অসম

কালাইনে জাতীয় সড়ক অবরোধ মুক্ত হল, ২২শে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে সড়ক সংস্কারের কাজ

২২সেপ্টেম্বর থেকে সড়ক সংস্কারে হাত লাগানো হবে, এন এইচ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিনাকপানি নাথের লিখিত প্রতিশ্রুতিতে কালাইনে ৬ঘন্টা পর জাতীয় সড়ক অবরোধ মুক্ত করা হয়।

প্রত্যাশামতই ছয় নম্বর জাতীয় সড়ক সংস্কারের দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়ক অবরোধে নামে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের কালাইন শাখা ও কালাইন বাজার কমিটি।

পাশাপাশি স্থানীয় স্কুল,কলেজের ছাত্রছাত্রী, গুমড়া ও দিগরখাল বাজার কমিটি, বিভিন্ন সামাজিক সংস্থা সহ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই বন্ধকে সমর্থনে এগিয়ে আসেন।

উল্লেখ্য, গত ৯সেপ্টেম্বরে বেহাল ৬নম্বর জাতীয় সড়ক মেরামতির জন্য কাটিগড়া সার্কেল অফিসার জিতেন্দ্র টাইডকে এক চরম পত্র প্রদান করেছিল এবিভিপি কালাইন শাখা।

তারা চরম পত্রে উল্লেখ করে বলেছিল যে, ১৫সেপ্টেম্বরের মধ্যে জাতীয় সড়ক মেরামত না করলে বিভিন্ন সংস্থা সহযোগে ৬নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হবে। কিন্তু বিদ্যার্থী পরিষদের দেওয়া চরম পত্র দেওয়া সত্ত্বেও বেহাল ৬নম্বর জাতীয় সড়ক মেরামতে হাত লাগায়নি বিভাগীয় কর্তৃপক্ষ। এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে অনির্দিষ্ট কালের জন্য জাতীয় সড়ক অবরোধে বসেন এবিভিপি, কালাইন, গুমড়া ও দিগরখাল বাজার সমিতি, সহ বিভিন্ন সংগঠন।

কালাইন বাজার কমিটির সভাপতি সুখেন্দু কর ক্ষোভ ব্যক্ত করে বলেন, কেন কালাইনের জাতীয় সড়ক নিয়ে এত অবহেলা করা হচ্ছে? কেন এই সড়ক মেরামতে বিভাগীয় কর্তৃপক্ষের কোনো হোল দোল নেই।

সুখেন্দু বাবু স্পষ্টভাবে বলেন, এই সড়কের দুর্দশার জন্য বিভাগীয় কর্তৃপক্ষ দায়ী।তিনি মনে করেন, কাটিগড়ার মধ্যে কালাইনের সড়ককে পরিকল্পিত ভাবে বঞ্চিত করা হচ্ছে। বিভাগীয় কর্তৃপক্ষ ও ঠিকাদারের যৌথ সিন্ডিকেটের জন্য এই জাতীয় সড়কটি অবহেলিত হচ্ছে। তারা কম বালু,পাথর দিয়ে নাম মাত্র সড়কে কাজ করে সরকারের টাকা আত্মসাতের অভিযোগ করেন সুখেন্দু কর।

বারবার কাজের জন্য টাকা আসলেও কাজ আর করা হয় না। করা হলেও শুধু নামমাত্র। তাই আজ কালাইনের জাতীয় সড়কের এই দুর্দশা।

‘নর্থ ইস্ট নাও’ সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে সুখেন্দু কর বলেন, স্থানীয় বিধায়ককে এই ব্যাপারে অবগত করা হয়েছে।

বিধায়ক অমরচাঁদ জৈন তাঁকে জানিয়েছেন, বিধায়ক নিজে বিভাগীয় কর্তৃপক্ষের সাথে আলোচনা করেছেন। তখন ওরা জানায়, কাজ করবে,কিন্তু করা হয় না। বিধায়কের কথার দাম রাখেননি বিভাগীয় কর্তৃপক্ষ। তাই এই বেহাল সড়কের জন্য একমাত্র বিভাগীয় কর্তৃপক্ষকে দায়ী করেন কালাইন বাজার কমিটির সভাপতি সুখেন্দু কর।

কালাইন কোপারেটিভ চেয়ারম্যান অসিত বরণ দেব অত্যন্ত দুঃখের সাথে জানান, সড়ক জন্য সরকারের পক্ষে অনেক টাকা দেওয়া সত্ত্বেও বিভাগীয় কর্তৃপক্ষের অবহেলার জন্য আজ ৬নম্বর জাতীয় সড়কের অবস্থা বেহাল। দুদিন আগে বাজারের এক ব্যবসায়ী এই বেহাল সড়কের জন্যই দুর্ঘটনায় পতিত হয়ে দু পা ভেঙে আতুর হয়েছে। এটা একমাত্র বিভাগীয় আধিকারিকদের গাফিলতির জন্য হয়েছে। একথা বলেন দেব। তাই এই বেহাল সড়ক মেরামত না করা হলে জাতীয় সড়ক অবরোধ মুক্ত করা হবে না। জানান অসিত দেব।

