Anubrata Mandalকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ আদালতের

কলকাতাঃ গরুপাচার মামলায় (West Bengal) পশ্চিমবঙ্গের বীরভূমের তৃণমূল (TMC) সভাপতি Anubrata Mandalকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কেন্দ্ৰীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের বিশেষ আদালত। আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে থাকতে হবে জেলে। বুধবার দুপুরে টানটান শুনানির পর এই রায় শোনান বিশেষ আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী। এদিন অনুব্রতর জামিনের আবেদন করেছিলেন তাঁর আইনজীবী। কিন্তু সেই আবেদন খারিজ করে দেন বিচারক।

মূলত, শারীরিক কারণেই (Anubrata Mandal) তাঁর জামিনের আবেদন করা হয়। শুনানির শুরুতেই অনুব্রতের আইনজীবী সওয়াল করেন, তাঁর মক্কেল স্লিপ অ্যাপনিয়ায় আক্রান্ত। এই রোগে কারও মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই শারীরিক কারণ মাথায় রেখে যে কোনও শর্তে তাঁকে জামিন দেওয়া হোক। আইনজীবী আরও জানান, জামিন দেওয়া হলে বাড়িতে রেখে Anubrata Mandalএর চিকিৎসা করা সম্ভব হবে।

নিজের সওয়ালে আইনজীবী সন্দীপন গঙ্গোপাধ্যায় বলেন, অনুব্রতের শারীরিক অবস্থা বেশ খারাপ। তাঁকে অক্সিজেন দিতেও লাগতে পারে। সে জন্য বিচারক আদালত কক্ষেই অক্সিজেন সিলিন্ডার এনে রাখতে বলেন। প্রয়োজন হলে যাতে Anubrata Mandalকে দ্রুত অক্সিজেন দেওয়া যায়। আদালত কক্ষে একটি ছোট অক্সিজেন সিলিন্ডার এবং নেবুলাইজারও এনে রাখা হয়। যদিও ঘণ্টাখানেকের শুনানিতে তার দরকার হয়নি।

অনুব্ৰতর জামিনের আবেদন খারিজ করে সিবিআইয়ের আইনজীবী বলেন, অনুব্রত মণ্ডল অত্যন্ত প্রভাবশালী। জামিন পেলে তদন্তে তার প্ৰভাব পরতে পারে। তাছাড়া তদন্তের স্বার্থে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করতে হতে পারে। তদন্তে একেবারেই সাহায্য করছেন না অনুব্রত। ফলে তাঁকে জেল হেফাজতে রাখা হোক।

অনুব্রতকে আসানসোল জেলে নিয়ে যাওয়া হচ্ছে। তবে, এ দিন শুনানি চলাকালীন অনুব্রতকে বেশ খোশমেজাজেই লক্ষ্য করা গেছে। আপাতত আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আসানসোল জেলই বীরভূমের প্ৰভাবশালী নেতা Anubrata Mandal-এর ঠিকানা। 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন

ঢাকা: বাংলাদেশে তীব্র তাপপ্রবাহে রেললাইন বেঁকে ট্রেন চলাচল বিঘ্ন ঘটছে। যাকে রেলের ভাষায় বলা হয়…

33 mins ago

সাপ্তাহিক রাশিফল

মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি ভালোই হতে চলেছে। অর্থ উপার্জন হবে। সমাজে সম্মান বাড়বে।…

5 hours ago

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

20 hours ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

1 day ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

2 days ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

2 days ago