অসম

Assam Badarpurর টেক্সটাইল ইন্ডাস্ট্রি সরকারি অবহেলায় বন্ধ হয়েছে

শিলচর: Tata কোম্পানির অধীন একটি ট্রান্সমিশন প্রকল্পের ঠিকাদারের কাজ নিয়ে নর্থ লখিমপুর জেলায় গিয়েছিলেন assam Karimganj জেলার বাসিন্দা মূরাদ হোসেন তালুকদার।

কিন্তু শুধু অসমিয়া ভাষায় কথা না বলার অপরাধে তাকে স্থানীয় লাচিত সেনা সদস্যদের রোষের মুখে পড়তে হয় এবং হেনস্থা করা হয় । যদিও স্থানীয়দের সহায়তায় সমস্যাটি মিটমাট করা হয় কিন্তু এই তিক্ত অভিজ্ঞতায় তিনি কাজ চালিয়ে যাবার আগ্রহ হারিয়ে তার সঙ্গের শ্রমিক সহ বরাকে ফিরে আসেন।

আজ shilchar পেনশনার্স ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এই নিয়ে তার ক্ষোভ ব্যক্ত করেন মুরাদ হোসেন তালুকদার। এদিন তিনি বলেন যে যদি একই Assam রাজ্যের বাসিন্দা হয়ে Barakর ছেলে মেয়েরা ব্রহ্মপুত্র উপত্যকায় গিয়ে কাজ করতে না পারে তবে barakর এই রাজ্যের অন্তর্ভুক্ত থেকে লাভ কি?

এরকম হলে barakকে আলাদা করে দেওয়াই উচিত বলে তিনি মন্তব্য করেন । মূরাদ আরো বলেন যে বরাকের স্থানীয় পদে বরাকের প্রার্থীরা সুযোগ পায়না, ব্রহ্মপুত্র উপত্যকার প্রার্থীদের নিয়োগ করে এখানে পাঠিয়ে দেওয়া হয়।

সম্প্রতি রাজ্য সরকারের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে যে ২৮০০০ সুযোগ পেয়েছেন তার মধ্যে বরাকের তিন জেলার প্রার্থীদের সংখ্যা হয়তো ২৫ /৩০ এর বেশি হবেনা। বলা হচ্ছে এখানকার প্রার্থীদের মেধা নেই।

যদি তাই হয় তবে Assam সিভিল সার্ভিস পরীক্ষায় কি করে বরাক থেকে ৯ জন মনোনীত হলেন? স্থানীয় তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদ Barakর প্রার্থীদের জন্য সংরক্ষিত হবে বলে মুখ্যমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতির পরও বরাকের প্রার্থীদের তাই ইচ্ছাকৃতভাবে বঞ্চনা করা হচ্ছে ।

তিনি বলেন যে Barakর গ্রামীণ অর্থনীতি খুবই দুর্বল। তার মধ্যেই সুপারি একটি অন্যতম কৃষিজ উৎপাদ যা দিয়ে অনেকেই জীবিকা নির্বাহ করেন এবং অর্থনৈতিক লেনদেনের ফলে সামগ্রিক অর্থনীতি লাভবান হয়।

কিন্তু ইদানীং বার্মিজ সুপারির অবৈধ ব্যবসা বন্ধ করার নামে এখানকার বৈধ সুপারি ব্যবসায়ীদের অকারণ হেনস্থা করা হচ্ছে, তাদের ব্যবসা বন্ধ হবার জোগাড় হয়েছে।

এমন কোন শিল্প বরাকে নেই যাতে স্থানীয় প্রার্থীদের নিয়োগ হতে পারে। প্রচুর সম্ভাবনা থাকা স্বত্ত্বেও একমাত্র বৃহৎ শিল্প পাঁচ গ্রাম কাগজ কল বন্ধ করে দেওয়া হয়েছে।এর আগে চিনিকল, assam বদরপুরের টেক্সটাইল ইন্ডাস্ট্রি একই ভাবে সরকারি অবহেলায় বন্ধ হয়েছে।

চা শিল্প বা স্থানীয় কৃষির উন্নয়নে কোন উদ্যোগ নেই। তার প্রশ্ন এখানকার ছেলেমেয়েরা যাবে কোথায়? মূরাদ বলেন একই সময়ে ঘোষিত হয়ে অন্যান্য ৬ টি মেডিক্যাল কলেজে ইতিমধ্যে পঠন পাঠন শুরু হয়ে গেছে, শুধু করিমগঞ্জ মেডিক্যাল কলেজের কাজ ইচ্ছাকৃতভাবে ঝুলিয়ে রাখা হয়েছে।

এছাড়া গত পাঁচ বছরে বরাকে এমন একটি প্রকল্পের কাজ শেষ হয়নি যা এই অঞ্চলের উন্নয়নে সত্যিকার অর্থে সহায়ক হতে পারে। মহাসড়ক, মাল্টি মডেল লজিস্টিক পার্ক,কৃষি বিশ্ববিদ্যালয়, আই টি হাব,ইত্যাদি প্রস্তাবিত সমস্ত প্রকল্প ঝুলে আছে। কবে শুরু হবে বলা মুশকিল।

মূরাদের বক্তব্য Barak থেকে নির্বাচিত সংসদ, বিধায়করা এসব নিয়ে কোন কথা বলেন না। মুখে কুলুপ এঁটে বসে থাকেন পাছে তাদের চাকরি চলে যায়! একমাত্র ব্যতিক্রম করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ্য দে পুরকায়স্থ‌‌‌,যিনি একা এসব নিয়ে লড়াই করে যাচ্ছেন।

মুরাদ আরো বলেন যে এই অবস্থা থেকে মুক্তি পেতে গেলে বরাকের একটি নিজস্ব রাজনৈতিক দলের খুবই প্রয়োজন,যারা Barakর স্বার্থকে প্রাধান্য দেবেন। কারণ কোন জাতীয় দল দিশপুরের বিরুদ্ধে গিয়ে বরাকের স্বার্থে সোচ্চার হবেনা আশাকরি এতদিনে এটা সবার কাছে পরিষ্কার।

তিনি বলেন Barak ডেমোক্রেটিক ফ্রন্ট গত দু’বছর ধরে এই লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে । তাই তিনি এই দলে যোগ দেবার সিদ্ধান্ত নিয়েছেন। একই সাথে তিনি বরাকের জনগনকে বিশেষ করে যুব সম্প্রদায়কে বিডিএফ এ যোগ দিতে আহ্বান জানান।

কারণ এছাড়া আর বিকল্প নেই বলে জানান তিনি। বিডিএফ মিডিয়া সেলের পক্ষ থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন আহ্বায়ক হৃষীকেশ দে।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

3 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

4 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

4 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

5 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

5 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

6 days ago