পশ্চিমবঙ্গ

ক্যাটলিনা চ্যানেল পার করে অনন্য নজির গড়লেন বাংলার প্রতিবন্ধী সাঁতারু রিমো

ফের বাংলার জয় জয়কার।

বাংলায় যে ঢের প্রতিভা রয়েছে তা আরও একবার প্রকাশ্যে এলো।

প্রতিবন্ধকতাকে জয় করে একই অভিযানে গিয়ে পরপর দু’বার আমেরিকার লস অ্যাঞ্জেলেস-ক্যালিফোর্নিয়ার ক্যাটলিনা চ্যানেল সাঁতরে পারাপার করে বিরল কৃতিত্ব গড়ল পশ্চিমবঙ্গের হাওড়ার রিমো সাহা (২৬)। প্রতিবন্ধী সাঁতারু হিসেবেই শুধু নয়, প্রথম ভারতীয় হিসেবেও তিনি এই বিরল কৃতিত্ব অর্জন করলেন।

মাত্র ২৬ বছরে হাওড়ার সালকিয়ার নন্দীবাগানের রিমো এর আগে গত বছর ২০১৮ এর ২৪ জুন তিনি প্রতিবন্ধী সাঁতারু হিসেবে ইংলিশ চ্যানেল পার করেছিলেন। এক বছরের মাথায় এবার পার করলেন ক্যাটলিনা চ্যানেল।

সোমবার সকালে রাজধানী এক্সপ্রেসে রিমো ফেরে হাওড়া স্টেশনে। সেখানে তাকে সংবর্ধনা জানাতে উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা সহ অনেকেই।

এদিন হাওড়া স্টেশনে ফিরে রিমো সাহা বলেন, ‘আজকে বলার কোনও ভাষা নেই। খুবই ভাল লাগছে। সাঁতার শুরু করেছিলাম অনেক ছোটবেলা থেকেই। ইংলিশ চ্যানেলের পর আজকে ক্যাটলিনা চ্যানেল জয় করে এশিয়ান রেকর্ড করে বাড়ি ফেরা আলাদা একটা অনুভূতি। খুবই ভাল লাগছে। আমি এবার অভিযানে গিয়ে দু’বার ক্যাটলিনা চ্যানেল জয় করেছি। একটা করি ১৪-১৫ আগস্ট তারিখে। যেখানে সময় লেগেছিল ১১ ঘন্টার মতো। এরপর দ্বিতীয়বার ক্যাটলিনা চ্যানেল পার করি ১৮-১৯ আগস্ট। সেখানে আমার সাড়ে ১১ ঘন্টা সময় লাগে। দু’টো মিলিয়ে আমি শুধু বাংলা নয়, ভারতের একজন সাঁতারু যে পরপর ২ বার ক্যাটলিনা চ্যানেল পার করেছি তিনদিনের ব্যবধানে। সমস্যার সম্মুখীন হওয়ার জন্য সাঁতার শুরুই হয়েছিল রাতে। সেখানে হাঙর, জেলিফিস সহ বিভিন্ন জলজ প্রাণী থাকে সকালে। সেইজন্য রাতে সাঁতার শুরু করেছিলাম। পরবর্তীকালে সাত সমুদ্র পার করার পরিকল্পনা রয়েছে। একটা চাকরি ও স্পনসরের প্রয়োজন এই মুহুর্তে। এই দুটো হয়ে গেলেই পরবর্তী লক্ষ্যমাত্রায় পৌঁছাতে পারব। এই অভিযানে যাওয়ার আগে আমাকে মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা প্রচুর সাপোর্ট দিয়েছেন’।

অন্যদিকে, ক্রীড়ামন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা এদিন আগামী দিনেও রিমোর পাশে থাকবেন বলে আশ্বাস দেন।

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

3 hours ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

12 hours ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 day ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

1 day ago

আজ সিংহের আর্থিক সফলতা কেমন?

সিংহ- দিনটি মোটামুটি কাটবে। তবে একটু সাবধান হবেন। সঙ্গীর সাথে লং ড্রাইভে যেতে পারেন। বিরোধীরা…

1 day ago

মিয়ানমারের সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ

ঢাকা: মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া বর্ডার গার্ড পুলিশের সদস্যসহ ২৮৮ জনকে…

2 days ago