সফল বনধ পালনের জন্য আপামর Barak বাসীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানিয়ে সরকারকে বনধের দাবিগুলো মেনে নিয়ে আগামী কেবিনেট বৈঠকে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবার দাবি জানাল barak democratic front।

আজ স্থানীয় পেনসনার্স ভবনে bdf এর ডাকা এক সাংবাদিক সম্মেলনে এই ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে বিডিএফ মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন ১৮ নভেম্বরের ঐতিহাসিক বনধ bdf বা সহযোগী কোন রাজনৈতিক দলের বনধ ছিলনা।

এই বনধ ছিল সম্পুর্ণভাবে জনগণের বনধ। তিনি বলেন এই বনধ ছিল বিগত কয়েক বছর ধরে সরকারের একের পর এক জনবিরোধী নীতির বিরুদ্ধে স্বতস্ফূর্ত প্রতিবাদ।

তিনি বলেন শাসক দলের ঔদ্ধত্য, এনকাউন্টার ও বুলডোজার নীতি,বিগত বন্যায় স্থানীয় নেতাদের ভূমিকা, অনৈতিক পুরকর বৃদ্ধির চক্রান্ত এবং বরাকের কর্মপ্রার্থীদের প্রতি বঞ্চনা এইসব মিলিয়ে জনগণের মধ্যে যে প্রচণ্ড ক্ষোভ রয়েছে তার প্রমান মিলল এই স্বতস্ফুর্ত ও সফল বনধের মাধ্যমে।

তিনি বলেন সরকার যদি এই দেয়াল লিখন পড়তে না পারে তবে অবশ্যই এর মূল্য তাদের চোকাতে হবে। এই প্রসঙ্গে তিনি বলেন যে দুদিন আগে এখানে একটি ইউনানী চিকিৎসালয়ের উদ্বোধন করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল অথচ সেখানেও কোন স্থানীয় নিযুক্তি হয়নি।

যারা এই হাসপাতালের জমি দান করেছিলেন এবং স্থানীয় যারা এখানে নিযুক্তির জন্য আন্দোলন করেছিলেন তাঁদের দাবিকে নস্যাৎ করে ফের যোগ্যতার দোহাই দিয়ে ব্রহ্মপুত্র উপত্যকা থেকে নিয়োগ করে এখানেও পাঠানো হয়েছে।

তিনি বলেন bdf এই ইস্যু সহ বরাক বঞ্চনা নিয়ে যেমন গত তিনবছর ধরে প্রতিবাদ জানাচ্ছে তেমনি আগামীতেও সক্রিয় থাকবে এবং মাঠ ছেড়ে দেবার কোন প্রশ্নই নেই। দমন পীড়ন বা গ্রেফতার করে তাদের কন্ঠরোধ করা যাবেনা।

তিনি তাদের আগামী আন্দোলনে সমগ্র barak বাসী বিশেষতঃ যুবসমাজকে সক্রিয় সহযোগিতার আহ্বান জানিয়েছেন। Bdf মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে এরকম একটি সফল বনধ পালনের পরও বনধের দাবি গুলি নিয়ে সরকারি তরফে এখন অব্দি কোন প্রতিক্রিয়া পাওয়া যায় নি।

তিনি বলেন আগামী ২৯ শে নভেম্বর শিলচরে কেবিনেট বৈঠক অনুষ্ঠিত হবে। তাঁরা আশাবাদী যে এই বৈঠকে মুখ্যমন্ত্রী তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে Barak থেকে অন্ততঃ ১০০০ চাকরির নিশ্চয়তা দেবেন।

তিনি বলেন যে যদি এসব চাকরি বিজেপি দলের ক্যাডারদের দেওয়া হয়,তাতেও আপত্তি নেই। কিন্তু এখানকার স্থানীয় চতুর্থ ও তৃতীয় শ্রেণীর পদে স্থানীয়দের নিযুক্তি দিতেই হবে।

এছাড়া নেডার সভাপতি হিসেবে আসামের মুখ্যমন্ত্রীকে মেঘালয়ের মুখ্যমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা ক্রমে মেঘালয় সহ উত্তর পুর্বের বিভিন্ন রাজ্যে অনুপজাতি নির্যাতন বন্ধে সক্রিয় ভূমিকা নিতে হবে,প্রশাসনিক জটিলতা থেকে মুক্ত করতে হবে barak র সুপারি বাণিজ্য। যদি ২৯ শে নভেম্বর অবধি এইসব ব্যাপারে সরকারের তরফে ইতিবাচক কোন সাড়া না মেলে তবে অবশ্যই বিডিএফ পরবর্তী আন্দোলন কর্মসূচির সিদ্ধান্ত নেবে।

এই নিয়ে আলোচনার জন্য আগামী ২৭ শে নভেম্বর বিডিএফ একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হচ্ছে বলে জানান তিনি। বিডিএফ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক খাইদেম কান্ত সিং এদিন ১৮ নভেম্বরের বনধকে সফল করার জন্য সমগ্র Barak বাসীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন যে সরকার যদি দাবি করে যে এই নিয়োগ প্রক্রিয়া সঠিক হয়েছে তবে দুটো ব্যাপারে উদ্যোগ নিক।

প্রথমতঃ বরাকের তিন জেলার মনোনীত প্রার্থী তালিকা প্রাপ্ত নম্বর সহ প্রকাশ করুক। দ্বিতীয়তঃ gauhati হাইকোর্টের কোন নিরপেক্ষ বিচারককে দিয়ে বরাকের কর্মপ্রার্থীদের উত্তর পত্র আবার যাচাই করার ব্যাবস্থা নিক। তাহলেই আসল সত্য বেরিয়ে আসবে।

এছাড়া মেঘালয় তথা উত্তর পূর্বে অনুপজাতিদের নিরাপত্তার ব্যাপারে অবিলম্বে কেন্দ্রীয় সরকারের তরফে বিবৃতি দিতে হবে বলে দাবি জানান তিনি। বিডিএফ এর আরেক আহ্বায়ক আইনুল হক মজুমদার বলেন যে মুখ্যমন্ত্রী বলেছেন যে বীর লাচিত নিয়ে বরাক থেকে লক্ষাধিক রচনা পাঠানো হয়েছে।

তিনি বলেন বরাকের মানুষ যে আসামের ইতিহাস,সংস্কৃতি নিয়ে যথেষ্ট ওয়াকিবহাল এটা তারই প্রমাণ। তিনি বলেন ভূপেন হাজারিকাকেও আসাম তথা পশ্চিম বঙ্গের বাঙালি এরকমই আপন করে নিয়েছে।

তিনি অসমের গৌহাটিতে বীর লাচিতের পাশাপাশি জাতীয় বীর নেতাজি সুভাষচন্দ্র ও জাতীয় কবি রবীন্দ্রনাথের মূর্তি প্রতিষ্ঠার আবেদন জানিয়েছেন। বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক হৃষীকেশ দে।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

6 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

7 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

7 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago