পশ্চিমবঙ্গ

বাংলায় ‘এনআরসি’ আতংককে কি মমতা আগামি নির্বাচনী ইস্যু করতে চাইছেন?

রাষ্ট্রহীন হওয়ার ভয় মানুষের বাঁচার স্বপ্ন হারিয়ে গেছে। সোমবার থেকে মঙ্গলবারের মধ্যে আত্মহত্যা করেছেন তিনজন।

উত্তরবঙ্গের দুই জেলা কোচবিহার ও জলপাইগুড়িতে এই মর্মান্তিক ঘটনা সংঘটিত হয়।

মঙ্গলবার দুপুরে কোচবিহারের ঘুঘুমারি গ্রাম পঞ্চায়েতের হাওয়ারগাড়ি গ্রামে আরজিনা বিবি (২৭) এর অস্বাভাবিক মৃত্যু ঘটে।

একই দিনে কুয়োয় ঝাঁপ দিয়ে জলপাইগুড়ির বাহাদুর অঞ্চলের সর্দারপাড়ার বাসিন্দা সাবের আলি (৩২) আত্মহত্যা করেছেন।

অন্যদিকে ধূপগুড়ি পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডে বর্মনপাড়ার শ্যামল রায়ের (৪০) ও অস্বাভাবিকভাবে মৃত্যু হয়েছে। সোমবার রাতে বাড়ির পাশ থেকেই উদ্ধার করা হয়েছে তাঁর ঝুলন্ত মৃতদেহ।

এই সমস্ত অপমৃত্যুর জন্যে দায়ী এনআরসি। দাবী মৃতের পরিবারের লোকজনের।

এনআরসি আতংকে মৃত তিনজনের ভোটার ও আধার কার্ডে নাম, পদবি ইত্যাদি ভুল থাকা, পরিবারের সকলের রেশন কার্ড না থাকা, ১৯৭১ সালের সরকারি নথিপত্র খুঁজে না পাওয়ার কারণ উঠে এসেছে।

রাজ্যের দুই মন্ত্রী অরূপ বিশ্বাস এবং গৌতম দেব মৃত শ্যামল রায়ের পরিবারের সঙ্গে বার্তালাপ করার জন্যে গিয়েছিলেন। সেখানে অরূপবাবু বলেন, “বিজেপি চারদিকে আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। কিছুদিন আগে ময়নাগুড়িতে একজন আত্মঘাতী হন। আমরা পরিবারটির পাশে আছি”।

এদিকে বিজেপির কোচবিহার জেলার সভানেত্রী মালতী রাভা রায় দাবী তুলেছেন, “পরিস্থিতি এমন হয়েছে যে স্বাভাবিক মৃত্যুও এনআরসি বলে চালানোর চেষ্টা হচ্ছে। ঠিক যেমনটা নোটবন্দির সময়ে হয়েছিল। মানুষ সবই বুঝতে পারছে।”

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের জনগণকে সাহস দিয়ে বলেছেন, বাংলায় কোনদিন এনআরসি হতে দেবেন না। বিজেপি আতংক ছড়াচ্ছে চারদিকে। তিনি আরো বলেন, ত্রিপুরা রাজ্যে যদি এনআরসি হয়, সেখানে প্রথমেই জাতীয় নাগরিকপঞ্জি থেকে নাম বাদ যাবে মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের।

অন্যদিকে রাজ্য বিজেপি নেতৃত্বরা বলছেন, বিজেপির পক্ষ থেকে কোনভাবেই এনআরসি আতংক ছড়ানো হচ্ছে না। উল্টে  নিজের পাল্লা ভারি করার লক্ষ্যে এনআরসিকে ইস্যু করে নিয়েছেন মমতা। তিনিই মিছিল করে, প্রতিবাদ সাব্যস্ত করে সকলের মনে ভয় ঢুকিয়ে দিয়েছেন। ফের তাঁদের পাশে থাকার আশ্বাস প্রদান করছেন।

 

 

এন ই নাও নিউজ

Recent Posts

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

4 hours ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

19 hours ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 day ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 days ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

2 days ago

আজ সিংহের আর্থিক সফলতা কেমন?

সিংহ- দিনটি মোটামুটি কাটবে। তবে একটু সাবধান হবেন। সঙ্গীর সাথে লং ড্রাইভে যেতে পারেন। বিরোধীরা…

2 days ago