অসম

কাছাড় জেলায় জমি/ ফ্ল্যাট কেনার জন্য কেন ১৯৬৫ এর ভোটার তালিকার সার্টিফায়েড কপি জমা দিতে হবে?

শিলচর: সম্প্রতি Cachar জেলা প্রশাসনের তরফে জেলায় জমি ও ফ্ল্যাট কেনাবেচার ব্যাপারে অত্যাবশ্যকীয় নথির একটি তালিকা প্রকাশিত হয়েছে যাতে অন্যান্য নথির সাথে ক্রেতার নাগরিকত্বের প্রমান স্বরূপ ১৯৬৫ সালের ভোটার তালিকার সার্টিফায়েড কপি জমা দেবার নির্দেশ দেওয়া হয়েছে।

এই ব্যাপারে স্পষ্টীকরণ চেয়ে আজ অতিরিক্ত জেলাশাসকের হাতে একটি স্মারকপত্র তুলে দেন Barak Democratic front র কর্মকর্তারা।

পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে বিডিএফ মিডিয়া সেলের মুখ্য আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে অতিরিক্ত জেলাশাসক এই ব্যাপারে কোন সদুত্তর দিতে পারেননি। তিনি স্পষ্টীকরণের জন্য তাদের রাজস্ব সেরেস্তাদার নিরঞ্জন ধরের কাছে পাঠিয়েছিলেন।

নিরঞ্জন বাবুর সাথে তাদের বিস্তারিত আলোচনা হয়েছে এবং তাদের দেওয়া স্মারকপত্রের পরিপ্রেক্ষিতে তিনি বাকিদের সাথে এই ব্যাপারে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন।

জয়দীপ বলেন তাদের প্রশ্ন হচ্ছে একই তালিকার ৫ নং দফায় ক্রেতার নাগরিকত্বের প্রমান স্বরূপ যেখানে পাসপোর্ট,ভোটার তালিকা ইত্যাদির কথা উল্লেখ রয়েছে সেখানে ১৯ নং দফায় আবার ১৯৬৫ এর ভোটার তালিকায় অন্তর্ভুক্তির প্রমান চাইবার যৌক্তিকতা কি ?

তিনি বলেন ভোটার তালিকা ছাড়াও জমির দলিল,জন্মের সার্টিফিকেট, বিদ্যালয়, মহাবিদ্যালয়ের সার্টিফিকেট ইত্যাদি অনেক কিছুই নাগরিকত্বের প্রমান হিসেবে বিবেচিত হতে পারে। এছাড়া আসাম চুক্তি অনুযায়ী ১৯৭১ এর ২৪ শে মার্চ এর পূর্বে যারা এই রাজ্যের বাসিন্দা তাঁরা সবাই বৈধ নাগরিক এবং এই তারিখকে ভিত্তি করে এন আর সি প্রক্রিয়াও সম্পন্ন হয়েছে ।

তাই ক্রেতাকে ১৯৬৫ এর তালিকায় অন্তর্ভুক্তির প্রমান কেন দিতে হবে সেটা তাদের বোধগম্য হয়নি। যদি ডি ভোটারের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে তবে সেটাও অনৈতিক । তার জন্য প্রশাসন আলাদাভাবে তদন্ত করুক,বৈধ নাগরিকদের অধিকার কেড়ে নেওয়া হবে কেন ?

Bdf মুখ্য আহ্বায়ক এদিন আরো বলেন যে এখানকার কতৃপক্ষের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে এটা পরিষ্কার যে এই নির্দেশে স্থানীয় প্রশাসনের নয় এটি দিশপুরের সরকার তথা প্রশাসনের মস্তিষ্ক প্রসূত।

তিনি বলেন Assam চুক্তির ছয় নং ধারাতে বলা হয়েছে যে এই রাজ্যে জমি কেনাবেচার অধিকার শুধু খিলঞ্জিয়াদের থাকতে হবে, যদিও খিলঞ্জিয়ার সংজ্ঞা এখন অব্দি নির্ধারিত না হওয়ায় এই ধারা প্রয়োগ করা সম্ভব হয়নি। তিনি বলেন এইভাবে ১৯৬৫ সালের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির প্রমান চেয়ে দিশপুরের পক্ষ থেকে পরোক্ষভাবে সেই ৬ নং ধারা চাপিয়ে দেবার চক্রান্ত করা হচ্ছে।

এবং এর প্রতিবাদ না হলে ক্ষতিগ্রস্ত হবেন ছিন্নমূল বাঙালিরা । ১৯৬৫ থেকে ১৯৭১ এর মধ্যে যারা এই জেলায় এসেছেন তাদের সংবিধান স্বীকৃত অধিকারকে এইভাবে কেড়ে নেবার চেষ্টা করছে সরকার। এভাবে চললে হয়তো আগামীতে ১৯৬৫ এর জায়গায় ১৯৫১ সালের তালিকায় অন্তর্ভুক্তির প্রমাণ দেখাতে বলা হবে।

এবং এরপর হয়তো উত্তর পূর্বের অন্যান্য উপজাতি রাজ্যের মতো বরাকের ছিন্নমুল বাঙালিদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে বেঁচে থাকতে হবে। জয়দীপ বলেন যে স্মারকপত্রের মাধ্যমে তাঁরা এই দফাকে বাদ দিয়ে অবিলম্বে নতুন নির্দেশ জারি করার আবেদন জানিয়েছেন।

যদি তা না করা হয় তবে আগামীতে তীব্র আন্দোলনের প্রস্তুতি নেবে বিডিএফ। এই ব্যাপারে তিনি বরাকের সমস্ত সচেতন নাগরিকদের সহযোগিতা কামনা করেছেন। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্টের মুখ্য আহ্বায়ক কল্পার্ণব গুপ্ত এবং আহ্বায়ক দেবায়ন দেব।

বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক হৃষীকেশ দে।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago