Categories: অসম

রেলশহর বদরপুরের ঐতিহ্যবাহী নবীনচন্দ্র কলেজের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানের সূচনা

বদরপুর নবীনচন্দ্র কলেজের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের সূচনালগ্নে রেলশহরে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রবীণ ও নবীন ছাত্রছাত্রীদের মধ্যে ব্যাপক উৎসাহ পরিলক্ষিত হয়। নজরকাড়া শোভাযাত্রার মধ্যে দিয়ে কলেজ প্রতিষ্ঠার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের শুভসূচনা ঘটে বুধবার।

ঐতিহাসিক শোভাযাত্রার সাক্ষী থাকলেন রেলশহর বদরপুরের জনগণ। বিশাল ও বর্ণাঢ্য শোভাযাত্রা হয়তো বদরপুরে আর কোনদিন অনুষ্টিত হয়নি। এদিনের শোভাযাত্রায় নয়নয় করে প্রায় পাঁচহাজার জনসমাগম ঘটে। নবীন ও প্রবীন ছাত্রছাত্রী সহ এ অঞ্চলের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন জাতি জনগোষ্ঠীর জনগণ।

এদিন সকাল ৯টায় কলেজ ক্যাম্পাস থেকে গোটা শহর পরিক্রমা করে ফের কলেজ ক্যাম্পাসেই সমাপন হয় বর্ণাঢ্য শোভাযাত্রার। এতে অংশ নেন কলেজের বর্তমান ও প্রাক্তন ছাত্রছাত্রী সহ এনসিসিএনএসএস ক্যাডার, রেলের স্কাউড গাইডের ক্যাডার প্রাক্তন ছাত্র ছাত্রী, শিক্ষক শিক্ষিকারা, বদরপুরঘাট সাংস্কৃতিক মঞ্চ, ভারত বিকাশ পরিষদ সহ বিভিন্ন দলের নেতাকর্মী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার কর্মকর্তা, বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রমুখ। প্রত্যেকের আলাদা আলাদা ব্যানার নিয়ে শোভাযাত্রায় অংশ নেয়।

শোভাযাত্রা শেষে কলেজ ক্যাম্পাসে সমবেত উপস্থিতিতে কলেজ পরিচালন সভার সভাপতি ডঃ অমিয় কুমার পাল কলেজের পতাকা উত্তোলন করেন। কলেজের নবীন-প্রবীন ছাত্রছাত্রীদের স্বরচিত সঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পীরা।

একইসঙ্গে কলেজের প্রয়াত প্রাক্তন অধ্যাপক-অধ্যাপিকা সহ ছাত্রছাত্রী ও অন্যান্যদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করা হয়। এদিন বর্ণাঢ্য শোভাযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ তথ্য বিশিষ্ট প্রবন্ধকার নিশীথ রঞ্জন দাস।

প্রসঙ্গত, সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানকে সামনে রেখে বিভিন্ন কার্য্যসূচীর মাধ্যমে চলতি বছরের ডিসেম্বর মাস ব্যাপী অনুষ্ঠান চলবে বলে জানান কলেজ আয়োজকমণ্ডলী। এক্ষেত্রে বিভিন্ন সাব-কমিটিও গঠন করা হয়েছে।

দ্বিতীয় পর্বের অনুষ্ঠান আগামী ১০ আগষ্ট কলেজ প্রেক্ষাগৃহে আলােচনাসভা অনুষ্ঠিত হবে। ওইদিনের অনুষ্ঠানে মুখ্যঅতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য দিলীপচন্দ্র নাথ, সম্মানিত অতিথি হিসেবে আসাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড° সঞ্জীব ভট্টাচার্য্য, আসামের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মাল্লাহ ও বদরপুরের বিধায়ক জামাল উদ্দিন আহমেদ। তাছাড়া বিশেষ অতিথি হিসেবে কলেজ পরিচালন কমিটির প্রাক্তন সভাপতি গৌতম রায়, আবুসালেহ নজমুদ্দীন সহ কলেজের প্রাক্তন অধ্যক্ষদের ও এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের অঙ্গ হিসেবে আগামী ১৫ই আগষ্ট কলেজ প্রাঙ্গনে বিভিন্ন প্রতিযোগিতামুলক খেলাধুলার পাশাপাশি বৃহত্তর বদরপুরের বিভিন্ন সরকারী ও বেসরকারী হাসপাতালের রােগীদের মধ্যে ফলমুল বিতরণ ও শুভেচ্ছা বিনিময় করা হবে। পরবর্তীতে যেসব অনুষ্ঠান আয়ােজন করা হবে এরমধ্যে রয়েছে রক্তদান শিবির, নিঃশুল্ক চিকিৎসা, বৃক্ষরোপন ও স্বচ্ছতা অভিযান, এনসিসি-এনএসএস দিবস উদযাপন, গান্ধী জয়ন্তী, বিতর্ক, কুইজ, রচনা, সঙ্গীত প্রতিযােগীতা, বিভিন্ন রকমের ইন্ডাের আউটডাের গেইমস ইত্যাদি। এছাড়াও কলেজের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ও ইতিহাস সম্বলিত এক মনােগ্রাহী ও আর্কষণীয় স্মরনিকা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রকাশ করা সহ কলেজের সার্বিক উন্নয়নে যারা বিভিন্ন সময়ে আর্থিক অনুদান প্রদান করেছেন তাদেরকে আনুষ্ঠানিক ভাবে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতিও চলছে বলে জানিয়েছেন আয়োজকমণ্ডলী।

ডিসেম্বর মাসে সুবর্ণজয়ন্তী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানে মুখ্যঅতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসামের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অমলেন্দু মালাকার

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

1 week ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

1 week ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 week ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

1 week ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago