অসম

সাহিত্যিক মামণি রয়সম গোস্বামীর অষ্টম মৃত্যুবার্ষিকী চোখের জলে স্মরণ করল অসমের বাঙালি

অসমের জনজীবনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর যেমন অভ্রভেদী মহত্ত্ব নিয়ে প্রতিষ্ঠিত, সেখানে কোন ভেদাভেদ নেই,কুন্ঠা নেই, হৃদয়ই মুখ্য। ঠিক সেভাবে অসমের বাঙালিদের কাছেও অসমিয়া সাহিত্যিক মামণি রয়সম গোস্বামী একটি শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত।

অসমের বাঙালির মাতৃভাষা বাংলা, ধাত্রীভাষা অসমিয়া। এই দুই ভাষাকে সাদরে একইসঙ্গে নিয়ে এগিয়ে চলেছে রাজ্যের বাঙালি। তাঁদের মধ্যে নেই কোন সংকীর্ণতা।

অন্তর দিয়ে তাঁরা বাঙালি সাহিত্যিকদের পাশাপাশি অসমিয়া সাহিত্যিককেও আপন করেছেন। যেমন করেছেন শিক্ষিত, মুক্তভাবাপন্ন অসমিয়ারাও।

পুরস্কার তো শুধু একটি অবজেক্ট অথবা কাজের কৃতিত্বমাত্র। আসল কৃতিত্ব মানুষের মনুষ্যত্বে। এবং এই মনুষ্যত্বে হৃদয়ভরা একজন মানুষ ছিলেন সাহিত্যিক মামণি রয়সম গোস্বামী।

তাঁর প্রকৃত নাম ইন্দিরা গোস্বামী। ২০১১ সালের ২৯ নভেম্বর বাঙালি-অসমিয়া তথা আপামর মানুষকে চোখের জলে ভাসিয়ে চলে গিয়েছিলেন না ফেরার দেশে! আজ তাঁর অষ্টম মৃত্যুবার্ষিকী।

তিনি দেশবাসীর কাছে পরিচিত ছিলেন ‘মামণি বাইদেউ’ বা বাংলায় ‘মামণি দিদি’ নামে।

মা অম্বিকা দেবী এবং পিতা  উমাকান্ত গোস্বামীর কৃতি সন্তান মামণি ছিলেন ভারতের প্রথম অধ্যক্ষ প্রিন্স ক্লজ লরিয়েট Principal Prince Claus Laureate (২০০৮)। 

বিশিষ্ট সাহিত্যিক মামণি রয়সম গোস্বামী গুয়াহাটির লতাশিল প্রাথমিক বিদ্যালয়, তৎকালীন অসমের রাজধানী শিলংয়ের “পাইন মাউণ্ট স্কুল” এবং পরে মহানগরের তারিণীচরণ বিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন।

১৯৬০ সালে বর্তমান কটন বিশ্ববিদ্যালয় থেকে অসমিয়া ভাষায় স্নাতক এবং ১৯৬৩ সালে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।

জীবনে বহু সম্মান তিনি লাভ করেছেন। ২০০২ সালে পশ্চিমবঙ্গের রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় তাঁকে  ডি. লিট. সম্মানে সম্মানিত করে।

এর আগে ১৯৯৯ সালে জ্ঞানপীঠ পুরস্কারে ভূষিত করা হয় সাহিত্যিক মামণিকে।

মাতৃভাষা অসমীয়া ছাড়াও ইংরেজি ভাষায় সাহিত্য রচনা করেছেন।

  • অসমিয়া ভাষায় তাঁর সৃষ্ট কিছু উপন্যাসের নামঃ
  • চেনাবর স্ৰোত (১৯৭২)
  • নীলকণ্ঠী ব্ৰজ (১৯৭৬)
  • অহিরণ (১৯৮০)
  • মামরে ধরা তরোয়াল আরু দুখন উপন্যাস (১৯৮০)
  • দঁতাল হাতীর উঁয়ে খোয়া হাওদা (১৯৮৮)
  • সংস্কার, উদয়ভানুর চরিত্ৰ ইত্যাদি (১৯৮৯)

১৯৭১ সনে তিনি দিল্লী বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভারতীয় ভাষা-সাহিত্য অধ্যয়ন বিভাগে অসমিয়া ভাষার অধ্যাপিকা রুপে যোগদান করেন। এখান থেকে তিনি বিভাগের প্রধানরুপে অবসর গ্রহণ করেন। তুলসীদাসের রামচরিতমানস ও মাধব কন্দলীর অসমিয়া রামায়ণের তুলনামূলক অধ্যয়নের জন্য তিনি ১৯৭৩ সালে গুয়াহাটি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রী লাভ করেন।

মামণি রয়সম গোস্বামী ‘lung infection’ সহ অন্যান্য বিভিন্ন সমস্যায় আক্রান্ত হয়ে প্রায় ৮মাস সংকটজনক অবস্থায় ছিলেন।

প্রথমে তাঁকে গুরগাওয়ের চিকিৎসালয়ে ভর্তি করানো হয়েছিল যদিও অবশেষে গুয়াহাটি চিকিৎসা মহাবিদ্যালয়ে স্থানান্তর করানো হয়। ২৯ নভেম্বর সকাল ৭:৪৬ সময়ে অন্তিম শ্বাস ত্যাগ করেন।

অসমের বাঙালি এবং মুক্তমনা অসমিয়ার সঙ্গে এক হৃদয়ের সম্পর্ক।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে অসমের একটি আন্তরিক যোগাযোগ ছিল। তিনি প্রথম অসম তথা গুয়াহাটি ভ্রমণে এসেছিলেন ১৯১৯ সালের ১০ অক্টোবর। সঙ্গে ছিলেন পুত্র রথীন্দ্রনাথ, পুত্রবধূ প্রতিমা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর এবং তাঁর স্ত্রী কমলা।

গুয়াহাটির মহিলারা বিশ্বকবিকে সংবর্ধনা জ্ঞাপন করেন স্বহস্তে বানানো এণ্ডি মুগার কাপড় দিয়ে।

কবিগুরু এরপর আরো দুবার অসম ভ্রমণে এসেছিলেন। ১৯২৩ এবং ১৯২৭ সালে।

বিখ্যাত সাহিত্যিক মামণি রয়সম গোস্বামীর প্রতি ‘নর্থ ইস্ট নাও’এর পক্ষ থেকে রইল গভীর শ্রদ্ধাঞ্জলি।

 

 

 

 

 

 

 

সাগরিকা দাস

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

6 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

7 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago