পশ্চিমবঙ্গ

‘দিদিকে বলো’য় খোদ আস্থা নেই মুখ্যমন্ত্রীর! শুরু করছেন ‘বাংলার গর্ব মমতা’! জোর চর্চা রাজনৈতিক মহলে

আত্মবিশ্বাস হারিয়ে ফেলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

রবিবার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার জনগণকে জেগে ওঠার আহ্বান জানাতেই নড়েচড়ে বসেছেন তৃণমূল সুপ্রিমো।

‘দিদিকে বলো’ য় আস্থা হারিয়ে এবার ভোটব্যাংক বাড়ানোর লক্ষ্যে তৃণমূলের নয়া প্রচার অস্ত্র ‘বাংলার গর্ব মমতা’।

নেতাজি ইনডোর স্টেডিয়ামে দলের নয়া কর্মসূচির বার্তা জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কর্মসূচির মধ্যে রয়েছে,

বাংলার গর্ব মমতা হল তৃণমূল কংগ্রেসের ৭৫ দিনের একটি নিবিড় জনসংযোগ কর্মসূচি। ২ মার্চ থেকে চলবে ১০ মে।

আগামি বিধানসভা নির্বাচনকে আবারও লক্ষ্য করে মমতার কার্যসূচি অনুযায়ী, ৭৫ হাজারেরও বেশি দলীয় নেতা এবং তৃণমূল স্তরের কর্মী ১৫ হাজার জন বসতিতে যাবেন এবং সারা বাংলার প্রায় ২.৫ কোটি মানুষের কাছে পৌঁছে যাবেন। মানুষের সঙ্গে দলের যোগাযোগকে ফের উজ্জীবিত করে তোলা হবে এই কার্যসূচির মাধ্যমে।

এদিন সভায় উপস্থিত ছিলেন, প্রশান্ত কিশোর ও তাঁর টিম।

সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা তোপ দেগে কেন্দ্রীয় সরকারকে ‘স্বৈরাচারী’ আখ্যা দিয়েছেন।

গতকাল, পয়লা ফেব্রুয়ারি অমিত শাহের সভার তীব্র কটাক্ষ করেন মমতা।

উল্লেখযোগ্য যে, এতকাল ‘দিদিকে বলো’তে আস্থা রাখার পর হঠাৎই ‘দিদিকে বলো’ পাল্টে যাচ্ছে! রাজনৈতিক মহলে তীব্র ঝড় এ নিয়ে।

রবিবার অমিত শাহ যখনই পশ্চিমবঙ্গবাসীকে সাবধান করে দিয়েছেন যে, বাংলার জনগণের আর চেনার বাকি নেই মমতা দিদিকে। এবার থেকে যদি মুখ্যমন্ত্রী বলেন, ‘দিদিকে বলো’ আপনারা বলবেন ‘আর নয় অন্যায়’।

এছাড়াও অমিত শাহের জোর ঘোষণা ছিল কোন শাহজাদা নয়, বাংলার মুখ্যমন্ত্রী হবে ভূমিপুত্র।

মমতার আর কোন অন্যায় সহ্য করা হবে না। সময় চলে এসেছে মমতাকে জবাব দেওয়ার।

# যত অত্যাচার করার করে নিন, বাংলার জনগণ আপনাকে জেনে গেছে।

# এই বিজেপিই বাংলাকে সোনার বাংলায় পরিণত করবে।

# এদিন স্বরাষ্ট্রমন্ত্রীর ক্যাচলাইন ছিল ‘আর নয় অন্যায়।’

 

এন ই নাও নিউজ

Recent Posts

বাংলাদেশে তাপদাহে সিল্কসিটি ট্রেনে আগুনঈশ্বরদীতে রেললাইনের পাত বেঁকে গেছে

ঢাকা: বাংলাদেশে চলতি বছর সীমাহীন তাপদাহে মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। বাংলাদেশে সরবোচ্চ তাপমাত্রা উঠেছে…

6 hours ago

আপনার আজকের দিনটি

সিংহ: আজকের দিনটি আপনার জন্য নতুন কিছু শেখার দিন হবে। ভাগ্যের দিক থেকে দিনটি ভালোই।…

15 hours ago

ভারত-বাংলাদেশ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঢাকা: বাংলাদেশে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ডাঙ্গাপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (২৫)…

1 day ago

ভোট দিলেন নারায়ণ মূর্তি

কলকাতা: ভারতে ৭ দফা ভোটের আজ শুক্রবার দ্বিতীয় দফার ভোট। পশ্চিমবঙ্গ, অসম, বিহার সহ ১৩…

1 day ago

আজ সিংহের আর্থিক সফলতা কেমন?

সিংহ- দিনটি মোটামুটি কাটবে। তবে একটু সাবধান হবেন। সঙ্গীর সাথে লং ড্রাইভে যেতে পারেন। বিরোধীরা…

2 days ago

মিয়ানমারের সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ

ঢাকা: মিয়ানমারে চলমান অভ্যন্তরীণ সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বাংলাদেশে আশ্রয় নেওয়া বর্ডার গার্ড পুলিশের সদস্যসহ ২৮৮ জনকে…

2 days ago