অসম

বিধির বিধান! দীর্ঘ আড়াই মাস পর ঘরে ফিরল হারিয়ে যাওয়া এক অবুঝ শিশু

দীর্ঘ আড়াই মাস পরে সুস্থ সবল ভাবে ঘরে ফিরল হারিয়ে যাওয়া এক অবুঝ শিশু। রেল পুলিশের তৎপরতায় আবার মা বাবার কাছে ফিরে এলো পুত্র।

সোমবার রেল পুলিশ এবং জেলা শিশু কল্যাণ সমিতির যৌথ প্রচেষ্ঠায় ঘরে ফেরে হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানাধীন নিষ্কর গ্রামের দীনদরিদ্র অরুণ রায়ের দশ বছরের হারিয়ে যাওয়া পুত্র নৃপেশ।

গত ১০ মার্চ হাইলাকান্দি জেলার কাটলিছড়া থানাধীন নিষ্কর গ্রামের অরুণ রায় এবং মীনা রায়ের বছর দশের ছেলে নৃপেশ রায় হঠাৎ বাড়ি থেকে হারিয়ে যায়।

ঘটনার পর অনেক খোঁজ খবর করেও ছেলের কোন খোঁজ খবর পাননি অরুণ ও তার পরিবার। এনিয়ে পুরোটাই ভেঙে পড়ে অরুণের পরিবার।

পুলিশে খবর দিয়েও কোনও লাভ হয়নি। প্রতিদিন ছেলের অপেক্ষায় প্রহর গোনে চোখের জল ফেলে দিন কাটছিল অরুণ রায়ের পরিবার।

তবে বিধির বিধান। কিছুদিন আগে হঠাৎ করে হাইলাকান্দি জেলা শিশু কল্যাণ সমিতির কাছে পশ্চিম বাংলার নিউ জলপাইগুড়ির চাইল্ড ওয়েলফেয়ার কমিটি থেকে এক ফোন আসে যে, তাদের জিম্মায় একটি শিশু রয়েছে, তার বাড়ি অসমের কাটলিছড়ায়।

সঙ্গে এ বিষয়ে একটি চিঠিও পাঠায় নিউ জলপাইগুড়ি শিশু কল্যান সমিতি। নিউ জলপাইগুঁড়ি রেল জংশনের রেলওয়ে পুলিশ ফোর্স থেকেও একইভাবে হাইলাকান্দি সিডব্লুসি-তে চিঠি আসে।

পরে হাইলাকান্দি সিডব্লুসি কার্যালয় থেকে সেখানে ফোনে যোগাযোগ করলে তারা জানতে পারেন, কাটলিছড়ার নিষ্কর গ্রামের অরুণ রায়ের দশ বছরের শিশু নৃপেশ রায় ১০ মার্চ বাড়ি থেকে বেরিয়ে পড়ে। আর দূরপাল্লার ট্রেনে চড়ে নিউ জলপাইগুড়ি রেল জংশনে নেমে যায়। অজানা-অচেনা এক রেল জংশনে এসে এদিক-সেদিক ঘোরাফেরা করছিল সে।
এভাবে স্টেশনে ঘোরাফেরা করা একটি শিশুর দিকে নজর পড়ে নিউ জলপাইগুড়ি জংশনের রেলওয়ে পুলিশ ফোর্সের।

