অসম

যৌথ সভায় BDFর ডাকা ১৮ নভেম্বরের প্রস্তাবিত Barak বনধ কর্মসূচিকে সক্রিয় সহযোগিতার আশ্বাস বিভিন্ন সংগঠনের

শিলচর: অসমের (assam) বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট (Barak democratic front) এর ডাকা আগামী ২৮ নভেম্বরের বরাক বনধকে সফল করে তুলতে বিভিন্ন দল, সংগঠনের প্রতিনিধিদের সুচিন্তিত মতামত ও পরামর্শের ভিত্তিতে পরিকল্পনা গ্রহণের লক্ষ্যে শিলচর (silchar) পেনসনার্স ভবনে একটি যৌথ সভার আয়োজন করা হয়।

এতে এই প্রস্তাবিত Barak বনধ কর্মসূচিকে সক্রিয় সহযোগিতার আশ্বাস দিলেন এদিনের সভায় উপস্থিত সমস্ত দল সংগঠনের প্রতিনিধিরা।

সিপিআই দলের বর্ষীয়ান নেতা রফিক আহমেদের পৌরোহিত্যে অনুষ্ঠিত এদিনের সভায় প্রারম্ভিক বক্তব্যে বিডিএফ আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে বরাকের (barak) কর্মপ্রার্থীদের প্রতি বঞ্চনা ও মেঘালয়ে অনুপজাতিদের নির্যাতনের প্রতিবাদ এই প্রস্তাবিত বনধের মূল উদ্দেশ্য হলেও বরাকের (barak) সুপারি ব্যবসায়ীদের অহেতুক হেনস্থা বন্ধের দাবিও এটির অন্যতম ইস্যু হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে কারণ আগামী পনেরো দিনের মধ্যে এই অকারণ পুলিশি তৎপরতা বন্ধ না হলে সুপারি ব্যবসায়ীদের সমস্ত উৎপাদন নষ্ট হবে এবং এতে এই ব্যবসার সঙ্গে জড়িত সবার বৃহৎ লোকসান হবে যা কোনভাবেই পুষিয়ে দেওয়া সম্ভব হবেনা।

তাই বরাকের (barak) গ্রামীন অর্থনীতিকে ধ্বংস করার এই প্রচেষ্টাকে রুখতে অবিলম্বে সবার ঐক্যবদ্ধ প্রতিবাদ জরুরী। এদিনের সভায় assam মজুরি শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে অরিন্দম দেব এই প্রস্তাবিত বনধের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়ে বলেন যে আজকাল যে কোন গণতান্ত্রিক আন্দোলনকে ভেস্তে দিতে যেভাবে প্রশাসনিক দমন পীড়নের পন্থা চালানো হচ্ছে তা গণতন্ত্রের পক্ষে অশনিসংকেত।

তাই এই ইস্যুকেও বনধের দাবিতে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দেন তিনি। ফোরাম ফর স্যোসাল হারমনির পক্ষ থেকে প্রদীপ নাথও তাঁর বক্তব্যে এই ইস্যুকে গুরুত্ব দেবার আবেদন জানান।

ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে এদিনের সভায় উপস্থিত silchar শহর কমিটির সভাপতি অতনু ভট্টাচার্য এদিন ১৮ নভেম্বরের এই বনধ কর্মসূচিকে সফল করে তুলতে তাঁদের দল সর্বতোভাবে সহযোগিতা করবে বলে আশ্বাস প্রদান করেন।

তিনি বলেন যে বাক স্বাধীনতার কন্ঠরোধ করতে বর্তমান শাসক দল যে সব পদক্ষেপ নিচ্ছে তা ধিক্কারযোগ্য। এই প্রসঙ্গে সাম্প্রতিক একটি উদাহরণ তুলে ধরে তিনি বলেন যে এসবের বিরুদ্ধে সবাইকে একজোট হয়ে লড়াই করতে হবে।

বাঙালি নব নির্মাণ সেনার পক্ষ থেকে রাজু দাস তার বক্তব্যে তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে বরাকের (Barak) চাকুরিপ্রার্থীদের ইচ্ছাকৃতভাবে বঞ্চনা করা হয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন তার দল এই ইস্যুতে আগেও সরব হয়েছে এবং ১৮ নভেম্বরের প্রস্তাবিত বনধকে সফল করে তুলতে তারা সক্রিয় ভূমিকা নেবেন।

আমরা বাঙালি দলের assam রাজ্য কমিটির সভাপতি সাধন পুরকায়স্থ এদিন বরাকের প্রতি দীর্ঘদিনের বৈষম্যের ব্যাপারে আলোকপাত করেন। তিনি বলেন যে ১৯৬১ আন্দোলনের সময় শাসকদলের হয়েও বরাকের কংগ্রেস বিধায়করা মাতৃভুমির অধিকার রক্ষায় গর্জে উঠেছিলেন, পদত্যাগ অবধি করেছিলেন।

তিনি বলেন আবার সেই লড়াই লড়তে হবে,তাই এই বনধ বিডিএফ ডাকলেও আসলে এটি সবার যৌথ লড়াই। এবং উপস্থিত সব দল সংগঠন তাই এই বনধকে সফল করে তুলতে দায়বদ্ধ থাকবেন বলে আশা প্রকাশ করেন তিনি। মার্চ ফর সায়েন্সের প্রতিনিধি কৃশানু ভট্টাচার্য বলেন যে এই বনধ কর্মসূচিকে বানচাল করতে ইতিমধ্যেই এক স্বার্থান্বেষী মহল সক্রিয় হয়েছে।

একটি নবনির্মিত সংগঠনের পক্ষ থেকে জনগনকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে। তিনি এই ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান এবং বরাকের কর্মপ্রার্থীদের নিজেদের স্বার্থে এই কর্মসূচিকে সফল করতে প্রয়াস নেবার আহবান জানান তিনি।

বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় (Pradip dutta roy) এদিন বলেন যে তিনি নিশ্চিত যে বরাক বাসী এই বনধ কর্মসূচিকে স্বতস্ফুর্ত সমর্থন করবেন। গণতান্ত্রিক প্রক্রিয়ার কন্ঠরোধ করতে আজকাল যেভাবে প্রসাশনিক আতিসহ্য চলছে তার প্রতিবাদও এই বনধের দাবিতে অন্তর্ভুক্ত হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

এদিনের সভার সভাপতি সিপিআই দলের রফিক আহমেদ বলেন যে বরাকে নিযুক্তি নেই বলে অনেকদিন ধরে ‘ব্রেনড্রেন’ চলছে এবং এতে বরাক ক্রমশঃ মেধাশূন্য হয়ে পড়ছে। তিনি বলেন তাই বরাকের নিযুক্তি বঞ্চনার বিরুদ্ধে এই বনধকে তার দল পূর্ণ সমর্থন জানাচ্ছে এবং একে সফল করে তুলতে তারা সাধ্যানুযায়ী পদক্ষেপ নেবেন।

বিডিএফ আহ্বায়ক হৃষীকেশ দে এদিন বলেন যে ১৮ নভেম্বরের এই প্রস্তাবিত বনধ যার ডেকেছেন এবং যারা সমর্থন করছেন তারা সবাই গনতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী।তাই এই কর্মসূচিতে কোন ধরনের প্ররোচনা বা হিংসার কেউ যাতে শিকার না হন সেই ব্যাপারে সবার কাছে আবেদন জানিয়েছেন তিনি।

বিডিএফ এর পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক দেবায়ন দেব।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

2 weeks ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

2 weeks ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 weeks ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 weeks ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 weeks ago