এদিকে বিদ্যার্থী পরিষদের প্রাক্তন রাজ্যিক সদস্য রাজা পাল, সুদীপ দাস, সুদীপ দেব জুঁই সূত্রধর, বাজার কমিটির করুণাময় দে’রা একই দাবিতে অনড় থাকেন। বেলা ১২:৩০টায় জেলা শাসকের প্রতিনিধি কমিশনার দীপময় ঠাকুরিয়া, এন এইচ ডিভিশনের এসডিও অরুণ চন্দ্র মন্ডল, কালাইন আউটপোস্টের ইনচার্জ জাহাব চন্দ্র ডেকা বন্ধের স্থলেএসে ছাত্রছাত্রী ও পরিষদের কর্তাদের অনুরোধ করেন, যাতে সড়ক অবরোধ করা হয়। কিন্তু বিভাগীয় আধিকারিক পিনাকপানি নাথ না আসা পর্যন্ত তারা অবরোধ তুলবেন না সাফ জানান।

এরপর দুপুর ২টায় এন এইচ ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিনাক পানি নাথ আসেন। তিনি এসে পরিষদের ছাত্রদের সাথে কাঁকড়াখালের ব্রিজ পর্যন্ত পায়ে হেঁটে পরিদর্শন করেন।

এরপর স্থানীয় ৩০৭নম্বর বালিকা বিদ্যালয়ে বিদ্যার্থী পরিষদ, কালাইন, গুমড়া, দিগরখাল বাজার কমিটি, বরিস্ট শিক্ষক, বিশিষ্ট এলাকাবাসীদের নিয়ে বিভাগীয় আধিকারীকরা আলোচনায় বসেন। আলোচনা চলাকালে পরিস্থিতি বার কয়েক উত্তপ্ত হয়। শেষে বিকাল ৪টায় বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিপি নাথের লিখিত প্রতিশ্রুতি দেন।

তিনি জানান, আগামী ২২সেপ্টেম্বরের মধ্যেই জাতীয় সড়ক সংস্কার করা হবে। এরপর বিদ্যার্থী পরিষদ ও বিভিন্ন সংস্থা দ্বারা আহুত জাতীয় সড়ক অবরোধ মুক্ত করা হয়।

বিভাগীয় এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিপি নাথকে গুমড়া থেকে নাতানপুর সড়কের বেহাল অবস্থা অবগত করেন নিরুপম নাথ।

অন্যদিকে, মাস দুয়েক আগে কাটিগড়া চৌরঙ্গী বাজারের মধ্যে দিয়ে যাওয়া জাতীয় সড়ক মেরামত করা হয়েছিল। কিন্তু মাসদিন যেতে না যেতেই সেই মেরামতের জায়গা পুনরায় ভেঙ্গে যায়।

এই ব্যাপারে এন এইচ ডিভিশনের এসডিও অরুণ চন্দ্র মণ্ডলকে জিজ্ঞেস করলে তিনি কথার উত্তর না দিয়ে এড়িয়ে যান। একসময় বলেন, ‘আমরা কালাইনের জন্য এসেছি, কাটিগড়ার মেটার কেন জিজ্ঞেস করছেন’ । এই উত্তরে উপস্থিত জনতার বক্তব্য, কালাইন ও চৌরঙ্গী এলাকা কাটিগড়া বিধানসভার মধ্যেই পড়ে। আসলে তিনি সেটিং হয়ে আছেন, তাই উত্তর খুজে না পেয়ে এমন কথা বলছেন।

এই বন্ধের জন্য জাতীয় সড়কে আটকা পড়েন মিজোরামের বিধায়ক তথা কৃষি বিভাগের চেয়ারম্যান এইচ বিআকযাওয়া। তিনি সংবাদ মাধ্যমের সাথে আলাপ চারিতায় জানান, ছাত্রদের এই বন্ধে পূর্ন সমর্থন রয়েছে উনার।

এই সড়কের বেহাল অবস্থা নিয়ে মুখ্যমন্ত্রীকে অবগত করাবেন বলে জানান,বিধায়ক এইচ বিআকযাওয়া।

অমলেন্দু মালাকার

Recent Posts

বাংলাদেশে হিটস্ট্রোকে উপজেলা মহিলা ভাইসচেয়ারম্যান প্রার্থীসহ  ৪ মৃত্যু, স্থগিত নির্বাচন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহ বয়ে চলেছে। ইতিমধ্যে অতি গরমের ফলে হিটস্ট্রোকে ৩৭ জন মারা গিয়েছেন।…

5 days ago

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

6 days ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

6 days ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

7 days ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 week ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 week ago