তারা সঙ্গে সঙ্গে শিশুটিকে উদ্ধার করে নিউ জলপাইগুড়ি চাইল্ডলাইন-এ খবর দেন।

সেখানকার চাইল্ডলাইন কর্তৃপক্ষ নৃপেশ রায়কে তাদের জিম্মায় নিয়ে যায়। সেখানকার আরপিএফ এবং চাইল্ডলাইনকে বিস্তারিত জানায় শিশুটি। আর নৃপেশের মুখ থেকে সব শোনে নিউ জলপাইগুড়ির আরপিএফ ও চাইল্ডলাইন ফোনে যোগাযোগ করেন হাইলাকান্দি সিডব্লুসি-র সঙ্গে। এবং সেখানকার চাইল্ডলাইনকে হাইলাকান্দি সিডব্লুসি থেকে অনুরোধ জানানো হয়, শিশুটিকে হাইলাকান্দিতে নিয়ে আসার জন্য। এভাবে দীর্ঘদিন কেটে যাওয়ার পর গত রবিবার নিউ জলপাইগুড়ির চাইল্ডলাইনের দুই কর্মী নৃপেশকে নিয়ে হাইলাকান্দির উদ্দেশ্যে রওনা দেন ও সোমবার বেলা বারোটা নাগাদ তারা হাইলাকান্দি সিডব্লুসি-তে নিয়ে আসেন। এখানে শিশুটিকে সিডব্লুসি-র কাছে আনুষ্ঠানিকভাবে সমঝে দেন নিউ জলপাইগুড়ি চাইল্ডলাইন কর্তৃপক্ষ।

অবশ্য সোমবার তাদের আদরের ছেলেকে হাইলাকান্দিতে নিয়ে আসা হচ্ছে জেনে সকাল থেকেই সিডব্লুসি কার্যালয়ে ছেলের অপেক্ষা করছিলেন বাবা অরুণ রায় ও নৃপেশের দিদা-মামা। আর এদিন সিডব্লুসি-র ‘সিটিং’ ও ছিল। বেলা বারোটা নাগাদ নিউ জলপাইগুড়ি চাইল্ডলাইন কর্তৃপক্ষ নৃপেশকে নিয়ে হাইলাকান্দি সিডব্লুসি কার্যালয়ে আসতেই ছেলেকে পেয়ে বুকে জড়িয়ে ধরে চোখের জল আটকাতে পারেন নি বাবা অরুণ।

নাতিকে পেয়ে দিদা-র দুচোখ ভরে জল আসে। জেলা চাইল্ড প্রটেকশন ইউনিট (ডিসিপিইউ) কার্যালয়ের আধিকারিক-কর্মী, সিডব্লুসি-র মেম্বার ছাড়াও উপস্থিত অন্যান্য লোকেদের মধ্যে এই দৃশ্য কার্যত হৃদয় স্পর্শ করেছে।

দীর্ঘ আড়াই মাস পর ছেলেকে কাছে পেয়ে রীতিমতো বাক্যহারা অরুণ। তবে ডিসিপিও এবং সিডব্লুসি-কে নৃপেশ জানিয়েছেন, কাটলিছড়ার বাড়ি থেকে বেরিয়ে সে সোজা শিলচর চলে যায়। সেখান থেকে শিলচর-শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে উঠে পড়ে। আর নিউ জলপাইগুড়ি স্টেশনে নেমে যায়। সেখানে সে কাউকেই চিনতে পারে নি।

পুলিশ (আরপিএফ) এসে তাকে নিয়ে যায়। পরে এসব ‘আঙ্কুলরা’ ( নিউ জলপাইগুড়ি চাইল্ডলাইন) তাকে তাদের কাছে নিয়ে যান। সেখানে তারা (চাইল্ডলাইন) তাকে খুব আদর-যত্ন করেছেন।

তবে সবচেয়ে আশ্চর্যের হলো, অজোগ্রামের দরিদ্র পরিবারের দশ বছরের এই শিশু সিডব্লুসি কার্যালয়ে বসে অনর্গল বাংলা, হিন্দি, অসমিয়া ভাষায় কথা বলে সবাইকে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে। পরে অরুণ রায় তাঁর ছেলেকে সমঝে নিয়ে কাটলিছড়ার নিষ্কর গ্রামের উদ্দেশ্যে রওনা দেন।

তবে অরুণ রায় অবশ্য জানিয়েছেন, তার এই ছেলেটি খুবই চঞ্চল প্রকৃতির। ছেলেকে ফিরে পাওয়ায় নিউ জলপাইগুড়ি স্টেশনের আরপিএফ, চাইল্ডলাইন এবং হাইলাকান্দির ডিসিপিইউ ও সিডব্লুসি-র কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

56 mins ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

20 hours ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

1 day ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

2 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

2 days ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

3 days ago